জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু গবেষণা ও শিশু সাংবাদিকতা বিষয়ক মিডিয়া ও ওয়েব সাইট বিষয়ক প্রশিক্ষণ
গত ১৩ ও ১৪ ই নভেম্বর ২০১৮ এনসিটিএফ মাদারীপুর জেলার আয়োজনে সম্পন্ন হলো ২ দিন ব্যাপী জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু গবেষনা ও শিশু সাংবাদিকতা, মিডিয়া ও এনসিটিএফ ওয়েব সাইট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় দুই দিন ব্যাপি এই প্রশিক্ষন কর্মশালার সার্বিক সমন্বয় করেন মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম মুন্সী। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে মাদারীপুর জেলা এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটি, স্কুল কমিটি ও সাধারন সদস্য সহ মোট ৫৬ জন। প্রশিক্ষনটিতে সহযোগীতা করেন মাদারীপুরের বিশিষ্ট সাংবাদিক জনাব শাহজহান খান (দৈনিক ইত্তেফাক) ও জনাব জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ), জনাব আতিকুর রহমান আতিক এবং এনসিটিএফ মাদারীপুর জেলা ভলান্টিয়ার দিপা আক্তার মুন্নী।
উক্ত আয়োজনটির সঞ্চালনা করেন মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটির চাইল্ড পার্লামেন্ট সদস্য ফাহমিদা মেহবুবা নয়না।
দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শিশুদেরকে সাংবাদিকতা, শিশু অধিকার পরিস্থিতি গবেষণা ও এনসিটিএফ ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
প্রশিক্ষনের সমাপ্তিতে মাদারীপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সভাপতি অংশগ্রহনকারী ও সহযোগী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অংশগ্রহনকারীরা স্বতঃস্ফর্ত ভাবে প্রশিক্ষনটিতে অংশগ্রহন করে এবং অংশগ্রহনমুলক প্রশিক্ষণ সার্টিফিকেট অতিথিদের নিকট থেকে গ্রহন করে। তারা এ ধরনের উন্নয়ন মুলক আয়োজন আরো প্রত্যাশা করেন।