এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গত ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড: কেএম কামরুজ্জামান সেলিম। “শিশু করবে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” এস্লোগানকে ধারণ করে এনসিটিএফ’র সভাপতি হাজেরা তানজিম’র সভাপতিত্বে এনসিটিএফ জেলা কমিটি শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং বিনোদন এই ৪ টি বিষয়ের উপর মোট ১০ টি সমস্যার বিপরীতে মোট ২৫ টি সুপারিশ তুলে ধরে শিশুরা। প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিটিএফ সদস্যদের বিভিন্ন মতামত ও সুপারিশ মালার প্রেক্ষিতে বক্তব্য দেন, জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিনুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক দৌলতুজ্জামান , এসআই ফিরোজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা: জবেদ আলী, সিআরপি মোস্তাফিজুর রহমান সৈকত, শিশুবন্ধু প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। তানভীর হাসানের সঞ্চালনায় এনসিটিএফ সদস্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন, এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মাহিন সরকার। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন এনসিটিএফ’র কার্যক্রমের মাধ্যমে শিশুরা নিজের মেধা বিকশিত করার সুযোগ পেয়েছে। সেইসাথে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় এ কার্যক্রম চালানোর আহ্বান জানান। এবং সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে এনসিটিএফ শিশুরা ঠাকুরগাঁও জেলা প্রশাসক কর্তৃক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনী ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র বিষয়ক স্থাপিত “অদম্য বাংলাদেশ কর্ণার” পরিদর্শন করেন।