এনসিটিএফ নারায়ণগঞ্জ জেলার বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা ২০১৭ অনুষ্ঠিত

১২ই মার্চ সকাল ১১টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী নারায়নগঞ্জ এর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় চারটি গ্রুপ হয়ে ২০১৭ সালের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। দলগুলো থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি। সম্ভাব্য ১৫ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ নারায়নগঞ্জ কমিটি। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মো: আব্দুস সালাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব মনোয়ারা বেগম,  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মনোয়ারা সুরুজ, বিশিষ্ট সমাজ সেবক জনাব রেখা গুন এবং  সভাপতিত্ত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি জনাব আদিবা রশিদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। সাধারন সদস্যদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটির তিনটি শূন্য পদে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করা হয়।

মুন্সিগঞ্জ জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

৮ই মার্চ সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী মুন্সিগঞ্জ এর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় চারটি গ্রুপ হয়ে আগামী এক বছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। দলগুলো থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি। সম্ভাব্য ১৭ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ মুন্সিগঞ্জ কমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম এবং  সভাপতিত্ত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি জনাব সজীব আহমেদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। সাধারন সদস্যদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটির দুটি শূন্য পদে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও বাংলাদেশ শিশু একাডেমি এনসিটিএফ কে সার্বিকভাবে সারাদেশব্যপী সহযোগিতা করছে।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র স্কুল কমিটি নির্বাচন অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে ০৯ মার্চ বুধবার বেলা ১১টায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভোটের মাধ্যমে স্কুল কমিটি নির্বাচন করা হয়।
নির্বাচনে শাপলা আক্তারকে সভাপতি ও জেমিমা সাবরিনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্কুল কমিটি নির্বাচনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম, সিনিয়র সহকারি শিক্ষক কাজি মইনুল আমিন ও মো: মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদুল রহমান চঞ্চল, এনসিটিএফ জেলা কমিটির সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী, সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাধঁন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, যুগ্ম সম্পাদক এবি এম শাহরিয়ার, শিশু গবেষক হাসানাত আলিমুন, শিশু সাংবাদিক তরিকুল ইমলাম স্বপ্ন ও লুবনা আফসারী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিক হোসেন রাহাদ, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার ফারজানা ইয়াসমিন ও মিঠুন দেব প্রমুখ। এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থীদের এনসিটিএফ কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয়। নব নির্বাচিত এই কমিটি এখন থেকে শিশুদের বিভিন্ন সমস্যা ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে।

শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন

৮ মার্চ, বুধবার, শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন এবং জেলা সিভিল সার্জন ডা. মোঃ মশিউর রহমান ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শেখ মোঃ এহসানুল ইসলাম এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে সাক্ষাৎকার করে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) শরীয়তপুর। পরির্দশনের সময় এনসিটিএফ-শরীয়তপুরের সদস্যদের চোখে পরে অপরিচ্ছন্ন পরিবেশ, দরজাবিহীন শৌচাগার এবং অভিভাবকদের অন্যতম আভিযোগ “পর্যাপ্ত ঔষধ সরবারহ করা হয় না “।  শিশু ওয়ার্ডের পাশেই অবস্থিত শৌচাগার, যার অবস্থা খুবই শোচনীয়।  দুর্গন্ধযুক্ত এবং অপরিচ্ছন্ন শৌচাগার শিশুদের জন্য খুবই অসাস্থ্যকর এবং এর ফলে শিশুদের সুস্থ হওয়ার চেয়ে পুনরায় সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অভিভাবকেরা।
অধিকাংশ অভিভাবকদের অন্যতম অভিযোগ, ‘ডাক্তারদের দেখা পেতে গুনতে হয় বহু অপেক্ষার প্রহর। সকাল ১০টায় ওয়ার্ডে অবস্থিত রোগীদের দেখে যাওয়ার কথা থাকলেও ঠিক কখন যে তাদের ঘড়ির কাটায় ১০টা বাজবে তা বলা দুষ্কর।’
অভিভাবদের এই প্রশ্নের জবাবে ডাঃ শেখ মোঃ এহসানুল ইসলাম এনসিটিএফ-শরীয়তপুরকে জানান, ‘আমাদের এখানে ২জন শিশু বিষয়ক কন্সাল্টেন্ট থাকার কথা থাকলেও আছে ১ জন এবং সবসময় ১ জনের পক্ষে এত সময় মেনে চলাটা কষ্টের। এছাড়াও এখনে প্রয়োজনের তুলনায় কম ঔষধ সরবারহ হয় এবং সকল বিভাগের ডাক্তার নেই।’
টিকা দান কেন্দ্র পরির্দশন কালে দেখা যায় ঠিক ভিন্ন চিত্র। একটি কক্ষের একপাশে একটি মোটরবাইক পার্কিং করা, মেঝেতে অসংরক্ষিত অবস্থায় ছড়িয়ে আছে ব্যাবহারযোগ্য মুল্যবান সেলাইনগুলো, এবং সেই কক্ষের এককোনায় লেখা আছে ‘টিকা দান কেন্দ্র’।  এই বিষয়ে টিকা কেন্দ্রে কর্মরত কর্মকর্তার কাছে প্রশ্ন তুললে তিনি বলেন, “প্রতিটি হাসপাতালের ন্যায় এই হাসপাতালের একটি  নির্দিষ্ট টিকা দান কেন্দ্র থাকলেও তা ব্যাবহার করা হচ্ছে অন্য কাজে এবং এই স্থানটিকে দেওয়া হয়েছে টিকা কেন্দ্র হিসেবে। এই কক্ষটি সত্যিকার অর্থেই শিশুকে টিকা দেবার জন্য যথাযথ উপযুক্ত নয়। প্রয়োজন আরও পরিষ্কার ও উন্নতমানের স্থান যা উক্ত রুমে নেই।”

