২ দিন ব্যাপী শিশু সাংবাদিকতা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এবং রিপোটিং বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এবং রিপোটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমী পাবনা কর্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং ২ জন প্যানেল সদস্যসহ মোট ১৩ জন শিশু অংশগ্রহণ করে। দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে এনসিটিএফ, শিশু অধিকার, জীবন দক্ষতা, শিশু সাংবাদিকতা, সংবাদ লেখার নিয়ম, মূখপত্র প্রকাশে করনীয়, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, আইসিটি এবং রিপোটিং বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন সেভ দ্য চিলড্রেন এর সিআরপি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত। এ সময় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ঘোষনা করেন মোঃ মাশফিক হাসান সামি, সভাপতি, এনসিটিএফ পাবনা।