উন্নতির পথে শিশু ওয়ার্ডসহ পুরো গাইবান্ধা সদর হাসপাতাল

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। গত ২৬ সেপ্টেম্বর, দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৮ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশু টাইফয়েড, জ্বরে আক্রান্ত। এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় বলে জানান দায়িত্বরত মেডিকেল অফিসার।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং টয়লেটসহ ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান, পরে এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এ সময় তারা জানান হাসপাতালের পরিবেশ একটু ভালো হয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার ওয়ার্ড পরিস্কার করা হয়, কিছু ঔষধ হাসপাতাল থেকে দেয় আবার কিছু বাহির থেকে কিনতে হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বৃদ্ধির দাবি জানান তারা।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য এবং পরিবেশ সুন্দর রাখার অনুরোধ জানায়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক রিফাইত হোসেন বিদ্রোহ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান প্রমুখ।

গাইবান্ধায় স্ব-উদ্যোগে এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষণ

শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত (৭ নভেম্বর) বুধবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা এর মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস্ প্রমোটর (সিআরপি) মোস্তাফিজুর রহমান সৈকত।
দিনব্যাপী প্রশিক্ষণে এনসিটিএফ সদস্যদের জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু অধিকার সনদ, গল্প/কেইস স্টোরি লেখা, শিশু সাংবাদিকতা, এনসিটিএফ বিষয়ক ও এনসিটিএফ ওয়েব সাইট বিষয়ক ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় এনসিটিএফ এর জেলা কার্যনির্বাহী কমিটি ও স্কুল কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহণ করে।

মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক মিটিং

গত ৬-১১-২০১৮ ইং তারিখে মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক মিটিং সম্পন্ন হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন মাদারিপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম মুনসী, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন সভাপতি তাবাসসুম ইসলাম আনিকা এবং একই সাথে চাইল্ড পার্লামেন্ট সম্পর্কে অভিঙ্গতা শেয়ার করেন সহ-সভাপতি মেহেদী হাসান অপু। সভার আলোচ্য বিষয় সমূহ হলো:
*স্কুল কমিটি গঠন।
*স্কুল কমিটির সাথে সভা।
*পত্রিকা প্রকাশনা।
*চাইল্ড ফ্রেন্ডলি প্লাটফর্ম তৈরি।
সাংবাদিক ট্রেনিং এর ব্যবস্থা সিদ্ধান্ত সমূহ হলো: *আগামী ৮ই নভেম্বর আলজাবির হাই স্কুলে স্কুল কমিটি গঠন *১০ই নভেম্বর সামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে স্কু্ল কমিটি গঠন *আগামি ১৯ই নভেম্বর চাইল্ড ফ্রেন্ডলি প্লাটফর্ম তৈরি এবং শিশু সাংবাদিকতার ট্রেনিং এর আয়োজন *৩০ ই নভেম্বর এর মধ্যে নিউজ জমা দেয়ার জন্য আহ্বান সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন সভাপতি।
তাবাসসুম ইসলাম আনিকা সভাপতি, এনসিটিএফ, মাদারিপুর।

শিশু বান্ধব প্লাটফর্ম’র অভিষেক এবং শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মো. ইফতেখারুল ইসলাম প্রত্যাশা: গত ১৩ অক্টোবর ২০১৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে শিশু বান্ধব প্লাটফর্ম এর অভিষেক এবং শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক হায়াৎ-উদ-দৌলা খাঁন, এসময় আরো উপস্থিত ছিলেন শিশুবান্ধব প্লাটফর্ম এর সভাপতি বীরমুক্তিযুদ্ধা আল-মামুন সরকার (সাধারন সম্পাদ, জেলা আওয়ামীলীগ ব্রাহ্মনবাড়িয়া),সমাজসেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সাহেদুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক মোঃআবু সাইদ। অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি নব নির্বাচিত শিশু বান্ধব প্লাটফর্ম এর সদস্যদের শপথ পাঠ করান। প্লাটফর্ম এর কার্যক্রম নিয়ে বক্তব্য তোলে ধরেন জেলা এনসিটিএফ সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশা। আলোচনা শেষে শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশু এবং এনসিটিএফ সদস্যবৃন্দ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন।

এনসিটিএফ মাদারীপুরের সদর হাসপাতাল পরিদর্শন

রোজ সোমবার ২৯-১০-১৮ তা‌রি‌খে মাদারীপুর জেলা এন‌সি‌টিএফ এর সদস্যবৃন্ধ, মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে যায়। হাসপাতা‌লের প‌রি‌বেশ স্বাস্থ্যকর হ‌লেও সেখা‌নে র‌য়ে‌ছে জায়গা সংকট। শিশু ওয়া‌র্ডে র‌য়ে‌ছে ২৪ টি বেড এবং রুগী সংখ্যা ৫০, যার জন্য এক বে‌ডে অবস্থান কর‌ছে ২ থে‌কে ৩ জন শিশু। বিশেষজ্ঞদের ম‌তে আবহাওয়া প‌রিবর্ত‌নের কার‌ণে প্র‌তি‌নিয়ত বে‌ড়ে চল‌ছে জ্বর ও ঠান্ডায় আক্রান্ত শিশুর সংখ্যা বি‌শেষ ক‌রে ৫ মাস থে‌কে ১১ বছ‌রের শিশু‌দের ম‌ধ্যে এই রোগ টি বে‌শি লক্ষনীয়। রোগী‌দের ম‌তে দি‌নে ২ বার ডাক্তার প‌রির্দশন ক‌রে ওয়ার্ডটি এছাড়া নার্স‌দের ব্যবহার ভা‌লো এবং তা‌দের স্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। বে‌শির ভাগ ওষুধ হাসপাতাল থে‌কেই দেওয়া হয় কিছু কিছু ওষুধ ব‌া‌হির থে‌কে কেনা প্র‌য়োজন হয় ত‌বে আর্থিক অবস্থা খারাপ হ‌লে হাসপাতাল ফান্ড থে‌কে দেওয়া হয় ওষুধ কেনার খরচ।

ফাহ‌মিদা মেহবুবা নয়না
চাইল্ড পার্লা‌মেন্ট মেম্বার, মাদারীপুর    

NCTF মৌলভীবাজারের উদ্যোগে বৃক্ষরোপন ও শিশু একাডেমীর উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ এবং এনসিটিএফের বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসরাফুর রহমান উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৌলভীবাজার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শাহ মস্তফা কলেজের অধ্যক্ষ মোঃ মুসফিকুর রাহমান ইকবাল, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা ইয়াহইয়া, রেডিও পল্লি কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক মামুনুর রহমানসহ প্রমুখ।

সবশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দসহ এনসিটিএফ এর উদ্যোগে শিশু একাডেমী প্রাঙ্গণে ঔষধি বৃক্ষের চারা রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন  এনসিটিএফ জেলা সভাপতি দ্বীপ্রধর অর্ঘ্য,পারভীন আক্তার, সোহান মিয়া, মোঃ ফাহিম, ইমন পাল ধ্রুব জেলা ভালান্টিয়া মোঃ কামরুল ইসলাম সহ প্রমুখ।