পরিদর্শন শেষে ডাঃ শেখ মোঃ এহসানুল ইসলাম-তার বক্তব্যে বলেন, এই হাসপাতালে জনবলের অভাব, আধুনিক চিকিৎসা যন্ত্রের অভাব এবং জনগণের অসচেতনতার পরও আমরা রোগীদের যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করার যথেষ্ট চেষ্টা করি। যদি উক্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে আমরা আরও ভাল চিকিৎসা প্রদান করতে সক্ষম হব। এছাড়া তিনি আরও বলেন, ‘সরকার যদি জনবল বৃদ্ধি এবং উন্নতকরণের বিষয়টি দ্রুত আমলে নেয় তাহলেই রোগীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা সক্ষম হবে।’

গত পরিদর্শনের পর এনসিটিএফ-শরীয়তপুর যে সকল সমস্যা সনাক্ত করে ছিলো উক্ত বছর পরিদর্শনকালে দেখা যায়  ৭০ভাগ সমস্যার সমাধান করা হয়েছে। উক্ত উন্নতিকরনের প্রধান উদ্যোক্তা জেলা সিভিল সার্জন  ডাঃ মোঃ মশিউর রহমান কে এনসিটিএফ-শরীয়তপুর এর পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় এনসিটিএফ -শরীয়তপুরের সদস্যরা।
ডাঃ মোঃ মশিউর রহমান তার সাক্ষাৎকারে এনসিটিএফ শরীয়তপুরকে জানান, ‘নিজ উদ্যোগে সকল ডাক্তারদের অর্থায়নে সদর হাসপাতালে ১৬টি সিসি টিভি ক্যামেরা লাগাই, যাতে রোগীদের কোনো প্রকার সমস্যায় পড়তে না হয়। রোগীদের সর্বোত্তম সেবা দানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি রাখতে চাই না।  রোগীর খুশির জন্য চাকরীর শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো।’

এনসিটিএফ কুমিল্লা জেলার বার্ষিক সাধারণ সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৬ই মার্চ সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী কুমিল্লা এর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার প্রায় অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় চারটি গ্রুপ হয়ে আগামী এক বছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। দলগুলো থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি। সভাব্য ১৭ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ কুমিল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সোহেল আহমেদ ভূইয়া এবং  সভাপতিত্ত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি জনাব শাহবাজ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার ৪৫ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় পাঁচটি গ্রুপ হয়ে আগামী এক বছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। পাঁচটি দল থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ। মোট ২৫ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ ঠাকুরগাঁও। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন জুসিয়া আফরোজ, সভাপতি, এনসিটিএফ ঠাকুরগাঁও। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, জেলা ভলান্টিয়ার, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ।