পিএইচপি বুকলেট
শিশুদের জন্য শারীরিক শাস্তি নিষিদ্ধ করার কথা ভাবলেই নানা প্রশ্ন উঠে আসে মূলত এর আইনী নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা এবং মা-বাবা ও পারিবারিক জীবনে এর প্রভাব নিয়ে।
এই বুকলেট সিরিজের প্রথমটির উদ্দেশ্য হল সবচাইতে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং নিষেধাজ্ঞার কারণ ও পরিবারে এর প্রভাব নিয়ে সাধারণ কিছু ভুল ধারণা ভাঙ্গা।
দ্বিতীয় বুকলেটটিতে এই প্রশ্নগুলোর উত্তর এমনভাবে দেওয়া হয়েছে যাতে শিশু ও তরুণরা সহজেই বুঝতে পারে।
স্কুলে শারীরিক শাস্তি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হলেই কিছু বিশেষ প্রশ্ন উত্থাপন হতে দেখা যায়। এই সিরিজের শেষ বুকলেটটিতে এ ধরণের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যাতে এ প্রসঙ্গে কিছু ধারণা স্পষ্ট করা যায়।
এই বুকলেটগুলো অভিভাবক ও পরিচর্যাকারী, সরকারী কর্মকর্তা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আরও যাঁরা শারীরিক শাস্তি নিষিদ্ধের জন্য কাজ করছেন তাঁদের আত্মবিশ্বাস যোগাবে যাতে তাঁরা আইনী সংস্কার দাবি করেন এবং শিশুদের সকল ক্ষেত্রে সহিংসতা থেকে সুরক্ষা পাবার অধিকার রক্ষায় এগিয়ে যান।
এই বুকলেটগুলো আরও পাওয়া যাচ্ছে আলবেনিয়ান, আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, হাঙ্গেরিয়ান, ম্যান্ডারিন চাইনিজ, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ ভাষায়। সামনে জাপানিজ, লিথুয়ানিয়ান, থাই এবং ভিয়েতনামিজ ভাষাতেও পাওয়া যাবে।
এই বুকলেট কিংবা আমাদের অন্য কোন প্রকাশনা সম্পর্কে প্রশ্ন বা মন্তব্য থাকলে, ছাপা হওয়া কপি সম্পর্কে জানতে কিংবা আরও ভাষান্তর সম্পর্কে প্রশ্ন করলে যোগাযোগ করুন: info@endcorporalpunishment.org
১। শিশুদের প্রতি সব ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধকরণ – শিশু ও তরুণ বয়সীদের জন্য প্রশ্নোত্তর – ডাউনলোড
২। স্কুলে শারীরিক শাস্তি নিষিদ্ধকরণ – বহুল জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর – ডাউনলোড
৩। শিশুদের প্রতি সব ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধকরণ – বহুল জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর – ডাউনলোড