বাল্য বিবাহ ও মাদককে লাল কার্ড কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে এনসিটিএফ পাবনা
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ইমাম গাজ্জালি বালিকা স্কুল এন্ড কলেজে বাল্য বিবাহ এবং মাদককে লাল কার্ড কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে এনসিটিএফ পাবনা। প্রাথমিক ভাবে সদর উপজেলার ১৬ টি উচ্চ বিদ্যালয়ে প্রত্যহিক সমাবেশে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এই ক্যাম্পইনে অংশগ্রহণ করবে। এছাড়া জেলায় বাল্য বিবাহ এবং শিশু নির্যাতনের তথ্য জানাতে প্রশাসনিক সহায়তা নম্বর ৩৩৩ এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকল উপজেলা নিবার্হী অফিসারদের মোবাইল নম্বর সম্বলিত একটি ফেসটুন প্রদান করবে প্রতিটি স্কুলে। ১২ ফেব্রুয়ারি এনসিটিএফ এর নতুন এই ক্যাম্পইনের উদ্ভোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। উদ্ভোধনী এই ক্যাম্পইনে প্রায় এক হাজার শিশু অংশগ্রহণ করবে বলে ধারনা করা হচ্ছে।