এনসিটিএফ নারায়ণগঞ্জ জেলার মে মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নারায়ণগঞ্জ জেলার মাসিক সভা ১৫ই মে জেলার বাংলাদেশ শিশু একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আদিয়া। মে মাসের কর্মপরিকল্পনা অনুযায়ী দুইটি স্কুল পরিদর্শন ও ক্লাব কমিটি গঠন, সদর হাসপাতাল পরিদর্শন, পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন, আসন্ন বাজেটে শিশুদের অংশগ্রহন সম্পর্কে এফজিডিতে অংশগ্রহন সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের ও সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন। এছাড়াও সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।
এনসিটিএফ খুলনা জেলার মে মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত
১৮-০৫-২০১৭ সকাল ১০টায় অনুষ্ঠিত হলো এনসিটিএফ খুলনা এর মে মাসের মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন শিশু গবেষক সানজিদ হাসান সাজিদ। সভায় আরও উপন্থিত ছিলেন এনসিটিএফ এর সকল কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবুল আলম ও সেভ দ্য চিলড্রেন এর ইয়ুথ ভলান্টিয়ার মিদুল ইসলাম মৃদুল।
সভায় আলোচ্য বিষয়সমূহ ছিল:-
১। স্কুল পরিদর্শন
২। হাসপাতাল পরিদর্শন
৩। দেয়ালিকা প্রকাশ ও
৪। নতুন ডিসি স্যার এর সাথে সৌজন্য সাক্ষাত।
সিদ্ধান্তসমূহ:
১। আগামী ২২-০৫-২০১৭ তারিখ ডিসি স্যারের সাথে সৌজন্য সাক্ষাত (সম্ভাব্য তারিখ)
২। দেয়ালিকা আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
৩। আগামী ২৫ তারিখ বিদ্যালয় পরির্দশনে যাওয়া হবে (সম্ভাব্য তারিখ)।
সর্বোপরি এনসিটিএফ এর কাজকে আরও সচল রাখার প্রত্যয় ব্যক্ত করে খুলনা এনসিটিএফ এর সভাপতি এইচ এম লিটন হাওলাদার সভার সমাপ্তি ঘোষনা করেন।
গাইবান্ধায় এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা সম্পন্ন
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর মে মাসের মাসিক সভা সম্পন্ন হয়েছে। গত ১৫ মে, সোমবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর ভারপ্রাপ্ত সভাপতি জান্নাতুল মাওয়া এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও মারফিয়া সিলভী। সভায় শিশুদের জন্য বিভিন্ন খাতে বাজেট বৃদ্ধি শীর্ষক এফডিজি বিষয়ক আলোচনা হয়। এতে এনসিটিএফ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
১. গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা জানানো।
২. শিশু একাডেমির আযোজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ।
৩. এনসিটিএফ এর সাধারণ সদস্য সংগ্রহ ও কমিটি সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি।
এনসিটিএফ সিলেট জেলার মে মাসের মাসিক মিটিং অনুষ্ঠিত
সিলেট জেলা এনসিটিএফ কমিটির ও শিশু গবেষকদের মাসিক মিটিং ১০-০৫-২০১৭ বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সিলেট এর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সাইদূর রহমান ভূঁঞা এবং প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর ইয়ুথ ভলান্টিয়ার আবদুল্লাহ জুবায়ের ও এনসিটিএফ সিলেট এর প্রাক্তন ভলান্টিয়ার সৈয়দা নিশাত সুলতানা।
এনসিটিএফ কিশোরগঞ্জ এর হাওড় এলাকা পরিদর্শন
১৩-০৫-১৭ ইং রোজ শনিবার কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা হাওর এলাকা পরিদর্শন করে। কিশোরগঞ্জের আশে পাশে বেশ কিছু উপজেলায় অতিরিক্ত বৃষ্টির কারনে বন্যা দেখা দেয়। এমনি একটি হাওড় এলাকা নওগাঁ ও কিশোরগঞ্জ জেলা। এখানে বন্যা জনিত কারনে অনেক মানুষ গৃহহীন হয়েছে। অনেকের জমির ফসল নষ্ট হয়ে সর্বহারা হয়ে গেছেন। ক্ষতিগ্রস্থ মানুষদের কাছ থেকে জানা যায়, দুই বছর আগে বন্যার কারনে এখানকার প্রাইমারি স্কুলটি ভেঙে যায়। নওগাঁ এর চেয়ারম্যান স্কুলের জন্য বিল্ডিং তৈরি করবেন বলে কথা দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি। এর ফলে শিশুরা শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে যাচ্ছে। আরও একটি বড় সমস্যা দেখা দিয়েছে শিশুদের চিকিৎসা ক্ষেত্রে। এখানে কোনো হাসপাতাল নেই। বন্যার কারনে পরিষ্কার বিশুদ্ধ পানিরও অনেক অভাব হচ্ছে। নওগাঁ পুরো এলাকাটি পরিদর্শন করে জানা গেল যে, এখানকার শিশুরা প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এমনকি খাবারের পর্যাপ্ত অভাবে রয়েছে। এখানকার শিশুরা বর্তমান সময়ে সব দিক দিয়ে পিছিয়ে আছে। এই নওগাঁ এলাকার মত আর কত এলাকাই না রয়েছে ভাটি অঞ্চলে। আর সেসব এলাকাতে আর কত শিশুই না তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের ওই করুন মুখগুলো দেখলেই বোঝা যায় সত্যিই ভালো নেই এখানকার শিশুরা।
এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত
১০ মে ২০১৭ তারিখে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নির্বাহী সদস্য সহ উপস্থিত ছিলো অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এর উপকমিটি সদস্যরা এবং অন্যান্য সাধারণ সদস্য। এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান এর সভাপতিত্বে সভায় স্কুল পর্যায়ে স্যানিটেশন এবং অধিকার সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া বরাবরের মতো এবারো ভিন্নধর্মী একটি প্রজেক্ট হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী জেলা সদরের স্কুল গুলোতে স্যানিটেশন বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং সেখানকার ক্যাম্পেইন পরিচালনা এবং দেয়ালিকা তৈরির দায়িত্ব স্কুলস্থ এনসিটিএফ উপকমিটির। এতে করে উপকমিটি গুলোর নিজস্ব দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত করা সম্ভবপর হবে। সকল কাজে সার্বক্ষণিক সহযোগীতায় জেলা কমিটি দায়িত্ব পালন করবে।