বিশ্ব শিশু শ্রম দিবস উপলক্ষে জেলা প্রশাসক মৌলভীবাজার এর সাথে এনসিটিএফ জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ জুন মঙ্গলবার বিশ্ব শিশু শ্রম উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার এর সহযোগীতায় সার্কিট হাউস মুন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার বিশ্বাস, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদরপ্তরের উপ-মহা পরিদর্শক ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বায়োজিদ খান, জেলা ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আল আমীন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব। এই মতবিনিময় সভায় শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জসীম উদ্দীন মাসুদ। প্রাথমিক শিক্ষা অফিসার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও এনসিটিএফ এর সভাপতি দ্বীপ্র ধর অর্ঘ্য ও সদস্য সমরিতা পাল ঐশি। দ্বীপ্র ধর অর্ঘ্য কিছু সুপারিশ তুলে ধরেন। সভাপতি মো: তোফায়েল ইসলাম বক্তব্যে আশা সুপারিশ গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে অবলোকন করেন এবং সরকারের কাছে সুপারিশগুলো তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সুপারিশগুলো হলো:
১। অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিকল্পে সভা,সেমিনার, বিজ্ঞাপনের ব্যবস্থা করা
২। শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা
৩। শিশু শ্রমিকের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ব্যবস্থা করা
৪। শিশু শ্রমিকদের পূর্ণবাসন ও তাদের সুন্দর শৈশব নিশ্চিত করা
৫। শিশুশ্রম বন্ধে আইনকে কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা