এনসিটিএফ মাদারীপুরের সদর হাসপাতাল পরিদর্শন
রোজ সোমবার ২৯-১০-১৮ তারিখে মাদারীপুর জেলা এনসিটিএফ এর সদস্যবৃন্ধ, মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে যায়। হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর হলেও সেখানে রয়েছে জায়গা সংকট। শিশু ওয়ার্ডে রয়েছে ২৪ টি বেড এবং রুগী সংখ্যা ৫০, যার জন্য এক বেডে অবস্থান করছে ২ থেকে ৩ জন শিশু। বিশেষজ্ঞদের মতে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বেড়ে চলছে জ্বর ও ঠান্ডায় আক্রান্ত শিশুর সংখ্যা বিশেষ করে ৫ মাস থেকে ১১ বছরের শিশুদের মধ্যে এই রোগ টি বেশি লক্ষনীয়। রোগীদের মতে দিনে ২ বার ডাক্তার পরির্দশন করে ওয়ার্ডটি এছাড়া নার্সদের ব্যবহার ভালো এবং তাদের স্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। বেশির ভাগ ওষুধ হাসপাতাল থেকেই দেওয়া হয় কিছু কিছু ওষুধ বাহির থেকে কেনা প্রয়োজন হয় তবে আর্থিক অবস্থা খারাপ হলে হাসপাতাল ফান্ড থেকে দেওয়া হয় ওষুধ কেনার খরচ।
ফাহমিদা মেহবুবা নয়না
চাইল্ড পার্লামেন্ট মেম্বার, মাদারীপুর