রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কক্ষে মোবাইল ফোন ব্যবহার বন্ধে পুনরায় প্রজ্ঞাপনটি প্রেরণ করা হবে: জেলা প্রশাসক
২৮ জুন বিকাল ৪ টায় এনসিটিএফ রাজশাহী জেলার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সংলাপে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ৩০ জন শিশু এই সংলাপে উপস্থিত ছিলেন। এনসিটিএফ রাজশাহী জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মুখোমুখি সংলাপকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যা এবং পেপার কাটিং থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৯ সমস্যা এবং ২১ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন শ্রেনী কক্ষে শিক্ষক মন্ডলীদের মোবাইল ফোন ব্যবহারের যে তথ্য এনসিটিএফ আমাদের সামনে তুলে এনেছে তা সত্যই ভয়াবহ। আমরা আবারো শিক্ষা মন্ত্রানালয়ের প্রজ্ঞাপনটিসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি চিঠি প্রেরণ করবো। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র্যাম সিঁড়ি তৈরির বিষয়েও আমরা চিঠি প্রেরণ করবো। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত র্যাম সিঁড়ি তৈরিতে পদক্ষেপ গ্রহণ করতে পারে। শিশু হাসপাতালের নানা নিয়মের অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশের উপর সমস্যার বিপরীতে ডা. বার্নাবাস হাসদাক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন বলেন, আমি তোমাদের সাথে একমত। শিশু হাসপাতালের পরিবেশ উন্নয়নে তোমাদের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহন করা হবে। শিশুদের নিরাপত্তা, বাল্য বিবাহ এবং মাদক বিষয়ে তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে তোমাদেরও সচেতন হতে হবে। সচেতন হতে হবে অভিভাবকদের। শিশুদের সাথে প্রশ্নউত্তর পর্বে বলেন মোঃ আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার. পুলিশ অফিস রাজশাহী। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক উক্ত মুখোমুখি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম, আব্দুল কাদের, জেলা প্রশাসক, রাজশাহী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজশাহী, মোছাঃ নাছিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী, ডা. বার্নাবাস হাসদাক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন, রাজশাহী, মোঃ জাহিদ নেওয়ান, উপজেলা নিবার্হী অফিসার, পবা, তাসনীম জাহান, সহকারী কমিশনার, রাজশাহী, শারমিন আক্তার, সহকারী কমিশনার, রাজশাহী, মোঃ মনজুর কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী, সুখেন কুমার মুখার্জী, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মুখোমুখি সংলাপে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম শুভ, সভাপতি, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রাজশাহী।