শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও শিশুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন

শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও শিশুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ। রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ১০টি এনজিও থেকে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন। সেখানে শিশুনির্যাতনের বিরুদ্ধে অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিশু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্লান ইন্টার‌ন্যাশনালের ট্রেইনিং ম্যানেজার সৈয়দা হুসনে কাদেরি বলেন, ‘শিশু নির্যাতনকারী কখনো কি ভাবেন, যে শিশুকে নির্যাতন করা হচ্ছে তার কেমন লাগে? তার নিজেরওতো শিশু আছে, নির্যাতিত শিশুর স্থানে নিজের শিশুকে রেখে কল্পনা করে দেখুন কেমন লাগে। তা ছাড়া নির্যাতিত শিশুকেও জিজ্ঞেস করা দরকার তার কেমন লাগে। কি ভীষণ কষ্টের অনুভূতি হয় তার। সারাজীবন শিশুটি সেই ভয়াবহ স্মৃতি নিয়ে বেড়ে ওঠে, বেঁচে থাকে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশুর নিরাপত্তা দেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটিই চাওয়া, যেন শিশু নির্যাতনকারীদের অন্তত একজনের হলেও কঠিন বিচার হোক। সেই বিচার দেখে শিশু নির্যাতনকারীরা ভয় পাবেন। তারা জানবেন, এই দেশে শিশু নির্যাতন বরদাস্ত করা হয় না।’

সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার মামুনুর রশিদ বলেন, ‘আমরা দেখছি, সমাজের প্রতিটি পর্যায়ে বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্নভাবে শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। শিশুদের অধিকার লংঘিত হচ্ছে, অনিরাপত্তা আর অনিশ্চয়তায় বেড়ে উঠছে শিশুরা। কোথাও শিশুগৃহকর্মী নির্যাতন, কোথাও শ্রমজীবী শিশুর নির্যাতন ও হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় আমাদের ঘৃণা প্রকাশের ভাষা নেই।’

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের ইয়ুথ ভলেন্টিয়ার আহসান হাবীব বলেন, ‘আমরা এনসিটিএফ এর পক্ষ থেকে সারাদেশে শিশুদের নিয়ে কাজ করে থাকি। সারাদেশে শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই শিশুরা নানা পাশবিকতা, বিভৎস ও হিংসাত্বক ঘটনার শিকার হচ্ছে। আমরা এমনটা চাই না। শিশুদের জন্য দেশের সব স্থান নিরাপদ হয়ে উঠুক এটাই আমাদের চাওয়া।

এ সময় শিশু নির্যাতন বন্ধে বেশ কিছু দাবি তুলে ধরেন বক্তারা। তা হলো, শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিটি এলাকায় শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। শিশু নির্যাতনের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা। ঘটনা ঘটার সাথে সাথ দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করা। দ্রুত বিচারের মাধ্যমে শিশু হত্যা ও নির্যাতন সংক্রান্ত মামলা গুলো নিষ্পত্তি করা। কেন এ ধরনের ঘটনা ঘটছে তার সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কারণসমূহ চিহ্নিত করা। নারী ও শিশু মন্ত্রনালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠন করা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- প্লান ইন্টারন্যাশনালের চাইল্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট শাহনাজ, এডুকো থেকে মতলুর রশিদ, ওয়ার্ল্ড ভিশন থেকে ইছহাক মিয়া, মহিলা পরিষদ থেকে নাজমা, সুজন থেকে বদরুল আলম প্রমুখ।

পাবলিক একাউন্টিবিলিটি সেশন এর প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজ বেলা তিনটায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলা শাখার উদ্দোগে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে পাবলিক একাউন্টেবিলিটি সেশন এর প্রাক প্রস্তুতি সভা শাহরিন দিশু, সভাপতি এনসিটিএফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় এনসিটিএফ এর শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,সাতক্ষীরা। তিনি এনসিটিএফ শিশুদের উদ্দেশ্যে বলেন, পাবলিক একাউন্টেবিলিটি সেশন এবারই প্রথম জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এর আগে পাবলিক একাউন্টেবিলিটি সেশন বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতো। এই সেশন এ এনসিটিএফ সদস্যরা জেলার শিশুদের বর্তমান অবস্থা/সমস্যা অতিথিদের সামনে তুলে ধরবে এবং এসব সমস্যা থেকে উত্তরণের জন্য সুপারিশমালা উপস্থাপন করবে।তিনি আরও বলেন এনসিটিএফ এমন একটি সংগঠন যা বাংলাদেশ সরকার অনুমোদিত এবং এই সংগঠনটি শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত হয়।শিশুরা সরাসরি ভোটের মাধ্যমে এনসিটিএফ এর সভাপতি ,সাধারন সম্পাদক সহ এগারো জনের জেলা শাখা কার্যনির্বাহী কমিটি গঠন করে থাকে।এনসিটিএফ এর মূল লক্ষ্য শিশু অধিকার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন,সেই লক্ষ্য কে সামনে রেখে সাতক্ষীরায় এনসিটিএফ এর পাবলিক একাউন্টেবিলিটি সেশন অনুষ্ঠিত হবে।তিনি সুন্দর,সফল ও সার্থকভাবে পাবলিক একাউন্টেবিলিটি সেশন পরিচালনার জন্য এনসিটিএফ এর জেলা কমিটির সকল সদস্য সহ সাধারন সদস্যদের প্রতি  আহবান জানান।

এই প্রাক প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসিবুর রহমান, মোঃ সাইব হোসেন, শেখ আসাদুজ্জামান, উম্মে রুকাইয়া, হাসানুর রহমান, মরিয়ম খাতুন, মুনমুন খাতুন, পূজা দাশ, এসএম মাহমুদুল হাসান, মোঃ সাহেব আলী ও এনসিটিএফ এর জেলা ভলেন্টিয়ার আরিফুর রহমান জেমস ও প্লান ইন্টারন্যাশনাল প্রতিনিধি হুমায়রা জামান সুমনা।

এনসিটিএফ রাজশাহী জেলার সংবাদ সম্মেলন

চিড়িয়াখানা ও পার্কগুলোতে শিশু উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিশুদের জন্য বিনামূল্য প্রবেশ, কোচিং বাণিজ্য বন্ধের দাবীতে রাজশাহীতে শিশু অধিকার পরিস্থিতির উপর এক সংবাদ সম্মেলন করা হয়েছে। ৩০ অক্টোবর বিকাল ৩ টার দিকে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে রাজশাহী জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স রাজশাহী জেলার সভাপতি জিয়ানা বিনতে জাহিদ মৌরিন। এ সময় বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নাটোরে ২০০৬ সাল থেকে জেলা পর্যায়ে কাজ করছে। এই সংগঠনে জেলার ১০০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের নীচে। এর মধ্যে ৫৫ জন ছেলে এবং ৪৫ জন মেয়ে।
সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়, রাজশাহী শিশু হাসপাতালে মশার উপদ্রব বন্ধ পদক্ষেপ নেওয়া,  শিশুদের জন্য হাসপাতালে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা, শিশু হত্যার বিচার গুলোর দ্রুত নিষ্পতী করা এবং শিশুদের সুষ্ঠ বিকাশের জন্য পার্কগুলোতে অন্তত শুক্রবারে বিনামূল্য প্রবেশের সুযোগ সহ ১০টি দাবী উপস্থাপন করা হয়।

শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে খুলনা এনসিটিএফের র‍্যালী

অদ্য সকাল ১০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স  টাক্সফোর্স (এনসিটিএফ), খুলনা কর্তৃক আয়োজিত শিশু অধিকার লঙ্ঘন বিষয়ক বর্ণাঢ্য এক শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জনাব আবুল আলম (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, খুলনা), জনাব লিটন হাওলাদার (সভাপতি, এনসিটিএফ খুলনা), জনাব মৃদুল ইসলাম মিদুল (CYV, খুলনা এনসিটিএফ), এবং এনসিটিএর খুলনার কার্যনির্বাহী সদস্য ও জেলা ভলেন্টিয়ার এবং অর্ধ-শতাধিক শিশু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে জেলা শিশু একাডেমীতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এই শপথ গ্রহন করা হয় যে খুলনা সহ সারা দেশে যাতে শিশু নির্যাতন না হয় সেই দিকে কঠর নজর রাখবে। সহযোগীতায় ছিল বাংলদেশ শিশু একাডেমী খুলনা, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলদেশ।

নরসিংদী এনসিটিএফ এর সদস্য সংগ্রহ কার্যক্রম

সামিয়া নিজামঃ গত ২৬ই সেপ্টেম্বর এনসিটিএফ নরসিংদী জেলা কমিটি আরো দুটি স্কুলে তাদের সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজিব এর সহযোগীতায় এনসিটিএফ জেলা ভলান্টয়ার এ. কে. এম সেলিম ও সভাপতি মোবারক হোসেনের নেতৃত্বে নরসিংদীর সাটির পাড়া কে. কে. ইনস্টিউশন ( স্কুল ও কলেজ) ও ইউ. এম. সি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহ ও শিক্ষকদের সহযোগীতা এনসিটিএফ টিমকে অনুপ্রাণিত করে। দুটি স্কুল থেকে ৪০০ ছাত্র ছাত্রীকে এনসিটিএফ এর সাধারন সদস্য করা হয়। নতুন সদস্যরা সবাই ৮ম থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত।
এসময় স্কুল সদস্য সংগ্রহে এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও উপদেষ্টা কমটির সদস্যবৃন্দগন ও উপস্থিত ছিলেন ।

গাইবান্ধায় শিশু নির্যাতন, শিশু হত্যা বন্ধে ও শিশুর সুরক্ষার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান

মোঃ তাওহীদ তুষার: গাইবান্ধায় শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যা বন্ধে এবং জেলার শিশুদের সুরক্ষার দাবিতে গাইবান্ধার জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা।

গত ২ নভেম্বর দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতন,শিশু হত্যা সহ শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হয়। এ সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সামসুল আজম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার দ্বয়।