সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউনিয়ন পর্যন্ত শিশুদের অংশগ্রহন নিশ্চিত করা হবে
২১ নভেম্বর এনসিটিএফ গাইবান্ধার আয়োজনে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় বার্ষিক কর্মপরিকল্পনা সভা। জেলার এনসিটিএফ সাধারন সদস্যদের অংশগ্রহণে তৈরি করা হয় আগামী বছরের বিভিন্ন কর্মসূচী। শিশুদের অংশগ্রহণে আগামী বছর এনসিটিএফ ১৯ টি ভিন্ন ভিন্ন কর্মসূচী বাস্তবায়নে কাজ করবে। শিশু অধিকার বাস্তবায়নে ইউনিয়ন এবং উপজেলা পর্যন্ত কাজ করার পরিকল্পনা নেওয়া হয়। শিশুদের আমন্ত্রণে সাড়া দিয়ে কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার, গাইবান্ধা এবং মো. মোশাররফ হোসেন প্রধান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, গাইবান্ধা। শিশুদের তৈরি করা কর্মপরিকল্পনায় প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়া সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউনিয়ন পর্যন্ত থেকে শিশুদের অংশগ্রহন নিশ্চিত করতে তার শাখা থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে এনসিটিএফ এর কাজ করার ক্ষেত্রে তার শাখা থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে। এনসিটিএফ এর সাধারন সদস্যদের নিকট থেকে উঠে আসা কর্মসূচীগুলো গাইবান্ধাকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছে সবাই।