এনসিটিএফ চট্রগ্রাম জেলার মাসিক সভা অনুষ্ঠিত

৩০-০৫-২০১৮ ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমীর এনসিটিএফ কক্ষে অনুষ্ঠিত হয় এনসিটিএফ চট্রগ্রাম জেলার মাসিক সভা অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন এনসিটিএফ (চট্টগ্রাম) সভাপতি সাইফুল ইসলাম মিরাজ, জেলা ভলান্টিয়ার আহসানুল্লাহ হাসান ভাই, প্রমি আপু এবং ইয়ূথ ভলান্টিয়ার জুবায়ের ভাই। সেই সাথে আরো উপস্থিত ছিলো এনসিটিএফ চট্রগ্রাম এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

গাইবান্ধায় হাসপাতালের শিশু ওয়ার্ড আধুনিকায়নের দাবিতে হাসপাতাল তত্ত্বাবধায়কের নিকট স্বারকলিপি প্রদান

গাইবান্ধার ২০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আধুনিকায়ন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সুযোগ-সুবিধার দাবিতে গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর স্বারক লিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা।
০৩ জুন, রবিবার হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন শেষে এনসিটিএফ সদস্যরা হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট এ স্বারকলিপি হস্তান্তর করেন।
পরিদর্শনের সময় শিশু ওয়ার্ডের টয়লেট এর সমস্যা পাওয়া যায় এছাড়াও ওয়ার্ডে ঝুড়ি বা গামলা না থাকার জানান রোগীর স্বজনেরা। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরা হয় এবং কয়েকটি দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারক লিপিতে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের আধুনিকায়ন, শিশু রোগীর জন্য পৃথক টিকিট কাউন্টার, শিশু ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করা, হাসপাতালে আগত রোগী ও স্বজনের সন্তানদের জন্য বিনোদন কর্ণার গড়ে তোলা, অন্তঃবিভাগে প্রতিদিন দুইবার করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রাউন্ডের ব্যবস্থা করা, হাসপাতালের পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগের দাবি তুলে ধরা হয়।
দাবির প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা বলেন, হাসপাতালের ভবন সম্প্রসারণ এর উদ্যোগ নেয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছনতার জন্য প্রতিদিন রোগী ও তাদের স্বজনদের স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়। তিনি আরো জানান, আমাদের লোকবলের সংকট রয়েছে, অর্থ বরাদ্ব কম। তারপরেও আমরা পর্যাপ্ত সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। পর্যায়ক্রমে দাবিগুলো পূরনের চেষ্টা করবেন বলে জানান।
পরিদর্শন ও স্বারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মো. মশিউর রহমান মুছা, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অন্তর, শিশু গবেষক মো:মাহমুদ হাসান সিরাজ, শিশু সাংবাদিক আব্দুল্লাহ আজারাফ, শিশু সংসদ সদস্য মেহেদী হাসান জিহাদ, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার প্রমুখ।

অনুষ্ঠিত হলো এনসিটিএফ খুলনা এর মুখোমুখি সংলাপ এবং ইফতার মাহফিল

গত ৩১-০৫-২০১৮ তারিখে ছোট পরিসরে খুলনার শিশুরা একটি মুখোমুখি সংলাপ এর আয়োজন করে।সংলাপ শেষে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জনাব এ.এম কামরুল ইসলাম (এ ডি সি, ডিবি)। আরও ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবুল আলম। উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যগণ,  সাধারন সদস্য এবং উপদেষ্টাবৃন্দ। প্রায় অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন সিআরপি মিদুল ইসলাম মৃদুল, জেলা ভলান্টিয়ার দীপন দে এবং লায়লা আক্তার।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে টিকিট কাউন্টার একটি ভোগান্তীতে রোগীরা

