এনসিটিএফ পাবনা জেলার বাল্য বিবাহ এবং মাদক বিরোধী ক্যাম্পইন
২৭ এপ্রিল এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে সকাল ১০ টায় জেলা শহরের শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ এবং মাদকবিরোধী ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এনসিটিএফ বাংলাদেশের ৬৪ টি জেলায় শিশু অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচীর আওতায় এনসিটিএফ পাবনা জেলার নিজ উদ্দেগ্যে গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছিল উক্ত ক্যাম্পইন। সকাল ১০ টায় শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিশু বাল্য বিবাহ এবং মাদক বিরোধীসহ নিজের এবং সমাজের জন্য ক্ষতিকর দিকগুলো থেকে বিরত থাকবার শপথ পাঠ করেন। এ সময় সবাই একসাথে লাল কার্ড প্রদর্শন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মতিউর রহমান শাহ্ শিশুদের শপথ বাক্য পাঠ করান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার মোছাঃ মিথিলা খাতুন এবং আকাশ, এনসিটিএফ উপদেষ্টা হুমায়ন কবির এবং মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, চাইল্ড রাইট’স প্রমোটর (সিআরপি) উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন শান্তা, সভাপতি, এনসিটিএফ পাবনা।