এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
একটু বৃষ্টি হলে ডুবে যায় স্কুলের মাঠ তারপরও স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মত। গত ০১ সেপ্টেম্বর এনসিটিএফ ঠাঁকুরগাও জেলা স্কুলটি পরিদর্শনে গেলে উঠে আসা নানান সমস্যা। স্কুলের শিশুদের সাথে কথা বলে জানা যায় স্কুলের শ্রেণীকক্ষে নেই পর্যাপ্ত লাইটের ব্যবস্থা, নেই খেলার পর্যাপ্ত সরঞ্জাম, মাঠে একটু বৃষ্টি হলেই জমে যায় পানি, জানালা ভাঙ্গা, নেই সাইকেল রাখার নিদিষ্ট স্থান, শ্রেণী কক্ষে কথা বলেন শিক্ষকরা, মাঝে মধ্যে মারধর থেকেও রেহাই পায় না শিশুরা, রাস্তার পাশে স্কুলের অবস্থান এবং পিয়ন থাকা সর্তেও শিক্ষকদের অনেক ব্যক্তিগত কাজ শিশুদের দিয়ে করানো হয়, সহ নানান সমস্যার কথা বলে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন অভিযোগের মধ্যে ছিল কিছু সাফল্যের কথা। গত জুন মাসে এনসিটিএফ এর আয়োজনে শিক্ষাক্ষেত্রে শিশুদের সাথে বড়দের জবাবদিহিতামূলক কর্মশালায় উঠে আসা সমস্যাগুলোর মধ্যে মেরামত করা হয়েছে, টয়লেটে পানির ট্যাপ সংস্কার এবং দেওয়া হয়েছে সাবান। স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় স্কুলের সমস্যাগুলো নিয়ে অন্য কোন শিক্ষক কথা বলতে চাননি। স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতিকে ফোনে যোগযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের এই স্কুলটির সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কৃর্তপক্ষ এটায় প্রত্যাশা করছে এনসিটিএফ। পরিদর্শনকালে এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ এবং জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।