নারী শিশু প্রজনন সেবা নিশ্চিতকল্পে মেহেরপুর প্রশাসনের নতুন উদ্যোগ
এনসিটিএফ মেহেরপুর শিশুদের দাবির প্রেক্ষিতে মেহেরপুর স্থানীয় সরকার সদর উপজেলার ৫ টি স্কুলে নারী শিশু প্রজনন সেবা নিশ্চিত করার লক্ষে এক নতুন উদ্যোগ গ্রহণ করে। শিশুবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নের জন্য ৩২ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে শিশুদের নিশ্চিত করেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল হাসান, উপ-পরিচালক মেহেরপুর, তিনি তার বক্তব্যে শিশুদের বলেন মেহেরপুরকে শিশুবান্ধব স্থানীয় সরকার প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য মেহেরপুর প্রশাসন সার্বিক উদ্যোগ গ্রহন করবে।