গাইবান্ধায় এনসিটিএফ এর জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির জানুয়ারি’ ২০১৯ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি, ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ এর সভাপতি মো. মেহেদী হাসান অন্তর এর সভাপতিত্বে জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান ও জেলা ভালান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান, সাবেক সভাপতি মনির হোসেন মিলন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সকলে জেলা পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রমকে আরো বেগবান করার জন্য গুরুত্বারোপ করেন। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিএফ এর কার্যক্রম সম্প্রসারণের মতামত দেন সদস্যরা।
পরে সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্যগণের মতামতের ভিত্তিতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়।
১। এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা-২০১৯।
০৪ ফেব্রুয়ারি, ২০১৯.
২। জেলার শিশু অধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান।
২৩ জানুয়ারি, ২০১৯.
৩। হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন।
২৩ জানুয়ারি, ২০১৯.
৪। জানুয়ারি-ফেব্রুয়ারি/১৯ মাসে মোট ১০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং।