সম্পন্ন হলো এনসিটিএফ শরীয়তপুরের ফ্রেব্রুয়ারি মাসের মাসিক সভা
১৬-ই ফ্রেব্রুয়ারি ২০১৯ তারিখ এনসিটিএফ শরীয়তপুর এর সচিবলায় অনুষ্ঠিত হলো এনসিটিএফ শরীয়তপুর এর ফ্রেব্রুয়ারি মাসের মাসিক সভা। সবাইকে স্বাগত জানিয়ে সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাজিদুল ইসলাম সাহেদ।
# সভায় আলোচ্য বিষয় ছিলো:
১। বার্ষিক কর্মপরিকল্পনা সভা।
২। পত্রিকা প্রকাশনার জন্য লেখা জমা দেওয়া।
৩। শিশু বন্ধু প্ল্যার্টফর্ম এর সমন্বয়।
৪। গবেষকদের গল্প লেখা।
# সিদ্ধান্ত :
১। বার্ষিক কর্মপরিকল্পনা ৬-ই মার্চ অনুষ্ঠিত হবে।
২। আগামী ১৫-ই মার্চের মধ্যে সকলে শিশু তোষ গল্প,কবিতা,আটিকেল,চিত্রাঙ্কন,ও রিপট জমা দিবে।
৩। শিশু বন্ধু প্ল্যার্টফর্ম এর সমন্বয় সভা ২৮-শে ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
৪। ১৫-ই মার্চ শিশুতোষ গল্প জমা দেওয়া।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,
মমতাজুল ইসলাম রুমন CYV সেভ দ্য চিলড্রেন, এনসিটিএফ শরীয়তপুর এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, এবং এনসিটিএফ এর জেলা ভলান্টিয়াররা। উপস্থিত সবাইকে এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ শিশু একাডেমি কে ধন্যবাদ জানিয়ে ফ্রেব্রুয়ারি মাসের মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।
[ঐশি আক্তার, শিশু সাংবাদিক]
গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
গত (১৩ ফেব্রুয়ারি), বুধবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মপরিকল্পনা ও সাধারণ সভায় উপস্থিত শিশুদের মতামতের ভিত্তিতে আগামী একবছরের কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়। এগুলোর মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং, এতিমখানায় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতা মূলক ক্যাম্পেইন ও সাইকেল রেল্যী, দুঃস্থ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন, ঈদ বস্ত্র ও শীতের পোষাক বিতরণ, বৃক্ষ রোপন, শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, চরাঞ্চলে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে মনিটরিং, জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ববাহকদের সাথে মতবিনিময় ও মুখোমুখি সংলাপের অয়োজন, স্বারকলিপি প্রদান, শিশু অধিকার সপ্তাহ পালন ও বিভিন্ন দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিযোগিতার অয়োজন, শিশুদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, অভিভাবক সভা, বনভোজন ও মুখপত্র প্রকাশনা উল্লেখযোগ্য।
সভায় এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসন অন্তর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিশু পরিবার বালিকার সহঃ শিক্ষক চৌধুরী ফরিদা ইয়াসমিন, এসকেএস স্কুল এন্ড কলেজের সহঃ শিক্ষক, এনসিটিএফ এরর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, সাবেক সভাপতি মশিউর রহমান মুছা, এনসিটিএফ সদস্য মেহেদী হাসান, মুমতাহানা মম প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী এনসিটিএফ সদদস্য অংশগ্রহণ করে।
এক হাজার শিশুর অংশগ্রহণে এনসিটিএফ পাবনার বাল্যবিবাহ এবং মাদক বিরোধী লাল কার্ড ক্যাম্পেইনের উদ্বোধন
ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজে সকাল ১০টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) পাবনা জেলার আয়োজনে বাল্যবিবাহ এবং মাদক বিরোধী লাল কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উক্ত স্কুলের এক হাজার শিশু অংশগ্রহণ করে। শিক্ষায় প্রথম বাল্য বিবাহ এবং মাদককে লাল কার্ড এই শীর্ষক লাল কার্ড নিয়ে এক হাজার শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং এনসিটিএফ সদস্যবৃন্দ একসঙ্গে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে। শিশুদের ডাকে সাড়া দিয়ে লাল কার্ড কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম লাল চেয়ারম্যান, জেলা পরিষদ পাবনা। এছাড়াও উপস্থিত ছিলেন সুরাইয়া সুলতানা অধ্যক্ষ, ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজ, মোঃ মতিউর রহমান শাহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পাবনা, মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত সিআরপি সেভ দ্য চিলড্রেন, জেলা ভলান্টিয়ার এবং এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিটিএফ কে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজে জেলা পরিষদের সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন। স্কুলের অধ্যক্ষ এনসিটিএফ কাজ কে স্বাগত জানিয়ে বলেন লাল কার্ড কর্মসূচি অবশ্যই