কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এ্যাডভোকেসি, নিউজ লেটার প্রকাশনা, লিডারশিপ, ইনক্লুশন ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপী এই কর্মশালার প্রথম পর্ব ৩০শে নভেম্বর ও দ্বিতীয় পর্ব ০৪ ডিসেম্বর রোজ সোমবার এনসিটিএফ জেলা কমিটি ও স্কুল কমিটির সদস্যদের অংশ গ্রহনে প্রশিক্ষণ কর্মশালাটি সম্পূর্ন হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা এনসিটিএফ ভলান্টিয়ার কে.এম রেজওয়ানুল হক নুরনবী। প্রশিক্ষণ কর্মশালাটি একাধিক সেশনে শিশু অধিকার, জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও রিপোটিং, শিশু সুরক্ষা নীতিমালা, শিশুর উত্তম অংশগ্রহন, লিডারশিপ, এ্যাডভোকেসি, এনসিটিএফ অপারেশন সহ গুরুত্বপূর্ন বিষয়ে দলগত আলোচনা ও গেমের মাধ্যমে অংশগ্রহনকারীদের অনুশীলন করা হয়।
অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণটিতে অংশগ্রহন করেন।