গাইবান্ধায় শিশু সুরক্ষায় এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা:
জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে স্কুল পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করার জন্য সদস্য সংগ্রহ ও শিশু সুরক্ষায় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গত (২৭ মার্চ), বুধবার সকালে নিউটন প্রিপারেটরী স্কুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সদস্য সংগ্রহ কার্যক্রমের শুরুতে এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা প্রত্যেক শ্রেণিতে এনসিটিএফ এর কার্যক্রম ও জেলার সর্বশেষ শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরে। পরে আগ্রহী ১২৫ জন শিশু শিক্ষার্থী এনসিটিএফ এর সাধারণ সদস্য ফরম পূরণ করে। পরে আগ্রহী শিশুদের মধ্য হতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে ১১ সদস্যের শিশু সুরক্ষা স্কুল কমিটি গঠন করা হয়। এ সময় সহযোগিতা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক সুকমল সরকার লিটন।
নির্বাচিত সদস্যদেরকে এনসিটিএফ এ তাদের ভুমিকা ও কার্যক্রম, শিশু অধিকার সনদ সম্পর্কে ধারনা দেয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি মোঃ মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাকিনা জামান তমা, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, যুগ্ম সাধারন সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ফরুখ আহমেদ, শিশু সাংসদ সদস্য মো. মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার মনির হোসেন মিলন ও শ্রাবনী রহমান প্রমুখ।