এনসিটিএফ মৌলভীবাজার কর্তৃক কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
এনসিটিএফ মৌলভীবাজার জেলার বার্ষিক পরিকল্পনা অনুসারে ৩ সেপ্টেম্বর ২০১৮তারিখে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের অন্তর্গত রায়শ্রী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, লাইব্রেরিয়ান মোঃ ফরিদ আহমেদ, জেলা ভলান্টিয়ার মোঃ কামরুল ইসলাম, জেলা সভাপতি দ্বীপ্র ধর অর্ঘ্য, সহ-সভাপতি নুসাইবা ইবনাত রূপন্তী, সিপিএম ইমাম মোহাম্মদ বুখারী, অপি আক্তার, ফাহিম আহমেদ। মৌলভীবাজার জেলায় ৭২ টি কমিউনিটি ক্লিনিক পল্লী গ্রামের অসহায় হতদরিদ্র মানুষকে সেবা দিয়ে আসছে। রায়শ্রী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার কুলসুমা ফেরদৌস জানান এখানে প্রতিমাসে গড়ে ২৭৭ জন মা, শিশু ও সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে আসে এবং প্রত্যেকের জন্য আলাদা রেজিষ্ট্রার রাখা হয়। চিকিৎসা সেবা প্রদানে রোগীদের ৩২ ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়। তবে এই ক্লিনিকে সন্তান প্রসবের কোন ব্যবস্থা নেই। স্থানীয় গর্ভবতী মায়েরা এই ক্লিনিকে প্রসব ও প্রসবত্তোর সেবা চালু করার দাবী জানান। রোগীদের সেবা প্রদানে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬ জন স্টাফ নিয়োজিত রয়েছে। এদের মধ্যে সিএইচসিপিএম একজন, এফডব্লিওএ একজন, হেলথ এসিস্টেন দুই জন, সুপারভাইজার একজন, ও একজন আয়া। মুমূর্ষু রোগীদেরকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত মার্তৃমংগল অথবা সদর হাসপাতেলে প্রেরণ করা হয়। প্রাথমিক পরিক্ষা নিরিক্ষার ব্যবস্থা থাকলেও রক্তের গ্রুপ পরিক্ষা করার কোন ব্যবস্থা নেই। তাছাড়া এখানে একমাত্র যে চাপ কলটি রয়েছে সেটিতে আর্সেনিক রয়েছে। স্থানীয়রা মুমূর্ষু রোগীদের পরিবহনের জন্যে সরকারের কাছে একটি ভ্যানগাড়ি ও সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ার জোর দাবী জানান।
উল্লেখ্য বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ১৪০০০ কমিউনিটি ক্লিনিক গরিব অসহায় ও অজপাড়া গাঁয়ের হতদরিদ্র মানুষকে সেবা প্রদান করে আসছে।