আমঝুপি ইউনিয়নে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত
শিশু শ্রম , বাল্যবিবাহ , ইভটিজিং সহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন এর সঙ্গে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এক গণশুনানির আয়োজন করে মেহেরপুর আমঝুপি ইউনিয়ন এনসিটিএফ ।
গত ৮ নভেম্বর ২০১৬ মেহেরপুর আমঝুপি ইউনিয়ন পরিষদ ও এন সিটি এফ এর উদ্যোগে ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সুনিদিরিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক এক গণশুনানি। উক্ত শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু । উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ আক্তার হোসেন, মোঃ ডাবলু মিয়া, মোঃ কাশেম ,মোঃ আলেক চাঁদ সহ আরও অনেকে , এছাড়া আরও সেখানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ডেপুটি ম্যানেজার জনাব আবু তাহের , সিনিয়র অফিসার হাসান সিদ্দিকি মিলন, সিসিজি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ আরও অনেকে।
উক্ত শুনানিতে এনসিটি এফ সদস্যগণ বিভিন্ন বিষয় ( যেমনঃ কখন ,কোথায় ,কিভাবে ইভটিজিং করা হয় , ক্লাসে মোবাইল ফোন ব্যবহার , বিদ্যালয়ে শিক্ষক সল্পতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ , কমিউনিটি ক্লিনিকে সময়মত চিকিৎসা প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোদে স্ট্যান্ডিং কমিটিতে এনসিটিএফ কে অন্তর্ভুক্তি , দরিদ্র শিশুদের তালিকাভুক্তি, শিশুদের মাদক দ্রব্য গ্রহণ প্রতিরোদে পদক্ষেপ গ্রহণ, এস এস সি পরীক্ষার ব্যবহারিক খাতা সাক্ষরে অতিরিক্ত ফি আদায়, শিশুদের বিদ্যালয়ে খেলাধুলার সুযোগ – সুবিধা সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ের জন্য সুপারিশ করা হয়)। এ সময় আমঝুপি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু এনসিটি এফ এর আলোচিত বিষয় গুলোর একত্ব ঘোষনা করেন। ইভটিজিং প্রতিরোদে হটলাইন চালুতে ( ০১৭৩০১৬৫৪৮৮) তার নাম্বার প্রদান করেন , স্কুলে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা , বিদ্যালয়ে শিশুদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানের আশ্বাস সহ সকল বিষয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পাশাপাশি এনসিটি এফ কে সকল কাজে সহযগিতার কথা ঘোষণা করেন।
গাইবান্ধায় জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),গাইবান্ধা এর আয়োজনে মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক,গাইবান্ধা মো. আব্দুস সামাদ। বিশেষ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. শফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মোমিন খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার খাইরুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন, শিক্ষক, কাজী, অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো: আশিকুর রহমান শাওন।
সংলাপ অনুষ্ঠানে শিশুরা উপস্থিত দায়িত্ব বাহকগণের নিকট শিশুর শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, বিনোদন, পরিবেশ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন। এ সময় দায়িত্ব বাহকেরা শিশুদের কথা শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিশুদের আশ্বস্ত করেন।
সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করে।
এনসিটিএফ সাতক্ষীরা জেলার পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত
ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার পাবলিক একাউন্টিবিলিটি সেশন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক এএনএম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. উৎপল কুমার দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, প্লান ইন্টারন্যাশনাল এর ম্যানেজার (অপারেশন সেকশন) ফারুক আলম খান, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর জ্যোন্সা আরা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক আমিনুর রশীদ, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা ইনচার্জ শরিফুল ইসলাম, জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, এনসিটিএফের আরিফুর রহমান জেমসসহ এনসিটিএফ জেলা শাখার শিক্ষার্থীরা।
এনসিটিএফ রাজশাহীর আয়োজনে র্যালী অনুষ্ঠিত
জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ রাজশাহী জেলা এনসিটিএফ এর আয়োজনে গত ৩০শে অক্টোবর র্যালী অনুষ্ঠিত হয়। এনসিটিএফ রাজশাহীর ১১জন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের নেতৃত্বে র্যালীটিতে ১০০জন শিশু অংশ নেয়। র্যালীটি বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী থেকে বের হয়ে শহরের বড় বড় সড়ক পরিভ্রমণ করে শিশু একাডেমীতে এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণকারী শিশুদের মতে, তারা তাদের অধিকার সঠিকভাবে পেতে চায়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে আরো বেশি সচেতন হওয়ার দাবি তাদের।
শিশু অধিকার সম্পর্কে সচেতনতার লক্ষে এনসিটিএফ ফরিদপুর এর র্যালী
০৮-১১-২০১৬ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এনসিটিএফ ফরিদপুর বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর এর সহযোগীতায় শিশু অধিকার লঙ্ঘন শীর্ষক সমস্যা সম্পকিত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায় বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর এর জেলা সংগঠক জনাব আজিজুল হক্, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহন করেন। এছারাও বিভিন্ন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শিশু একাডেমি থেকে শুরু হয়ে প্রেসক্লাব এর সামনে দিয়ে জনতা চত্তর ঘুরে আবার শিশু একাডেমী এসে সমাপ্ত হয়।
Human chain by Child Rights Advocacy Coalition
Child rights activists said on Sunday that the government’s claim of a ‘Developed Bangladesh’ appeared unfounded when crimes against children kept on occurring.
At a human-chain formed in front of the National Press Club, the campaigners demanded comprehensive steps to uproot violence against children.
They said they were tired of analyzing statistics of such crimes in presence of a number of preventive laws.
Child Rights Advocacy Coalition in Bangladesh, a platform of 10 national and international non-government organizations, formed the human-chain.
The human chain programme was sponsored on the backdrop of recent waves of crimes, committed against the children across the country.
Attending the protest programme, Citizens for Good Governance secretary Badiul Alam Majumdar said a standard national development policy always focuses on marginalised communities, women and children and ensure protection of their lives.
Ain O Salish Kendra representative Nargis Akter demanded collaborative actions by the government and the rights bodies to protect women and children.
Activists Nasima Akhter, Mamunur Rashid, Sabrina Sultana, Ishaque Miah addressed the human chain, among others, while representatives from Save the Children, Action Aid Bangladesh, ASK, Child Rights Governance Assembly, Education and Development Foundation, National Girl Child Advocacy Forum, BSAF, Plan International Bangladesh and World Vision Bangladesh, were also present.