সাভার উপজেলা কমিটি, জাতীয় ও স্থানীয় সাংবাদিক এবং শিশু অধিকারকর্মীদের কর্মশালা

৬ আগস্ট ২০১৫ ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও ভিলেজ এডুকেশন ও রিসোর্স সেন্টারের (ভার্ক) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ‘আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্পের আওতায় সাভারস্থ ভার্ক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ও স্থানীয় সাংবাদিক, শিশু অধিকারকর্মী এবং শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন এনসিটিএফের সাভার উপজেলা কমিটি ও স্কুল কমিটি আইসিটিকে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে ওয়াশ (নিরাপদ পানিও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন) ব্যবস্থার মনিটরিং করে তা তুলে ধরবে। অংশগ্রহণকারী শিশুরা  স্কুলের ‘ওয়াশ’ পরিস্থিতি নিয়ে তাদের মতামত দিবে।

উক্ত কর্মশালায় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশনের তথ্য সংগ্রহের জন্য তৈরীকৃত অ্যাপ্স উপস্থাপন করা হবে।

উক্ত কর্মশালায় স্কুল পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থসচেতনতা এবং এ সম্পর্কিত ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাকিরা খিভাবে পরামর্শকের ভূমিকা পালন করবেন? সংবাদের গুণগত মান উন্নয়নে তাদের ভূমিকা কি হবে? এ বিষয়ে একটি নেটওয়ার্ক স্থাপনে স্থানীয়, জাতীয় পর্যায়ের সাংবাদিক, শিশু অধিকার কর্মী এবং এনিিসটিএফের করণীয় বিষয়সমূহ আলোচনা করা হবে।

উল্লেখ্য, সাভার উপজেলার ৩০ টি স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে স্কুল কমিটির সভাপতিদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ সাভার উপজেলা কমিটি গঠন করা হয়। আর এক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন-এর সার্বিক সহযোগিতায় ভার্ক, সিএসআইডি, এমএমসি, এমপাওয়ার  সোসাল এন্টারপ্রাইজ এবং শিশু সংগঠন এনসিটিএফ এর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ‘আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু সংগঠন এনসিটিএফের সাথে পার্টনারশীপ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লক্ষিত স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়ন করা। যা পরবর্তীতে পুরো বাংলাদেশে বাস্তবায়নের উপযোগী হবে।

এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ গত ২ আগস্ট (রবিবার) দুপুর ২.৩০ মিনিটে এন.সি.টি.এফ কুষ্টিয়ার সচিবালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । এই সভায় এন.সি.টি.এফ. এর নতুন সদস্যদের(কলকাকোলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ) সার্বিক কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করা হয় । এন.সি.টি.এফ. এর কমিটি এবং নতুন সদস্যরা বার্ষিক কর্ম-পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেয় এবং প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়া প্রতি মাসের ন্যায় এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার ফেসবুক ফ্যান পেজের ( https://www.facebook.com/nctf.kushtia ) মাধ্যমে অবহিত হয়ে নতুন সদস্যদের যোগদান। উল্লেখ্যযে, বিগত বছরে ফেসবুক পেজের মাধ্যমে অবহিত হয়ে সদস্যরা বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও রয়েছে।

ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমে অবহিত হয়ে এন.সি.টি.এফ. এর সদস্য হয়েছে এমন সদস্যরা বলেন আমাদের ফ্যান পেজকে গুলো আরো বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে ফেসবুক পেজের ফ্যান পেজের মাধ্যমেও অনেক সদস্য পাওয়া যাবে। তাছাড়া এন.সি.টি.এফ. এর ৬৪টি জেলার ফেসবুক পেজের ফ্যান পেজের মধ্যে এন.সি.টি.এফ. কুষ্টিয়ার ফ্যানপেজের লাইক ৪৫০০+। যা অন্য কোন জেলার ফ্যান পেজের লাইক থেকে অনেক বেশী । এই অন্যতম সাফল্যর জন্য সভাপতি মুসাব্বির হোসেন সবাইকে একসাথে সাহায্যে করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানায় এবং এন.সি.টি.এফ. কুষ্টিয়াকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এন.সি.টি.এফ কুষ্টিয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য সভাপতি মুসাব্বির হোসেন,সহ-সভাপতি আরিফুল ইসলাম,শিশু সাংবাদিক টুটটুকি ও সাজিদ, শিশু গবেষক আসিফ ও তন্দ্রা, সিওয়াইিভ আসাদুজ্জামান আসাদ,স্কুল কমিটির সদস্যবৃন্দ সহ জেলা ভলান্টিয়ার শাকিল ও তন্নি ।

নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫

সৈকতঃ  গত ৩০ জুলাই নাটেরে হয়ে গেল এনসিটিএফ বার্ষিক পূর্ণমিলনী ২০১৫। সারাদিন ব্যাপি এই আনন্দ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার এডভোকেসী মীর রেজাউল করিম। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরষ্কার তুলে দেন। সবশেষে এনসিটিএফ এর সাথে তিনি নাটোর রাজবাড়ী ঘুরে দেখেন।

এনসিটিএফ শরীয়তপুরের দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও উৎসব আয়োজন

সিরাজুল ইসলাম আসিফঃ গত ২৪ শে জুলাই , ২০১৫ ইং এ এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়ে ছিল । উক্ত আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছিল শরীয়তপুর জেলার , নরিয়া উপজেলার , কলকাঠিতে আবস্থিত মর্ডান ফেন্টাসি কিংডম এ । আনন্দ ভ্রমনে এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা ভলেন্টিয়ারের পাশাপাশি আরো উপস্থিত ছিল  এনসিটিএফ শরীয়তপুরের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যরা , সেভ দ্যা চিল্ড্রেনের ইয়ুথ ভলেন্টিয়ার মমতাজুল ইসলাম রুমন এবং এনসিটিএফ-মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও এনসিটিএফ-মাদারীপুরের জেলা  ভলেন্টিয়ার।

Dream of a Chang-maker

Sojib Khondoker age 23, a change maker nurturing a dream in mind that “One day he might be the president of United Nation”. In 2004, when he was in grade six, helped one of his friends by providing a school uniform.This initiative encouraged him to engage in social work.

His journey started as a children representative with the support of save the children Australia through participating National Children Assembly, he learnt different subjects specially child rights and how to claim for that. In addition he also learnt to develop skill on drawing, reciting, acting and leadership

Even after admitted in university, he carried the dream of his child life. Following the dream he was engaged as youth member with national children’s task force, the largest national level children network in Bangladesh. Then he started promoting child rights issues in his district through supporting children’s actions. he developed number of reports as a child journalist in Daily Sotto Sonbad (newspaper) to raise mass awareness of different stakeholder. Second position in ‘Mina Media Award Printing Report Under -18’ was one of the best recognition of his work.

Beside he received training on journalism in Bangkok as a young journalist and worked as a speaker of FPAB’S as a youth journalist association. Now his dream to become a journalist of British Broadcast Center (BBC).

Moreover he is planning to develop a skill youth group who will also work for children. Sajib added “NCTF has a great contribution in all over my learning, good work and achievements.”


একজন স্বপ্নের ফেরিওয়ালা সজীব খন্দকার

সজীবের স্বপ্ন : বাংলাদেশের কোন ব্যক্তি হয়তো বা একদিন জাতিসংঘের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবে।২০০৪ সালের ঘটনা, ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া ছেলেটি, প্রতিদিনের মতো স্কুলে গিয়ে, শুনতে পেল তার প্রিয় বন্ধুটিকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে কারণ, স্কুল ড্রেস না পরে আসা। ঘটনাটি শুনে খুবই মন খারাপ হলো ছোট্ট ছেলেটির। ছেলেটির প্রিয় বন্ধুটি স্কুল ড্রেস কিনতে পারেনি বলেই এই অবস্থা। আসলে বন্ধুটির বাবা সামান্য দিনমুজুর। তাই তিনি ছেলেটিকে স্কুল ড্রেস কিনে দিতে পারেননি। তবুও একটা উপায় তো বের করতে হবে, যেমন  চিন্তা তেমনি কাজ, অনেক ভেবে চিন্তে উপায় একটা বের হলো। নিজের মাটির ব্যাংকে জমানোর টাকা দিয়ে বন্ধুটিকে স্কুল ড্রেস কিনে সহযোগিতা করলো ছেলেটি যা ছিল নিজের টিফিনের টাকা থেকে বাঁচানো। ছোটবেলা থেকেই  অসহায় ও গরীব শিশুদের  জন্য কাজ করার অধীর আগ্রহ ছিলো এই ছেলেটির ।

এর পরে ঘটনা একটু অন্য রকম, ২০০৪ সালে, সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার আয়োজনে বরিশাল জেলার শিশু প্রতিনিধি হিসেবে জাতীয় শিশু সমাবেশে অংশগ্রহণ করে ছেলেটি যেখানে উপস্থিত ছিল সারা দেশের প্রায় ৮০০ শিশু। জীবনে প্রথম ঢাকা আসার অভিজ্ঞতা। শিশুদের নিয়ে কাজ করা, তাদের অধিকারের কথাগুলো বলায় আগ্রহী, আবৃত্তি, ছবি আঁকা, একক অভিনয়, বিতর্ক, বাংলা পঠন, রচনা প্রতিযোগিতা ও শিশু নেতা হিসাবে পরিচিত ছেলেটির নাম মোঃ সজীব খন্দকার (জুনায়েদ)। সবাই তাকে সজীব নামেই ডাকে। উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগে ৪.৮০ পেয়ে ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। বর্তমানে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে পড়াশুনা করছে এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসাবে কাজ করছে, বিশ্বদ্যিালয়ের জার্নালিস্ট এসোসিয়েশন এ। ৬ষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় বিকল্প শিশু চিন্তা সংগঠনের মাধ্যমে শিশুদের জন্য কাজ করা শুরু করে সজীব। বরিশালের শিশুদের অধিকার উন্নয়নে কাজ করতে ভালো লাগতো তার, এই সময়েই তিনি দুইজন গরীব ও অসহায় শিশুকে পড়াশুনা করানোর দায়িত্ব নেন। এরপর শুরু হলো তার পথচলা, ২০০৬ সালে বরিশাল জেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরিশাল জেলা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ, পরবর্তী পর্যায়ে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সারা বাংলাদেশে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটিরও সভাপতির  দায়িত্ব পালন করেন।

ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর মাধ্যমে সাংবাদিকতার দিকে প্রথম অগ্রযাত্রা হয় তার। । পরবর্তীতে এনসিটিএফ এর সদস্য হিসাবে সেভ দ্য চিলড্রেন ও প্রেস ইনস্টিটিউট মাধ্যমে শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ গ্রহণের পর থেকে সাংবাদিকতার প্রতি ঝুঁকে বশে সজীব। শিশু সাংবাদিক হিসাবে শুরু হয় তার কর্মকান্ড সে এনসিটিএফ ত্রৈমাসিক মুখপত্র ‘শিশু বুলি’তে লেখা শুরু করে পরবর্তী পর্যায়ে বরিশালের ‘দৈনিক সত্য’ সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামান শিশুদের নিয়ে লেখালেখির দায়িত্ব দেয় তাকে। ফলশ্রুতিতে সজীব ২০০৯ সালে ইউনিসেফ কর্তৃক আয়োজিত মিনা মিডিয়া এ্যাওয়ার্ড প্রিন্টিং প্রতিবেদনে ১৮ নীচে ক্যাটাগরিতে সারা বাংলাদেশে থেকে ২য় স্থানে দখল করে নেয়। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) ও ক্রেস্ট তুলে দেয় ইউনিসেফ’র বাংলাদেশের প্রধান তার হাতে। শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতনের কথা সবই সজীব তার লেখনীর মাধ্যমে তুলে আনার চেষ্টা করে।

বর্তমানে দৈনিক সত্য সংবাদের সাংবাদিক, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সে (এনসিটিএফ) সাথে কাজ করছে ইয়ুথ ভলান্টিয়ার হিসাবে প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশের হয়ে। কাজের অংশ হিসাবে বরিশাল, ভোলা, ঝালকাঠী জেলার এনসিটিএফ কার্যক্রমে সহযোগিতা করছে সজীব। অন্যদিকে আগস্ট, ২০১৩  ‘Planned Parenthood Federation South Asia Regional Office (IPPF SARO)’ এর আয়োজনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর সহযোগিতায় ৫ দিনের ইয়ুথ কনসালটেশন প্রশিক্ষণে ব্যাংকক যান তিনি। প্রশিক্ষণে সজীব যুব সাংবাদিক হিসাবে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে অংশগ্রহণ করে। এছাড়া এফপিএবি এর যুব সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছে সজীব। । পড়াশুনা শেষ করে একজন বড় মাপের সাংবাদিক হতে চান সজীব এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। পরিবারে ৭ বোন ও ৩ ভাইয়ের মধ্যে সজীব সবচেয়ে ছোট কিন্তু ছোট হলেও তার দায়িত্বটা ছিলো অনেক বড়। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর অনেক ভেঙে পড়েছিল সজীব নিজের পড়াশুনা খরচ নিজেই জোগানো কষ্টকর ছিল তার জন্য।

যারা তাকে সহযোগিতা করেছিল সেই সময়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেনি সজীব। এই তালিকায় আছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সম্পাদক মীর মনিরুজ্জামান, সেভ দ্য চিলড্রেনের সুলতান মাহমুদ, মীর রেজাউল করিম, আবু জাফর, প্লান-ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফারুক আলম খান এফপিএবি হেলী রফিকসহ সবাই।

সজীব জানায় বাংলাদেশের শিশুদের নিয়ে ভাবনা খুবই কম মানুষ করে, আমি চাই দেশের সর্বস্তরের শিশুদের নিয়ে বাংলাদেশের পরিবর্তন করতে। যেখানে একটি শিশু তার অধিকার বঞ্চিত থাকবেনা কারণ শিশুরা শুধু ভবিষ্যৎ নয়, তারা বর্তমানও। সজীবের ঝুলিতে আছে, জাতীয় ও স্থানীয় প্রতিযোগিতার মোট ৩৮ সনদপত্র, ক্রেস্ট, বইসহ নানা পুরস্কার। সজীব বলেন “একটি মোমবাতি যেমন সারা বিশ্বকে আলোকিত করতে পারে, তেমনি একটি শিশু একটি বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। সব শিশুকে সঙ্গে নিয়ে বদলে দেবো এই পৃথিবীকে। আজকে আমি যা হয়েছি আমার সংগঠন এনসিটিএফ এর মাধ্যমে”। আরো বলেন, “স্বপ্ন দেখি বাংলাদেশের কোন ব্যক্তি হয়তো বা একদিন জাতিসংঘের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবে”। সজীব এখন চায় বর্তমান বিশ্বকে তরুনদের মাধ্যমে পরিবর্তন করতে আর যারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি তাদের কে সার্বিক ভাবে সহযোগিতা করার পাশাপাশি তরুনদের নিয়ে জাতিসংঘে যাতে একটি বিশ্ব শান্তি ও তরুন নেতৃত্বে অংশ গ্রহন ভিত্তিক একটি অধিবেশন ব্যবস্থা করা যায় তার জন্য বাংলাদেশে তরুনদের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছেন । বাংলাদেশের তরুনদের বিশ্বের কাছে রোল মডেল হিসাবে চিহিৃত করতে চায়। আর কোন শিশু অনাহারে থাকবেনা, থাকবেনা পথে।। গত ২১-২৪ শে নভেম্বর ২০১৪ অনুষ্ঠিতব্য সার্ক পিপলস্ সামিটে যুব সাংবাদিক হিসাবে নেপালে একটি কর্ম শালায় অংশগ্রহন করে। যেখানে বাংলাদেশের শিশু ও তরুনদের এমডিজি লক্ষ্যমাত্রা পূরনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন। যা আগামী বাংলাদেশে তরুনদের অংশ গ্রহনের সুযোগ ও বিশ্বের কাছে বাংলাদেশের তরুনদের অবস্থান  তুলে ধরা হয়। [গত ২১-২৪ শে নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ক পিপলস্ সামিটে যুব সাংবাদিক হিসাবে নেপালে একটি কর্ম শালায় অংশগ্রহন করে। যেখানে বাংলাদেশের শিশু ও তরুনদের এমডিজি লক্ষ্যমাত্রা পূরনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন।] যা আগামী বাংলাদেশে তরুনদের অংশ গ্রহনের সুযোগ ও বিশ্বের কাছে বাংলাদেশের তরুনদের অবস্থান তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারকে শিশুদের উন্নয়নের জন্য সংসদে হয়তো বা একটি বিশেষ অধিবেশন ব্যবস্থা করতে হবে আর সাংবাদিক হিসাবে তা লেখনীর মাধ্যমে উপস্থাপন করবেন তিনি এই আবেদন জানিয়ে যাচ্ছেন সজীব।

পাশাপাশি সজীব মনে করেন, এনসিটিএফ এর ইয়ুথ ভলান্টিয়ার হিসেবে, নিজে যেমন সচেতন হয়েছে এবং প্লান ইন্টারন্যাশনাল এর বিভিন্ন সহযোগিতা প্রশিক্ষণ, বাংলাদেশের শিশু ও তরুণদের অবস্থান তুলে ধরতে সহযোগিতা করেছে। যা বিশ্বকে বাংলাদেশের শিশু কিশোররা পিছিয়ে না পড়ে। সজীব বড় হয়ে বিবিসি ওয়ার্ল্ডের সাংবাদিকতা করার ইচ্ছা সজীবের।

