মতবিনিময় সভা

সুইডেন ডেনমার্ক এর মেইল এ্যডভাইজর রেসমস এর সাথে এনসিটিএফ সাভার উপজেলা কমিটির মতবিনিময়। সভাতে এনসিটিএফ সাভার উপজেলার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

ওরা ১১ জন!

সাভারের দোসাইদ এ.কে স্কুল এর National Children’s Task Force, Bangladesh -এনসিটিএফ এর নির্বাচিত কমিটি। এই কমিটির একজন মাশরিফা জাহান আরিফা, দশম শ্রেণীর ছাত্রী এবং এনসিটিএফ এর শিশু গবেষক। এনসিটিএফ কমিটির কাজের বর্ণনা করতে গিয়ে সে বলে “আগে আমরা স্কুলে নিয়মিত আসতে চাইতাম না, কারণ আমাদের জন্য স্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবস্থা ছিল না, আর সংকোচের কারণে এটি নিয়ে কেউ কথাও বলতে চাইত না। কিন্তু এখন আমরা আমাদের সমস্যার কথা আমাদের শিক্ষকদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে বলতে পারি। এনসিটিএফ থেকে আমাদেরকে ২০১৫ সালে একটি ট্যাব দেয়া হয় এবং আমাদেরকে প্রশিক্ষণ দেয়া হয় কিভাবে এটি ব্যবহার করে আমাদের সম্যসার কথা জানাতে পারি । আমরা পরে এই ট্যাব ব্যবহার করে আমাদের স্কুলের নোংরা ও অস্বাস্থ্যকর ল্যাট্রিন এর কথা আমাদের শিক্ষকদের জানাই । আমাদের এই সমস্যার কথা জানতে পারে আমাদের বিদ্যালয়ের প্রায় ১৩০০ ছাত্রছাত্রীর জন্য এখন মোট ১৭ টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন করে দেয়া হয়েছে যার ১১ টি ছেলেদের জন্য এবং ৬ টি মেয়েদের জন্য। ২০১৫ সালের আগেও যার মোট সংখ্যা ছিল মাত্র ৬টি যা ব্যবহার করাটাও ছিল
আমাদের জন্য খুবই কষ্টের। এর ফলে স্কুলে উপস্থিতিও ছিল কম। আগে মেয়েদের ক্লাস উপস্থিতি ছিল ৫০ শতাংশ এখন এটি বেড়ে গিয়ে প্রায় ১০০ শতাংশের কাছাকাছি । শুধু তাই না , এখন আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করে দেয়া হয়েছে। “এভাবেই আমরা সাভারের ৩০টি স্কুলে পরীক্ষামূলক ভাবে এনসিটিএফ ভয়েস আপ্লিকেশন http://www.myschoolvoice.org/ এর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা নিশ্চিত করছি । কিন্তু আমাদের পক্ষে দেশের সব স্কুলে এটি নিশ্চিত করা সম্ভব হবে না । সরকার ও অন্যান্য উন্নয়ন সংস্থা এগিয়ে আসলেই কেবল এটি সম্ভব ।

এনসিটিএফ ব্রাক্ষণবাড়িয়ার জরুরী সভা অনুষ্ঠিত

১৫ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ব্রাক্ষণবাড়িয়ার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাফায়াত জামিল নওশান এর সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির মোট ৯ জন, জেলা ভলান্টিয়ারদ্বয়, ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসেন উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শুরু হওয়া সভায় বার্ষিক মুখপাত্র প্রকাশনা নভেম্বর সংখ্যা, প্রেস কনফারেন্স, র‍্যালী, স্মারকলিপি প্রদান সহ বার্ষিক সাধারন সভা আয়োজন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইয়ুথ ভলান্টিয়ার #EveryLastChild ক্যাম্পেইন নিয়ে বিশেষ আলোচনা করেন। আলোচনা শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি সাফায়েত নওশান জামিল।

নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন

নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকাল ৩টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নেএকোনা জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন এনসিটিএফ,নেএকোনা জেলার ভলেন্টিয়ার আলমগির হোসাইন। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন, এনসিটিএফ নেএকোনা জেলার সাধারণ সম্পাদক আসিফ আদনান। তারপর বক্তব্য রাখেন শিশু সাংবাদিক আকিফ জামি আলভি, সহ-সভাপতি অমিত শর্মা সরকার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার আজারুল ইসলাম সজীব এবং আর অনেকেই। তারপর লিখিত ব্ক্তব্য দ্বারা এনসিটিএফ এর কার্যাবলী সম্পর্কে ধারণা দেন এনসিটিএফ, নেএকোনা জেলার সভাপতি সাজনীন আক্তার শ্রাবণী। এ সময় বক্তব্য দেন নেএকোনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নেএকোনা ২০০৬ সাল থেকে জেলা পর্যায়ে কাজ করছে। এই সংগঠনে নেএকোনা জেলায় ১৮০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এর মধ্যে ৯৫ জন ছেলে এবং ৮৫ জন মেয়ে।

সংবাদ সম্মেলন এ সময় উপস্থিত ছিলেন ১০ জন শিশু সাংবাদিক এবং বিশেষ বিভিন্ন পএিকার সাংবাদিক গণ।

কুষ্টিয়া এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ০৯/১১/১৬ তারিখ দুপুর ৩:০০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুষ্টিয়া জেলার নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র। সভায় এনসিটিএফ কুষ্টিয়া জেলার নভেম্বর মাসে হাসপাতাল মনিটরিং, সদস্য সংগ্রহ ও কুষ্টিয়া জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) স্যারের সাথে সাক্ষাতকারের আলোচ্য সূচী নেওয়া হয়। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যদের কাজের একটিভিটি আরো বাড়ানোর জন্য সভাপতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র, সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, সাধারণ সম্পাদক যুথিকা রানী দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার হৃদয় আহমেদ সুজন ও ইসরাত জাহান প্রিতী, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম ও লাইলা আফিয়া আন্জুমান সহ আরো অনেকে।

The monthly meeting of NCTF Kushtia was held in November

The monthly meeting of NCTF Kushtia was held on 9th November, 2016. Ajamain Mahmoud Shuvro, the district NCTF president of Kushtia, presided over the Meeting. The meeting taken the decision on hospital visit, member collection & meet with new Deputy Commissioner. The district president also took several action plans to increase the executive committee members activity. Ajamain Mahmoud Shuvro, the district president of Kushita, Vice-President, General Secretary, Child Parliament Member & child Journalist were present in the meeting.

নরসিংদী এনসিটিএফ এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

গত ০৭-১১-২০১৬ ইং অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ নরসিংদী জেলার নভেম্বর মাসের মাসিক সভা। এনসিটিএফ সভাপতি মোঃমোবারক হোসাইনের সভাপতিত্বে সভায় দুইজন ভলান্টিয়ার সহ এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও অংশগ্রণ করে। এই দিন এনসিটিএফ নামে চাবির রিং এনসিটিএফ সদস্যদের হাতে তুলে দেন বি এস এ কর্মকর্তা খলিলুর রহমান খান সজিব।
এ ছাড়াও গত মাসের নতুন যে ৫০০ সদস্য সংগ্রহ করা হয়েছে তাদের নাম সদস্য রেজিষ্টারে অন্তর্ভুক্ত করা হয়। সভায় জানুয়ারী মাসে প্রকাশিত শিশু জমিন নিউজ লেটারের জন্য সদস্যদের সংবাদ সংগ্রহের জন্য বলা হয়। তা ছাড়াও আগামী জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে বিভিন্ন উপজেলায় গিয়ে উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সব শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।