মুন্সিগঞ্জ জেলা এনসিটিএফ এর সদর হাসপাতাল পরিদর্শন

মুন্সিগঞ্জ জেলায় চলতি শীত মৌসুমে বেড়ে চলেছে নিউমোনিয়া ও শিশু ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন অসংখ্য শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে। এমনই চিত্র পাওয়া গেছে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে।
১৭ই ফেব্রুয়ারি ২০১৯ সকালে ১৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলা কমিটির সদস্যরা।
পরিদর্শনের সময় শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ৩০টি বেডের বিপরীতে ২২ জন শিশু রোগী ভর্তি পাওয়া যায়। যাদের অধিকাংশই শীতজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। শিশু ওয়ার্ড এর পরিবেশ ছিল অন্ধকার এবং স্যাতস্যতে। এসময় রোগীর স্বজনদের সাথে কথা বললে তারা জানান যে, বেশিরভাগই শীত জনিত রোগে আক্রান্ত। এছাড়া দায়িত্বরত ডাক্তাররা রোগী দেখতে কম সময় দেয় বলে অভিযোগ দেন স্বজনেরা। পরিদর্শনের সময় ওয়ার্ডের মেঝেতে শুকনো ময়লা দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আর এম সাখোয়াত এর সাথে সাক্ষাত এর সময় অভিযোগের ব্যাপারে জানালে তিনি বলেন, সমস্যা সমাধানে আমরা কাজ করছি এবং খুব শিঘ্রই নতুন ভবন চালু হবে যেখানে শিশু উপযোগী সুসজ্জিত শিশু ওয়ার্ড নির্মান করা হয়েছে। পরে হাসপাতাল তত্ত্বাবধায়ককে এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। তিনি শিশুদের এরকম উদ্যোগে উৎসাহ প্রদান করেন। সর্বশেষে কমিটির সদস্যরা তত্ত্বাবধায়ককে ধন্যবাদ দিয়ে বিদায় নেয়।

সম্পন্ন হলো এনসিটিএফ শেরপুর জেলার বার্ষিক সাধারণ ও কর্মপরিকল্পনা সভা ২০১৯

১৮-০২-১৯ তারিখে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হলো এনসিটিএফ, শেরপুর জেলার বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব আশরাফুল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি রেজোয়ান দিপু, শেরপুর জেলার শিশুবান্ধব কমিটির সভাপতি শহীদুল ইসলাম মুকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান। এছাড়াও জেলার বেশ কয়েক জন সাংবাদিকও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আফসানা রহমান প্রীতি।
প্রায় ১২০ জন শিশুর অংশগ্রহণে বিভিন্ন সেসনে দিনব্যাপি অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিশুরা স্কুল ভিত্তিক গ্রুপের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে।
অনুষ্ঠানের একটি সেসনে শেরপুর এনসিটিএফ এর প্রাক্তন শিশু সাংবাদিক রজত সাহা অন্তু ও বর্তমান শিশু গবেষক শীর্ষ স্কুল কমিটি সদস্যদের নিয়ে গল্প ও নিউজ লেখা বিষয়ক কর্মশালা সম্পন্ন করে । স্কুল কমিটির যাবতীয় কাজ অনুষ্ঠানে বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিনব্যাপী প্রোগ্রামে কি কি জানা হলো তা নিয়ে শিশুদের মাঝে কুইজের আয়োজন করা হয়, কুইজটি পরিচালনা করেন শেরপুর এনসিটিএফ এর সভাপতি আফসানা রহমান প্রীতি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মুন্সিগঞ্জে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ’র স্কুল কমিটি গঠন

গত ১৭ই ফেব্রুয়ারী এনসিটিএফ মুন্সিগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে এবং তারা ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত উপস্থিত সকল শিক্ষার্থীর সাথে এনসিটিএফ সর্ম্পকে আলোচনা করে। এছাড়াও এনসিটিএফ এর উদ্দেশ্য, এনসিটিএফ এর কাজ, এনসিটিএফ কিভাবে আমাদের সহযোগিতা করতে পরে ইত্যাদি।

উক্ত আলোচনায় শিক্ষার্থীরা এনসিটিএফ সর্ম্পকিত বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করে এবং তাদের মনযোগ ছিল লক্ষনীয়।
সকল শিক্ষার্থীরা এনসিটিএফ এর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। আলোচনার শেষ অংশে ছিল নির্বাচনের মাধ্যমে স্কুল কমিটি গঠন। নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। 

 আলোচনা সভা এবং নির্বাচন শেষে নতুন স্কুল কমিটি কার্যনির্বাহী কমিটির সদস্যদের তাদের বিদ্যালয় ঘুড়ে দেখায়। সর্বশেষে নতুন স্কুল কমিটি ও কার্যনির্বাহী কমিটি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকমন্ডলী সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সকল কার্যক্রম সমাপ্তি করে।

মাদারীপুর এনসিটিএফ এর ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটির ফেব্রুয়ারি’ ২০১৯ মাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ রবিবার বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী, মাদারীপুর জেলা কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি তাবাসসুম ইসলাম আনিকা এর সভাপতিত্বে জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, চাইল্ড রাইটস প্রমোটর মমতাজুল ইসলাম রুমন ও জেলা ভলান্টিয়ার আমানত ইসরাম ও দিপা আক্তার মুন্নি।

