আব্দুল্লাহিল কাফি:
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে জেলার সিভিল সোসাইটির অন্যতম সদস্য, যাদের সমাজে গ্রহনযোগ্যতা আছে, এরূপ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ২৫-০৯-২০১৮ তারিখ মঙ্গলবার একটি শিশুবান্ধব প্লাটফর্ম গঠন করা হয়। এনসিটিএফ কার্যক্রম বাস্তবায়নে সিভিল সোসাইটি ও অন্যান্য সমমনা সংগঠনের সহযোগিতা বৃদ্ধি করা এবং এনসিটিএফ সদস্যদের জেলা পর্যায়ে কাজ করতে যাতে কোন প্রকার সমস্যা না হয় তার জন্যই এই প্লাটফর্ম গঠন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি, বাগেরহাট ও সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় বাগেরহাট জেলা এনসিটিএফ কমিটি শিশু একাডেমী কার্যালয়ে শিশু বান্ধব প্লাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ মহাদয়, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোজাফফর হোসেন, শেখ রাসেল স্মৃতি সংঘ, বাগেরহাট-এর সভাপতি জনাব শেখ আজমল হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাঃ রিয়াদুজ্জামান, বাগেরহাট কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক জনাব রবীন্দ্রনাথ মূখার্জী এবং সমাজের বিভিন্ন পর্যায়ের বরেণ্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাইকে নিয়ে অনুষ্ঠিত সভায় প্রথমেই এনসিটিএফ, এর কার্যক্রম, শিশু অধিকার, শিশু অধিকার সনদ, শিশু বন্ধু এবং তাদের করনীয় সম্পর্কে ধারনা দেন এনসিটিএফ বাগেরহাট জেলা কমটির সাধারন সম্পাদক সাদিয়া আফরিন রশ্নি। তাছাড়া সভায় সকল অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন সিআরপি মোঃ মৃদূল। সভায় সভাপতি আব্দুল্লাহিল কাফি বাগেরহাট জেলা শিশু বান্ধব কমটির সদস্যদের নাম ঘোষনা করেন। শিশু বান্ধব কমিটির সভাপতি হিসেবে নির্ধারিত হন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মোজাফফর হোসেন এবং সম্পাদক হসেবে নির্ধারিত হন বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাঃ রিয়াদুজ্জামান। কমিটির অন্য ৯ জন সদস্য হলেন-
১.জনাব এ্যড. রামকৃষ্ণ বসু – সভাপতি, রুদ্র নাট্য দল, বাগেরহাট।
২.জনাব লিয়াকত হোসেন-সভাপতি, চেম্বার অব কমার্স, বাগেরহাট।
৩.জনাব এ্যড. শরিফা খানম-চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাট।
৪.জনাব আবুল হাশেম শিপন-কাউন্সিলর, বাগেরহাট পৌরসভা।
৫.জনাব সুজস কান্তি মন্ডল-প্রভাসক, বাগেরহাট।
৬.জনাব শেখ আজমল হোসেন-সভাপতি, শেখ রাসেল স্মৃতি সংঘ,বা গেরহাট।
৭.জনাব ঝিমি মন্ডল-নির্বাহী পরিচালক, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থা, বাগেরহাট।
৮.মিসেস অনিতা রায়-নির্বাহী পরিচালক, কে এন কে এস, বাগেরহাট।
৯.জনাব আমাতুল হাফিজ-প্রধান শিক্ষক, হরিনখানা স.প্রা.বি. বাগেরহাট।
বাগেরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (পদাধিকার বলে কমিটির সদস্য সচিব), এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির ১১জন সদস্য ও জেলা ভলান্টিয়ারের সাথে আলোচনা করে জেলার শিশু বন্ধুদের তালিকা প্রস্তুত করা হয়। উপস্থিত সকল শিশু বন্ধুরা জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে শিশু অধিকার বাস্তবায়নের মাধ্যমে বাগেরহাট জেলায় একটি শিশু বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে এনসিটিএফ জেলা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।