মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ ও ইউনিয়ন পরিষদ মতবিনিময় সভা এবং বাজেট পর্যালোচনা সভা

দরিদ্র ছাত্রদের ভাতা প্রদান, বিনোদনের সুযোগ, বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্করন সহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল এর সাথে মতবিনিময় সভা করেছে বুড়িপোতা ইউনিয়ন এনসিটি এফ এর সদস্যরা।

গত ২৭ অক্টোবর  বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তন এ বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর সভাপতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহ জামাল, অন্যদের মধ্যে ছিলেন ইউপি সচিব, মেম্বার গণ ও এনসিটিএফ এর সদস্যরা। উক্ত সভায় এনসিটিএফ এর সদস্যরা ইউনিয়ন পরিষদ এর বাজেটে শিশুদের জন্য বিভিন্ন খাতে ( যেমনঃ দরিদ্র ছাত্র-ছাত্রী দের ভাতা প্রদান, বিনোদন সুযোগ, বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্করন, প্রতিবন্ধিদের বিশেষ সুবিধা প্রদান ইত্যাদি) বরাদ্দের দাবি জানায়। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ জামাল শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে এ সকল দাবির সাথে একমত হন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। উক্ত সভাটি সঞ্চালনা করেন বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর সাবেক সভাপতি ও চাইল্ড পার্লামেন্ট এর সাবেক স্পিকার হাসান মাহমুদ।

শিশুদের সুরক্ষায় হেল্পলাইন ‘১০৯৮’

দেশব্যাপী শিশুদের সুরক্ষায় প্রথমবারের মতো বিনা মূল্যে ‘হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে বিনা মূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন।

শিশু আইন ২০১৩–এর ধারা ৯০ অনুযায়ী, শিশু হেল্পলাইন ১০৯৮-এর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী সহিংসতায় সবচেয়ে অরক্ষিত সুবিধাবঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশুর অধিকার লঙ্ঘিত হলে তার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।

গাইবান্ধায় এনসিটিএফ এর অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর অক্টোবর মাসের মাসিক সভা গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পর্যায়ে চলমান শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

মাসিক সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. কার্যনির্বাহী কমিটির শূন্যপদে (সাধারণ সম্পাদক, শিশু সাংবাদিক (ছেলে/মেয়ে) নতুন সদস্য নিয়োগ।

২. জেলায় শিশু অধিকার বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান (০২/১১/২০১৬ইং) ।

৩. শিশু অধিকার লঙ্ঘন বন্ধে ও বাল্য বিবাহ নিরোধে সচেতনতামূলক র‍্যালী (০৫/১১/২০১৬ইং) ।

৪. জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে প্রেস কনফারেন্স (০৮/১১/২০১৬ইং) ।

৫.শিশু অধিকার বিষয়ক পাবলিক একাউন্টিবিলিটির প্রস্তুতি সভা (০৩/১১/২০১৬ইং) ।

The monthly meeting of NCTF Gaibandha was held in October

The monthly meeting of NCTF Gaibandha was held on 27th October, 2016. Mohammad Ashiqur Rahman, the district NCTF president of Gaibandha, presided over the Meeting. All executive committee members was present in the meeting. NCTF committee members discuss about the progress of ongoing survey to verify the situation of child rights at district level. The meeting taken the decision of  conducting a press conference on child right violation, memorandum submission to DC on  child rights current child rights violation incidents, rally on awareness of child rights etc.

Integrated Child Development Program (ICDP) observed World Child day and Child Rights Week 2016

To commemorate CRC week 2016, three days programme organized at Rayerbazar, Dhaka under ICDP programme of Save the Children with the partner Manabik Shahajya Sangstha (MSS). Khan Abdul Bashar, Deputy Director- Social Welfare Department, Dhaka attended as chief guest with the special guest Md. Tariquzzaman, Assistant Director, Directorate of sports and Rashida Begum, District Children Affairs Officer, Bangladesh Shishu Academy, Dhaka.

icdp1

Photo: Wall magazine preparation by the children.

icdp2

Photo: Children’s voice through wall magazine.

On 28 to 29 September, wall magazine prepared by the children in the slum and displayed in five Children Resource Centre. Different age group of children participated with stories, arts, rhymes to express their views, opinions and recommendations. On 2nd October 2016, a daylong event organized including launching of Child led newsletter, art Competition, theater programme ,open letter to Prime Minister and open discussion to mark the Children’s day.

The chief guest offered the services of Social Welfare Department while Md Tariquzzaman, said “I will visit the slum and will provide sports materials to the underprivileged children at Rayerbazar. Rashed Akter added “I will support to stop child marriage and smooth birth Registration process.”

শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে ঝিনাইদহ এনসিটিএফের র‍্যালি

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঝিনাইদহ জেলা ও ঝিনাইদহ শিশু একাডেমীর সহযোগিতায় শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে শহরে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শিশু একাডেমী থেকে শুরু হয়ে ঝিনাইদহ এর পায়রা চত্বর ঘুরে শিশু একাডেমীতে শেষ হয়। র‍্যালিতে এনসিটিএফ ঝিনাইদহ জেলার বিভিন্ন সদস্য অংশ গ্রহন করেন। র‍্যালিতে বিভিন্ন স্কুল থেকে বিপুল সংখ্যক শিশু অংশ গ্রহন করে।

লালমনিরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে শিশু সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশ শিশু একাডেমী লালমনিরহাট ও এনসিটিএফ লালমনিরহাট জেলা শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, প্রশাসক লালমনিরহাট জেলা পরিষদ, মেয়র লালমনিরহাট পৌরসভা সহ আরও বিশিষ্ট জনেরা।