বর্তমানে সজীব ইয়ূথ ভয়েস নামে একটি তরুণদের নিয়ে সংগঠন এর মাধ্যমে পিছিয়ে পড়া তরুণদের অধিকার, বিশ্বে সমমূল্যায়ন, সমান অংশগ্রহণের, উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, তার ইয়ূথ ভয়েসের মূল শ্লেগান, তরুণদের জন্য ভালোবাসা। আর ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের যুব বান্ধব দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া। বিশ্বের কাছে তুলে ধরা, বাংলাদেশের তরুণরা সুযোগ পেলে অনেক ভূমিকা রাখতে পারে বিশ্বকে এগিয়ে নিতে, ২০২১ সালে বাংলাদেশ হবে বেকার মুক্ত দেশ। বিশ্ব শান্তির, রোল মডেল হতে পারে আমাদের বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের বেকারত্বকে যাদুঘরে পাঠানো হবে। এখন সজীবের ইয়ূথ ভয়েস মূল লক্ষ্য। আর বাংলাদেশই হবে বিশ্ব শান্তির যোগ্য উদাহরণ।বাংলাদেশকে জঙ্গি মৌলবাদ, মাদকমুক্ত নিজ দেশ গড়া। স্বপ্নওয়ালা এই মানুষটি, এখন স্বপ্ন ফেরি করে বেড়ায় তাইতো এখন সে স্বপ্নের ফেরিওয়ালা’।

­

ভোলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এনসিটিএফ এর ঈদ বস্ত্র বিতরন

pic nctf-1       PIC-3

হুমায়রা হোসেন সারা: ভোলার সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের মাঝে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা কমিটি ঈদ বস্ত্র বিতরন করে।ভোলা পৌর সভার মেয়র এর সহযোগিতায় “একটি জামা একটি হাসি” এই স্লোগানকে সামনে রেখে সকাল গত ১৭ জুলাই ১১ টায় ভোলা ভোলার পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সদরের ৫০টি শিশুকে ঈদ বস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মঞ্জুরুল আলম, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাঈনুল হোসেন শামিম, ওমর ফারুক,শওকাত হোসেন,সাংবাদিক হাসিবুর রহমান, কামরুল ইসলাম,ছোটন সাহা, হেলাল উদ্দিন,একরামুল হক, এনসিটিএফ ভোলা জেলা কমিটির সমন্বয়কারী আদিল হোসেন তপু,আছমা আক্তার, এনসিটিএফ সভাপতি জহির রায়হান, সহ-সভাপতি অপসোরা হক, যুগ্ন সম্পাদক তুর্জ,শিশু সাংবাদিক হুমায়ারা হোসেন সারা, সানজিদা হোসেন এশা, অপসোরা,চাইল্ড পার্লামেন্ট মেম্বার বর্ষা,ইব্রাহিম,তুষার, মোতালেব,প্রমুখ।
বস্ত্র বিতরনকালে পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন “পরিবারের অসচ্ছলতার কারনে অনেক বাবা মায়ের সাধ আছে কিন্তু সাধ্য নেই । তাদের সন্তানদের একাটা ঈদের জামা কিনে দেয়ার। অন্যদের মত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝেও যেন ঈদ আনন্দ ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে সবারই এগিয়ে আসা উচিত। তাহলেই ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারবো”।
আগত অতিথিরা বলেন,ছিন্নমূল শিশুরা আমাদের ভাবায়,আমাদের ইকটু প্রয়াসই তাদের ঠোঁটে হাসি ফুটিয়ে ঊঠে। আর ইকটু ভালোবাসা-সহযোগিতা দিলেই ওদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখতে প্ওায়া যায় শিশুদের মুখে। তারা সারা জীবন এই সব শিশুদের সাধ্যমতো সবাই মিলে সহযোগিতা করে যাবে।
আর আয়োজকরা জানিয়েছে, ঈদে সবাই নতুন জামা কাপড় কিনতে পারলেও ছিন্নমূল ও অসহায় দুস্থদের ভাগ্যে নতুন জামা-কাপড় জুটে না। তাই তাদের মাঝে নতুন কাপড় তুলে দিতে এনসিটিএফ এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় ‘একটি জামা একটি হাসি’ শীর্ষক স্লোগান নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করে। এদিকে, ঈদের নতুন জামা পেয়ে খুশি আর আনন্দে মেতে উঠে শিশুরা।