এনসিটিএফ মেহেরপুর এর হাসপাতাল পরিদর্শন
অদ্য ০২-০২-২০১৯ তারিখ মেহেরপুর জেলা এনসিটিএফ এর একটি পরিদর্শক টিম, মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা হাসপাতালে অনেক ভালো দিক নির্বাচন করেন তার ভিতরে উল্লেখযোগ্য ১. রোগীরা সময় মতো ঔষধ পাচ্ছে ২. পর্যাপ্ত পরিমাণ নার্স আছে ৩.সময় মতো খাবার পাচ্ছে ৪.হাসপাতাল ২৪ ঘন্টা খোলা থাকে ইত্যাদি এতো ভালো দিক আছে তবুও অনেক সমস্যা আছে হাসপাতালে তার ভিতরে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে ১. হাসপাতালের ভিতর এবং বাহির কোনোটাই স্বাস্থ্যসম্মত নয় অনেক ময়লা আবর্জনায় ভরা ২. পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত ডাক্তার না থাকায় শিশুরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না চিকিৎসা হীনতায় ভুগছে অনেক শিশু ৩. হাসপাতালে নার্স এবং ডাক্তারদের ব্যবহার খুবই খারাপ ৪. পর্যাপ্ত পরিমাণ বেড নাই যার কারণে শিশুরা মেঝেতে অবস্থান করছে এছাড়াও আরো অনেক সমস্যার সম্মুখীন হয় মেহেরপুর জেলা এনসিটিএফ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি এস এম মেহেরাব হোসেন, সাধারণ সম্পাদক ফারিয়া আফরিন এলিসা, যুগ্ন সাধারন সম্পাদক নাফিজা রেজা, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাজশুনাত মিম নকশি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাজু, শিশু গবেষক ইশিতা তাবাচ্ছুম লাবন্য, শিশু সাংবাদিক নোশিন তাবাচ্ছুম, শিশু সাংবাদিক আতিকুর রহমান, সদস্য নাজমুস সাকিব পপিন এবং জেলা ভলান্টিয়ার মোঃ রাজন।