২৯ মে মঙ্গলবার সকাল ১০টা এনসিটিএফ সদস্যরা জেলার সদর হাসপাতালে পরিদর্শনে যায়। এসময় এনসিটিএফ জেলা কমিটি আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। নবজাতক ওয়ার্ডের পরিদর্শন কালে জানা যায় যে বেশির ভাগ নবজাতক মাদের বয়স ১২ থেকে ১৫ বছর। এছাড়াও অল্প বয়সে মা হবার ফলে শিশু ও মায়েদের মধ্যে রক্ত ও পুষ্টি সল্পতা দেখা দেয়। হাসপাতালটির পরিবেশ তুলনামূলক ভালো ছিল। শিশু, মহিলা কিংবা পুরুষদের জন্য আলাদা কোন টিকিট সরবরাহের ব্যবস্থা নেই। সবার জন্য একটি মাত্র টিকিট কাউন্টার। যার কারনে সেবা নিতে আসা রোগীদের ঘন্টার পর ঘন্টা একটি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। পড়তে হয় নানা ভোগান্তিতে। সবচেয়ে বেশি কষ্ট হয় সেবা নিতে আসা শিশু এবং নারীদের। সেবা নিতে আসা শিশু এবং বড়দের সাথে কথা বললে তারা জানান শিশু, নারী এবং পুরুষদের জন্য আলাদা টিকিট কাউন্টার থাকলে ভাল হতো। হাসপাতালটিতে অবস্থানরত শিশু বিশেষজ্ঞ -ডা: আবুল কাশেম জানান, বেশির ভাগ শিশুই শারীরিক দুর্বলতা ও অপুষ্টিতে ভুগছে। এর প্রধান কারণ হচ্ছে মায়ের বয়সের অকালপক্বতা। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে যেন আমরা সক্ষম হতে পারি এনসিটিএফ এর প্রতি আহবান জানিয়েছেন।

মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ কমিটির প্রশিক্ষণ সম্পন্ন

২৭ মে-২০১৮ তারিখ মেহেরপুর সদর উপজেলা অডিটোরিয়াম এ দুই দিনব্যাপি সদর উপজেলা এনসিটিএফ কমিটির শিশু অধিকার, শিশু সুরক্ষা নীতিমালা, এনসিটিএফ অপারেশন, জীবন দক্ষতা এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সদর উপজেলা কমিটির সকল সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহন করে। শিশুরা নিজারাই বিভিন্ন গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে জীবন দক্ষতার ১১টা উপাদান সুন্দরভাবে উপস্থাপন করে। এছাড়াও শিশু বান্ধব স্থানীয় সুশাসন বাস্তবায়নে কি করনীয় এবং এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারনা পায়। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (মিজানুর রহমান) স্যার বিশেষ পরামর্শ এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষনটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন ও জেলা ভলান্টিয়ার হাসান মাহমুদ। 

রায়পুর ও ধানখোলা ইউনিয়ন এনসিটিএফ কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

২০ শে মে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি (পিএসকেএস) এর গাংনী উপজেলা কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাংনীর রায়পুর ও ধানখোলা ইউনিয়ন কার্যনির্বাহি কমিটির সদস্যদের এনসিটিএফ অপারেশন (পরিকল্পনা/ত্রৈয়মাসিক সভা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান) শিশু অধিকার ও সুরক্ষা নীতিমালা, জীবন দক্ষতা, এবং স্থানীয় সরকার বাজেট বিষয়ক দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির উদ্দেশ্য বর্ননা করে প্রশিক্ষণার্থীদের আগ্রহ জেনে প্রশিক্ষণটির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন জনাব আবুল কালাম আজাদ – উপ পরিচালক পিএসকেএস।

প্রশিক্ষণটিতে উক্ত বিষয়াদীর আলোকে এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার ও শিশু অধিকার সনদের বিষয় সমুহকে বিস্তাতির আলোচনা করা হয়। এছাড়াও তাদের জীবন দক্ষতার বিভিন্ন উপাদান সমূহ আলোচনা করা হয়। শিশুদের দলীয় অংশগ্রহনে এনসিটিএফ এর বিভিন্ন শাখা প্রশাখা ও লক্ষ্য অর্জন সমূহ সেই সাথে সভা পরিচালনার ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমুহ নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করানো করা হয়। সবশেষে শিশু বান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় ইউনিয়ন পরিষদ এর উন্নয়ন সমন্বয় সভায় এনসিটিএফ সদস্য/প্রতিনিধিদের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও প্রতিবেদন করার প্রক্রিয়ার মাধ্যমে ইউনিয়ন এর দায়িত্ব বাহকদের  সাথে পর্যবেক্ষন প্রতিবেদন এর আলোকে মতবিনিময় করা ও বাজেট সভায় শিশুদের অংশগ্রহন নিশ্চিত করার জন্য এনসিটিএফ সদস্যদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকণটিতে মোট ২২ জন প্রশিক্ষনার্থী, ফিল্ড ফ্যাসিলিটেটর, ফিল্ড কো-অর্ডিনেটর, উপজেলা ভলান্টিয়ার অংশগ্রহন করেন। দিন ব্যাপী প্রশিক্ষনটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও প্রশিক্ষণটি পর্যবেক্ষন করেন পিএসকেএস এর টেকনিক্যাল অফিসার জনাব হুসনা বানু রানী দিনশেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন যাচাইয়ের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি করেন।