শিশুদের মাদক এবং বাল্যবিবাহ থেকে দূরে রাখবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন এনসিটিএফ জাতীয় পর্যায়ে একটি সংগঠন যা শিশুদের নিয়ে কাজ করছে এছাড়া জেলা পর্যায়ে এনসিটিএফ কে সহযোগিতা করে আসছে শিশু একাডেমি ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতা করবে জেলা শিশু একাডেমি পাবনা ৷ লাল কার্ড কর্মসূচি শেষে এনসিটিএফ স্কুলে একটি স্কুল কমিটি গঠন করে। উক্ত স্কুল কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট একটি এনসিটিএফ স্কুল কমিটি করে দেওয়া হয়। এনসিটিএফ পাবনা তাদের এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎতে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু এবং বড়দের বাল্য বিবাহ এবং মাদক বিরোধী কর্মসূচিতে সচেতন করতে পারবে বলে আশা করে। লাল কার্ড কর্মসূচি এবং স্কুল কমিটি গঠনের সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মুশফিক হাসান সামি। লাল কার্ড কর্মসূচির সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল। চলতি বছরে জেলার ১৬ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার শিশুর অংশগ্রহণে লাল কার্ড ক্যাম্পেইন করার ইচ্ছা আছে বলে জানাই এনসিটিএফ। ক্যাম্পেইন শেষে স্কুলে অধ্যক্ষের হাতে প্রশাসনিক নম্বর সম্বলিত ফেসটুন তুলে দেওয়া হয়।
মুন্সিগঞ্জ জেলা এনসিটিএফ এর ফেব্রুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত
১০ই ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হলো মুন্সিগঞ্জে জেলা এনসিটিএফ এর ফেব্রুয়ারি মাসের নিয়মিত সভা। সভায় জেলা কার্যকরী কমিটির সদস্য, সাধারন সদস্য, জেলা ভলান্টিরদ্বয়, সেভ দ্য চিলড্রেন এর চাইন্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ সভাপতি মোঃ রুবায়েত খান রাতুল এর সভাপতিত্বে উক্ত সভায় আলোচনার মাধ্যমে বেশ কিছু আসন্ন কর্মসূচি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভার প্রধান আলোচনার বিষয় ও সিদ্ধান্ত সমূহ:-
* জেলার বর্তমান শিশু পরিস্থিতি পর্যবেক্ষন
* রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং সাধারন সদস্য সংগ্রহ
* মুন্সিগঞ্জ সদর হাসপাতান শিশু ওয়ার্ড পরিদর্শন
* এনসিটিএফ মুখপত্র প্রকাশনা
* আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
* বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা আয়োজন ইত্যাদি
সর্বশেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি মাসিক সভার সমাপ্তি ঘোষণা করেন।
“ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর ফেব্রুয়ারী মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত”
১০ই ফ্রেব্রুয়ারী, ২০১৯ রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। জেলা এনসিটিএফ সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিব্য মিটিং এ আরো উপস্থিত ছিলেন সিওয়াইভি অজিত চন্দ্র বিশ্বাস, জিনান, জেলা ভলান্টিয়ার সেতারা সুলতানা সেতু, শিশু গবেষক ইনাম আহমেদ সহ আরো অনেক এনসিটিএফ সদস্যবৃন্দ।
আলোচ্যসূচিঃ
১। ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন।
২। এনসিটিএফ এর সদস্যদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান
সিদ্ধান্তসমূহঃ
১। ২১ শে ফেব্রুয়ারী শহীদ মিনারে পুষ্প অর্পণ
২। শিক্ষা সফর
৩। উইজডম স্কুল এন্ড কলেজ এবং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন।
সর্বশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী মাসিক মিটিং এর তারিখ নির্ধারণ করে মিটিং সমাপ্ত ঘোষণা করা হয়।
ধন্যবাদান্তে
এনসিটিএফ, ব্রাহ্মণবাড়িয়া।
বাল্য বিবাহ ও মাদককে লাল কার্ড কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে এনসিটিএফ পাবনা
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ইমাম গাজ্জালি বালিকা স্কুল এন্ড কলেজে বাল্য বিবাহ এবং মাদককে লাল কার্ড কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে এনসিটিএফ পাবনা। প্রাথমিক ভাবে সদর উপজেলার ১৬ টি উচ্চ বিদ্যালয়ে প্রত্যহিক সমাবেশে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এই ক্যাম্পইনে অংশগ্রহণ করবে। এছাড়া জেলায় বাল্য বিবাহ এবং শিশু নির্যাতনের তথ্য জানাতে প্রশাসনিক সহায়তা নম্বর ৩৩৩ এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সকল উপজেলা নিবার্হী অফিসারদের মোবাইল নম্বর সম্বলিত একটি ফেসটুন প্রদান করবে প্রতিটি স্কুলে। ১২ ফেব্রুয়ারি এনসিটিএফ এর নতুন এই ক্যাম্পইনের উদ্ভোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। উদ্ভোধনী এই ক্যাম্পইনে প্রায় এক হাজার শিশু অংশগ্রহণ করবে বলে ধারনা করা হচ্ছে।