সমস্যা চিহ্নিত করবে তোমরা, সমাধানে কাজ করবো আমরা ………অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
গত ১৯ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল সাড়ে তিনটায় এনসিটিএফ এর আয়োজনে জেলা পর্যায়ে শিশুবন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলায় শিশু অধিকার বাস্তবায়ন এবং জেলাকে শিশুবান্ধব জেলা হিসেবে রূপান্তরে এনসিটিএফ এর সাথে কাজ করার লক্ষে উক্ত কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন এ. বি. এম সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। সভার শুরুতেই এনসিটিএফ এবং শিশুবন্ধু প্ল্যাটফর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে চলে মুক্ত আলোচনা। মুক্ত আলোচনায় শিশুদের নিকট থেকে শোনা হয় বর্তমানে জেলায় কোন অধিকারের উপর শিশুদের সমস্যা আছে। শিশুরা শিক্ষার কথা তুলে ধরে। এনসিটিএফ এর স্কুল পরিদর্শনের কথা তুলে ধরে তারা। হরিজন শিশু , চরাঞ্চলের শিশু এবং বিশেষ চাহিদাসম্পূন্ন শিশুদের শিক্ষা থেকে পিছিয়ে পরা উঠে আসে এছাড়া পারিববারিক বৈষম্যতা এবং বাল্য বিবাহ বিষয়ে আলোচনা হয় । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এনসিটিএফ’র কাজ সমস্যা চিহ্নিত করে আমাদের কাছে বলা বা জানানো আর আমরা সেই সমস্যা সমাধানে কাজ করবো। এছাড়া তোমাদের সহযোগিতা করতে এখন থেকেই শিশুবন্ধু প্ল্যাটফর্ম কাজ করবে। আলোচনা শেষে জেলায় সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুমকে সভাপতি এবং মোঃ মোশাররফ হোসেন প্রধান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে সদস্য সচিব করে ১১জনের একটি কমিটি নির্বাচন করা হয়। যেখানে জেলার সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়িক এবং এনজিও প্রতিনিধিবৃন্ধ রয়েছেন। পরে নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানো হয়। শিশুবন্ধু প্ল্যাটফর্মের নিবনির্বাচিত সভাপতি বলেন, আপনারা যে দায়িত্ব আমাকে দিলেন তা পালনে আমি যথাযথ চেষ্টা করবো এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে আমাকে এই দায়িত্ব দেবার জন্য। এনসিটিএফ এর সাথে শিশুবন্ধু প্ল্যাটফর্ম এখন থেকে সম্বনয় করে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে। জেলা পর্যায়ে শিশুবন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভায় সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমী এবং সেভ দ্য চিলড্রেন। সভায় এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার এবং চাইল্ড রাইট’স প্রমোটর মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।