গাইবান্ধায় এনসিটিএফ এর স্কুল পরিদর্শন ও কমিটি গঠন
জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর, সোমবার সকালে এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা জেলার সদর উপজেলার স্বনামধন্য এসকেএস স্কুল এন্ড কলেজে পরিদর্শন শেষে সেখানে এনসিটিএফ এর সদস্য সংগ্রহ ও স্কুল কমিটি গঠন করেন। এসময় সর্বমোট ১২২ জন ছাত্র-ছাত্রী এনসিটিএফ এর সাধারণ সদস্য হিসেবে ফরম পুরন করেন পরে তাদের মধ্য হতে ১১ সদস্য বিশিষ্ট শিশু সুরক্ষা স্কুল কমিটি গঠন করা হয়।
যারা তাদের স্কুলে শিশু অধিকার বাস্তবায়ন, নিজ নিজ এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারনা ও শিশু শ্রম নিরসনে কাজ করবেন।
এছাড়াও নব-নির্বাচিত স্কুল কমিটির সাথে এনসিটিএফ এর বিভিন্ন কাযর্ক্রম নিয়ে আলোচনা করা হয় এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ ও জেলার বর্তমান শিশু অধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।
পরিদর্শনের সময় স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল সাত্তার ও সহকারি শিক্ষক বেগম লুৎফান্নাহার এ সময় এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শন ও কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা এনসিটিএফ এর সভাপতি মোঃ মেহেদী হাসান অন্তর, সহ সভাপতি তাসকিনা জামান তমা, সাধারণ সম্পাদক আরাফাত মাহমুদ সৌরভ, যুগ্ম সম্পাদক মনিরা ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক পলক, শিশু সাংবাদিক বিদ্রোহ, শিশু গবেষক ফররুখ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী, সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান।