ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন ক্লাস করছে প্রায় ২৫০ জন শিক্ষার্থী
ঠাকুরগাঁও জেলা শহরের পৌরসভা গেইট সংলগ্ন কোকিল সরকার প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। এনসিটিএফ ঠাকুরগাঁও গত ১৩ মার্চ বিকাল ৩ টায় পরিদর্শনকালে উঠে আসে স্কুল ভবনের করুণ দশা। এর আগে ভূমিকম্পে বিদ্যালয়ের দেয়ালে ফাটল এবং টয়লেটে ফাটল ধরলেও কর্তৃপক্ষের তেমন কোন পদক্ষেপ চোখে পড়েনি। শুধু দেয়াল নয় বিদ্যালয়ের ছাদ বেহাল দশায় বলে দিচ্ছে কতটা ঝুঁকিতে আছে উক্ত স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীরা। ছাদ এবং ভিমের সিমেন্ট খসে পরছে। যা যেকোন সময় ঘটাতে পারে বড় কোন দূর্ঘটনার। এছাড়া শহরতলী থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত রাস্তা প্রস্ততকরণের কারণে স্কুলের সামনের কিছু জায়গা রাস্তার মধ্যে চলে যাওয়ার প্রতিদিনের প্রত্যাহিক সমাবেশ করতে পারছে না শিক্ষার্থীরা। এছাড়া রাস্তা প্রস্ততকরণে নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছে শিশুরা। একদম রাস্তার পার্শে স্কুলের অবস্থান হওয়ার ইতিপূর্বে দূর্ঘটনার শিকার হয়েছে বেশ কিছু শিশু। গত ২০ জানুয়ারী ৩য় শ্রেণীর ছাত্র রমজার রাস্তা পার হতে গিয়ে অটো রিক্সার নিচে পরে গুরুত্বর আহত হয়। পরে তাকে নিতে হয়েছিল হাসপাতালে। নিরাপত্তা প্রাচীর, ব্যস্ততম রাস্তা এবং ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কের মধ্যে থেকে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। শিশুদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার পার্শে স্কুল হওয়ার ধূলাবালিতে সমস্যা হয় পড়াশোনা করতে। এছাড়া উচ্চ হর্ণে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। ক্লাসরুমে নেই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা। গরমে ক্লাস করতে কষ্ট হয়। স্কুলের প্রধান শিক্ষক বলেন“ জায়গা কম থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস নিতে হচ্ছে”। শহরতলীর মধ্যে অবস্থিত ঝুঁকিপূর্ণ স্কুলটির জন্য দ্রুত কৃর্তপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটায় মনে করছেন সবাই। পরিদর্শনকালে এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ, মোহাঃ জবেদ আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ঠাকুরগাঁও, মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, চাইল্ড রাইট’স প্রমোটর (সিআরপি) সেভ দ্য চিলড্রেন এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।