শরিয়তপুর এনসিটিএফ এর সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন

২৯ আগস্ট ২০১৮ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), শরীয়তপুর জেলা কমিটির নেতৃত্বে একটি বিশেষ টিম, শরীয়তপুরের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান “পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়” পরিদর্শন করে। পরিদর্শনকালে  এনসিটিএফ সদস্যরা বিদ্যালয়ের প্রতিটা কক্ষ পরিদর্শন করে এবং শিশুদের নিয়ে একটি  শিশু অধিকার সচেতনতা মূলক আলোচনা সভা করে। আলোচনা সভা শেষে শিশুদের সাথে কথা বলার মধ্যে উঠে আসে বিদ্যালয়ের  অনেক গুলো ভালো দিক এরমধ্যে অন্নতম হচ্ছে এই বিদ্যালয় এর বিজ্ঞান শাখার সকল ক্লাস গুলো প্রজেক্টর এর মাধ্যমে নেওয়া হয়  এবং সপ্তাহে এক দিন করে সকল ক্লাস এর ছাত্র দের প্রজেক্টর এ ক্লাস নেওয়া হয়, এতে শিশুদের বুঝতে এবং শিক্ষকদের বুঝাতে ভালো হয় এবং আরো যে ভালো দিক গুলো উঠে আসে তা হলো:

১। ওখানে স্বাস্থ্য-সম্মত পানির ব্যাবস্থা আছে।
২। স্বাস্থ্য-সম্মত টয়লেটের ব্যাবস্থা আছে।
৩। ক্লাস রুমের বা বেঞ্চের কোনো সমস্যা নেই।
৪। শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি ভালো ছিল।
৫। অধ্যায়নরত শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
৬। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ খুব ভালো এবং পরিস্কার পরিচ্ছন্ন।

এছাড়াও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এনসিটিএফ এর সদস্য রা ঘুরে দেখে। পরিদর্শন শেষে এনসিটিএফ শরীয়তপুর এর বিশেষ টিম অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে। তার সাথে কথা বলে যানা যায় স্কুল এ পর্যাপ্ত শিক্ষক নেই, শিক্ষক সংকট রয়েছে যদি পর্যাপ্ত শিক্ষক থাকতো তবে আরো ভালো হতো।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ও সেন্টাল ইয়ুথ ভলান্টিয়ার সহ সকল সদস্য।

ঠাকুরগাঁও এনসিটিএফ এর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ২৯ এবং ৩০ আগষ্ট এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার আয়োজনে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এবং রিপোটিং বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমী কর্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির এগারোজন শিশু অংশগ্রহণ করে। দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে শিশু অধিকার, শিশু সাংবাদিকতা, সংবাদ লেখার নিয়ম, মূখপত্র প্রকাশে করনীয়, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এবং রিপোটিং বিষয়ে উপর প্রশিক্ষণ প্রদান করেন সেভ দ্য চিলড্রেন এর সিআরপি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত। এ সময় কমিটির সদস্যবৃন্দ ছাড়াও জেলা ভলান্টিয়ার এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা এনসিটিএফ এর শিশু পরিবার পরিদর্শন

অদ্য  ০১-০৯-১৮ তারিখ এনসিটিএফ এর নিয়মিত কার্যক্রম হিসেবে  খুলনা  জেলার একটি শিশু পরিবার পরিদর্শন করে এনসিটিএফ খুলনা। সেখানে প্রায় ২৫ জন কর্মজীবী শিশু ছিল। শিশুরা সেখানে তাদের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তারা বলে সেখানে তারা লেখাপড়ার পাশাপাশি গান, ছড়া, নাচ এবং ছবি আকা ও শিখছে। তারা আরো বলে তাদের মধ্যে প্রায় শিশুরা বিস্কুট এবং সেমাই কারখানা তে কাজ করে। তবে তারা সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। তাদের মালিকগণ ও বেশ ভালো  ব্যবহার করে। তারা প্রায় ৬-৭ ঘন্টা কাজ করে এবং তারপর স্কুল করে। সবশেষে এনসিটিএফ সহ সভাপতি তাদের চকলেট প্রদান করে।  

এনসিটিএফ হবিগঞ্জ এর উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) হবিগঞ্জ এর ঈদবস্ত্র বিতরণ। ঈদের আনন্দ থেকে যেন কোন শিশু বাদ না পড়ে এই লক্ষে ২০-০৮-২০১৮ ইং তারিখ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ ) হবিগঞ্জ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত ৬ জন শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এনসিটিএফ হবিগঞ্জ সভাপতি শাহ্ তানজিম আফছারের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক সাদিয়া মুমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মাহি, এনসিটিএফ হবিগঞ্জ এর জেলা ভলান্টিয়ার সৈয়দা মাহফুজা আক্তার, এনসিটিএফ হবিগঞ্জ এর নির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

নড়াইল এনসিটিএফ কমিটির সদস্যদের জীবন দক্ষতার প্রশিক্ষণ সম্পন্ন

মোঃ মোরাদ শেখঃ ২ দিনব্যাপি নড়াইল এনসিটিএফ এর জীবন দক্ষতার প্রশিক্ষণ ১৬-০৮-২০১৮ ও ১৭-০৮-১৮ তারিখে জেলা শিশু একাডেমি নড়াইল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  নড়াইল এনসিটিএফ জেলা কমিটির ১১ জন ও জেলা ভলান্টিয়ার ২ জন সহ মোট ১৩ জন প্রশিক্ষণটিতে অংশগ্রহন করেন। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সময়ে জেলা কমিটির সদস্যদে প্রশিক্ষণ প্রদান করা। কমিটির সাধারণ সম্পাদক সাদাত রহমান সাকিব এর পরিবর্তে  নিজ শহরে উপস্থিত না থাকার কারণে সাধারণ সদস্য মোসাঃ জান্নাতি খানম কে জেলা শিশুবিষয়ক কর্মকর্তার অনুমতিতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। ২ দিনব্যাপি প্রশিক্ষণের বিষয় সমূহ ছিল শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু গবেষণা, সাংবাদিকতা, মিডিয়া ও ওয়েব সাইট। উক্ত অনুষ্ঠানের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন নড়াইল জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ওয়ালিউর রহমান, জেলা ভলান্টিয়ার সানজিদা আফরিন পুতুল ও মোঃ মোছাব্বির হোসেন মোরাদ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী শীর্ষক রচনা প্রতিযোগিতা

গত ১৫ই আগষ্ট ২০১৮ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এনসিটিএফ শিশুদের নিয়ে বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা জেলা “শেখ মুজিবুর রহমানের জীবনী” শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে অন্যান্য শিশুদের সাথে এনসিটিএফ ঢাকা জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অংশগ্রহন করে। প্রতিযোগিতার ফলাফল বিচারে এনসিটিএফ ঢাকা জেলার যুগ্ম সাধারন সম্পাদক তাইফা বারি ১ম স্থান এবং সভাপতি ফারিয়া মেহজাবিন খান ২য় স্থান অধিকার করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইলিয়াস উদ্দিন মোল্লা এবং সভাপতিত্ব করেন ঢাকা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।