উক্ত সভায় আলোচনার মাধ্যমে বেশ কিছু আসন্ন কর্মসূচি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার প্রধান

আলোচনার বিষয় ও সিদ্ধান্ত সমূহ:

# স্কুল পরিদর্শন।

*দুটি প্রাইমারি স্কুলপরিদর্শন আগামী ১৯ ফেব্রুয়ারি এর মধ্যে সম্পন্ন করা হবে।
# হসপিটালি ভিজিট।

* আগামী ২৩ ফেব্রুয়ারি এর মধ্যে হসপিটালি পরিদর্শন সম্পন্ন করা হবে।
# বার্ষিক কর্ম পরিকল্পনা সভা।

* সম্ভাব্য ২৭ তারিখের মধ্যে বার্ষিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত করা হবে।
# নিউজ সংগ্রহ।

* আগামী ২৮ ফেব্রুয়ারি এর মধ্যে সকলের কাছ থেকে নিউজ সংগ্রহ করা হবে।
# শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

* শিশু একাডেমি ও এনসিটিএফ এর সদস্যগণ যৌথভাবে শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে আগামী ২১ ফেব্রুয়ারি।
# বই মেলা।

* আগামী ২২ ফেব্রুয়ারি থেকে চলিত বই মেলা শিশু একাডেমীকে সহযোগিতা প্রদান।
# শূণ্য পদ পূরণ।

* বর্তমান সভাপতি তাবাসসুম ইসলাম আনিকা এর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় কমিটির সকলের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান শিশু সংসদ সদস্য ফাহমিদা মেহবুবা নয়না কে সভাপতি এর পদ এ নিযুক্ত করা হয়।

সর্বশেষে সকলকে আগামী দিনের জন্য শুভেচ্ছা ও বিদায় বক্তব্য প্রদান করে সভাপতি তাবাসসুম ইসলাম আনিকা মাসিক সভার সমাপ্তি ঘোষণা করেন।

গাইবান্ধায় এনসিটিএফ এর ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির ফেব্রুয়ারি’ ২০১৯ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ রবিবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ এর সভাপতি মো. মেহেদী হাসান অন্তর এর সভাপতিত্বে জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, চাইল্ড রাইটস প্রমোটর মোস্তাফিজুর রহমান সৈকত ও জেলা ভলান্টিয়ার মোঃ মনির হোসেন মিলন ও শ্রাবনী রহমান, সাবেক সভাপতি মোঃ তাওহীদ তুষার উপস্থিত ছিলেন।

সকলে জেলা পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রমকে আরো বেগবান করার জন্য গুরুত্বারোপ করেন। এসময় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এর জন্য জেলা কমিটিকে ট্যাব হস্তান্তর করেন সিআরপি।

পরে সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্যগণের মতামতের ভিত্তিতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়।

১. স্কুল পরিদর্শন, সদস্য সংগ্রহ ও কমিটি গঠন।
১৯ ফেব্রুয়ারি, ২০১৯.

২. শিশু একাডেমি ও এনসিটিএফ যৌথভাবে শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
২১ ফেব্রুয়ারি, ২০১৯.

৩. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বই পড়া ও কুইজ প্রতিযোগিতা।
২১ ফেব্রুয়ারি, ২০১৯.

এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা এবং কর্ম পরিকল্পনা ২০১৯ অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ শিশু একাডেমি পাবনা কার্যালয়ে সকাল ১০টা থেকে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা এবং কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কর্ম পরিকল্পনা ও সাধারণ সভায় উপস্থিত শিশুদের মতামতের ভিত্তিতে আগামী একবছরের কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়। সভায় জেলার ৫০ জন এনসিটিএফ সাধারন সদস্য অংশ নেয়। অংশগ্রহণকারী সদস্যদের দলগতভাবে কাজের বিনিময়ে খসড়া কাজ উঠে আসে। দলগত উপস্থাপনের পর সবার সম্মতিতে কর্ম-পরিকল্পনার কাজগুলো চূড়ান্ত করা হয়। এগুলোর মধ্যে মাসিক সভা, লাল কার্ড কর্মসূচী, হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং, এতিমখানায় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও শীতের পোষাক বিতরণ, বৃক্ষ রোপন, শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ববাহকদের সাথে মতবিনিময় ও মুখোমুখি সংলাপের অয়োজন, স্বারকলিপি প্রদান, শিশু অধিকার সপ্তাহ পালন ও বিভিন্ন দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিযোগিতার অয়োজন, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, অভিভাবক সভা, বার্ষিক শিক্ষা সফর, মুখপত্র প্রকাশনা, শিশুবন্ধু প্ল্যাটফর্মের সাথে সভা ছিল উল্লেখযোগ্য। সভায় এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মোঃ মুশফিক হাসান সামি এর সভাপতিত্বে সভার উদ্ভোধন করেন মোঃ মতিউর রহমান শাহ্, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পাবনা। এছাড়া এনসিটিএফ এর জেলা কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিটিএফ স্কুল কমিটিসহ সর্বমোট ৫০ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করে। বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় গৃহীত পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছর কাজ করবে জেলা এনসিটিএফ।