মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ ও জলো প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ, সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা এনসিটিএফ’র সাবেক চাইল্ড পার্লামেন্ট স্পীকার হাসান মাহামুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফের উপজেলা ভলেন্টিয়ার আব্দুল মান্নাফ, সভাপতি সাব্বির হায়াৎ,এলজিা,তন্ময় সহ এনসিটিএফের সদস্যারা সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

“থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল উদ্বোধন হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৬। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মী, শিশু সংগঠন প্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ । যাতে শিশু সংগঠন প্রতিনিধি হিসেবে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশিরুল হক ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খন্দকার নিপুণ হোসাইন। উদ্বোধন শেষে বাল্য বিবাহ, শিশুশ্রম এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যমূলক মানববন্ধনে এনসিটিএফ এর সদস্যরা অংশগ্রহন করেন।

শুরু হলো গাইবান্ধা এনসিটিএফ এর শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রম

মোঃ তাওহীদ তুষার:: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর উদ্যোগে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ অক্টোবর জেলার সাঘাটা উপজেলায় কাজী আজহার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জরিপের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

তিন পাতার জরিপ ফরমে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ৫৭ টি প্রশ্ন রয়েছে। বিষয় গুলোর মধ্যে বিদ্যালয়েরর সার্বিক পরিস্থিতি সম্পর্কিত, পানি ও স্যানিটেশন, শারীরিক শাস্তি, উপ বৃত্তি, বাল্যবিবাহ, মাদক, জন্মনিবন্ধন, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস সম্পর্কিত বিষয়ে প্রশ্ন রযেছে।

জরিপকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ উপজেলা কমিটির সাধারন সম্পাদক জিলকার নাইম অপূর্ব, শিশু গবেষক ইবনে সাকিব মিজান, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, এনসিটিএফ এর উপদেষ্টা মনির হোসেন মিলন। জরিপ কার্যক্রমের মাধ্যমে পাওয়া তথ্যের আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু অধিকারের বর্তমান পরিস্থিতি জেলার নীতিনির্ধারক মহলে তুলে ধরা হবে।

গাইবান্ধা এনসিটিএফ এর উদ্যোগে পরীক্ষার উপকরণ বিতরণ

গাইবান্ধায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে ৫০ জন মেধাবী ও সুবিধা বঞ্চিত জেএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।

২০ অক্টোবর জেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক জনাব মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন।

জেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন জেএসসি পরীক্ষার্থীর মাঝে এ উপকরন বিতরণ করা হয়। উপকরনের মধ্যে রয়েছে ১টি ফোল্ডিং হার্ডবোর্ড, ১টি কলম বক্স, ১টি স্কেল, ১টি সাইনপেন, ২টি কলম।

সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর নবনির্বাচিত জেলা কমিটির দায়িত্ব গ্রহণ

সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর নবনির্বাচিত জেলা কমিটির সদস্যদের নিকট পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেছে। সাতক্ষীরা জেলা শিশু একাডেমী কার্যালয়ে বিকাল চারটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদায়ী জেলা এনসিটিএফ এর সদস্যগণ ও নবনির্বাচিত সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনসিটিএফ এর শিশুদের মাঝে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরায় তার বক্তব্যে বলেন, নতুনের আগমনের কারনে পুরাতনদের স্থান ছেড়ে দিতে হয় এটাই নিয়ম। এনসিটিএফ শিশুদের সংগঠন যা শুধুমাত্র শিশুদের দ্বারা গঠিতও পরিচালিত হয়। তিনি সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর বিগত কমটির সদস্যদের কাজের  প্রশংসা করে বলেন তোমরা পদে না থাকলেও এনসিটিএফ এর সাথে তোমাদের সম্পর্ক থাকবে, তোমাদের বিগত দিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নির্বাচিত কমিটির সদস্যরা  এগিয়ে যাবে এবং সাতক্ষীরা জেলার শিশুদের অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

জনাব শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা, জেলা এনসিটিএফ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

এনসিটিএফ সাতক্ষীরা জেলার অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২০/১০/২০১৬ বিকাল ৪ টায় এনসিটিএফ, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিন দিশুর সভাপতিত্বে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা সভায় শ্যামনগর উপজেলায় ইটের ভাটায় শ্রমিক হিসেবে শিশুদের জোরপূর্বক পাচার করার সময় শিশুদের উদ্ধার করায় উপজেলা প্রশসন শ্যামনগর সাতক্ষীরা কে সভার পক্ষথেকে ধন্যবাদ জানানো হয় ,একইসাথে পাচারের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং শিশুপাচারের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
সভায় আগামী রোববার এই ঘটনায় দোষীব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে জেলা প্রশাসক সাতক্ষীরা এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকরলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জনাব শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা বলেন, এগারো জন শিশু শ্যামনগরে উদ্ধার হওয়ার ঘটনা প্রমান করে একই ভাবে জোরপূর্বক অনেক শিশু পাচার হয়েছে সাতক্ষীরা জেলা থেকে।শিশুদের জোরপূর্বক ইট ভাটায় শ্রমিক হিসেবে পাচার একটি জঘন্য অপরাধ যারা এই পাচারের সাথে জড়িত তারা দেশ ,জাতি ও মানবতার শত্রু এদের মুখোশ উন্মোচন করতে হবে সাথে সাথে যারা এই শিশুদের শ্রমিক হিসেবে ইট ভাটায় নিয়োগ দিচ্ছে তাদের কেও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।একদিকে সরকার  যখন শিশুদের অধিকার বাস্তবায়নে দৃঢ় প্রতিঞ্জ অন্যদিকে কিছু মানুষ এই অমানবিক কাজের সাথে সম্পৃক্ত হয়ে শিশু অধিকার বাস্তবায়নে আমাদের দেশের অর্জন কে ম্লান করার প্রচেষ্টা এরা অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার আশায় একটি শিশুর কাছ থেকে তার অধিকার ও সুন্দর শৈশব কেড়ে নিয়ে ভবিষ্যৎ কে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

সভায় এনসিটিএফ, সাতক্ষীরা জেলা শাখার সদস্যগন ছাড়া আরও উপস্থিত ছিলেন বিটিএস সাতক্ষীরা জেলার কোর্ডিনেটর শরিফুল ইসলাম, প্লান এর প্রতিনিধি হুমায়রা জামান সুমনা, এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার আরিফুর রহমান জেমস, মোসলেমা আক্তারমুন্নি সহ এনসিটিএফ এর সাধারন সদস্যগন।