মুন্সিগঞ্জে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
২ জুন সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলার আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৪০ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল, শিশু পরিবার এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ১০২ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা ৬টি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ৯ টি সমস্যা এবং ১২ টি সুপারিশ তুলে ধরে।
শিশুদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জনাব সুবির দাশ শিশুদের প্রশ্নগুলোর উত্তর দেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিলো শিশুদের জন্য পৃথক স্বাস্থ্য কমপ্লেক্স করা, মাদক নিরাময়ে সচেষ্ট থাকা, শিশু নির্যাতন এর ঘটনায় দ্রুত সাড়া প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব সচল ও মাঠ সংস্কার করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিশুদের আগ্রহ বাড়ানো সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জনাব সুবীর দাশ, মুন্সিগঞ্জ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম, সংস্কৃতি অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি সজীব হোসেন।