শেরপুর এনসিটিএফ এর ঈদ বস্ত্র বিতরণ
গত ১ জুন এনসিটিএফ, শেরপুর জেলা ও পুলিশ নারী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত ২০০ শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এনসিটিএফ, শেরপুর থেকে ঈদ বস্ত্র দেওয়ার প্রস্তাব করা হলে শেরপুর এনসিটিএফ এর শিশুবন্ধু কমিটির উপদেষ্টা পুলিশ সুপার জনাব আশরাফুল আজীম সাগ্রহে এগিয়ে আসেন। পুলিশ নারী কল্যাণ সমিতির অর্থায়ন আর এনসিটিএফ শেরপুরের সার্বিক ব্যবস্থাপনায় ১ জুন ২০০ জন শিশুর মাঝে পুলিশ লাইন অডিটোরিয়ামে ঈদ বস্ত্র দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আসলাম খান, শিশু বন্ধু কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও সাংবাদিক হাকিম বাবুল, রফিক মজিদ সহ শেরপুর জেলার অন্যান্য সাংবাদিকবর্গ। এনসিটিএফ, শেরপুর জেলা কমিটির সদস্য ও ভলান্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমের পর ২০০ জন শিশুর মুখে হাসি ফোটাতে পেরে সবাই অত্যন্ত আনন্দিত।
মেহেরপুর আমদাহ ইউনিয়ন এনসিটিএফ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ
গত ২৮ই মে, ২০১৯ মেহেরপুর জেলায় সদর উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স আমদাহ ইউনিয়ন কমিটির সদস্যদের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করার প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেককে সাইকেল প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুল আলম। আয়োজনের সভাপতি আমদাহ ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম গত বছরের ইউনিয়ন পর্যায়ের গণ-শুনানীতে এনসিটিএফ এর দাবির প্রেক্ষিতে এ সাইকেল বিতরণ করেন। দাবিতে এনসিটিএফ কমিটির সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এর জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, বাল্যবিবাহ প্রতিরোধ সহ সামাজিক সচেতনতা সৃষ্টির কাজে সহযোগিতার জন্য ইউনিয়ন পরিষদের বাজেট থেকে অগ্রাধিকার ভিত্তিতে এনসিটিএফকে সাইকেল এর প্রদানের দাবি জানায়। শিশুরা এই সাইকেল প্রাপ্তিতে উচ্ছ্বসিত এবং আগামী দিনগুলোতে স্থানীয় শিশু অধিকার বাস্তবায়নে আরো ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনটিতে ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হিসেবেও সাইকেল প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদ সদস্যদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি বৃন্দ আয়োজনটিতে উপস্থিত ছিলেন।
জাতীয় বাজেট নিয়ে শিশুদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা
গত ২৩-০৫-২০১৯ অর্থ মন্ত্রানালয়ের আয়োজনে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বাজেট ২০১৯-২০ কে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সারা দেশের ৩ হাজার ৬২৬ শিশুর বাজেট ভাবনা ও চাহিদাগুলো সংগ্রহ করে। সেখানে শিশুরা বলে, তারা বাজেটে সরকারের পরিকল্পনার প্রতিফলন দেখতে চায়।
মতবিনিময় সভায় অংশ নেয় সারা দেশ থেকে শিশুদের প্রতিনিধিত্বকারী ২৬ শিশু। সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বেগম রুবীনা আমীন, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান; উপসচিব খুরশীদ আলম; সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের পরিচালক আবদুল্লা আল মামুন; উপপরিচালক, গভর্ন্যান্স ও পাবলিক ফাইন্যান্স, আশিক ইকবাল এবং অন্য কর্মীরা।
এনসিটিএফ নরসিংদী জেলার বাল্যবিবাহ এবং মাদক বিরোধী লাল কার্ড ক্যাম্পেইনের উদ্বোধন
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ০৪ মার্চ সকাল ১০টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নরসিংদী জেলার আয়োজনে বাল্যবিবাহ এবং মাদক বিরোধী লাল কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উক্ত স্কুলের শিশু অংশগ্রহণ করে। শিক্ষায় প্রথম বাল্য বিবাহ এবং মাদককে লাল কার্ড এই শীর্ষক লাল কার্ড নিয়ে শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং এনসিটিএফ সদস্যবৃন্দ একসঙ্গে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে। শিশুদের ডাকে সাড়া দিয়ে লাল কার্ড কর্মসূচির উদ্বোধন করেন জেলা ভলেন্টিয়ার এবং এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক এনসিটিএফ কাজ কে স্বাগত জানিয়ে বলেন লাল কার্ড কর্মসূচি অবশ্যই শিশুদের মাদক এবং বাল্যবিবাহ থেকে দূরে রাখবে। এনসিটিএফ জাতীয় পর্যায়ে একটি সংগঠন যা শিশুদের নিয়ে কাজ করছে এছাড়া জেলা পর্যায়ে এনসিটিএফ কে সহযোগিতা করে আসছে শিশু একাডেমি ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতা করবে জেলা শিশু একাডেমি নরসিংদী৷ লাল কার্ড কর্মসূচি শেষে এনসিটিএফ স্কুলে একটি স্কুল কমিটি গঠন করে। উক্ত স্কুল কমিটিতে ১১ সদস্য বিশিষ্ট একটি এনসিটিএফ স্কুল কমিটি করে দেওয়া হয়। এনসিটিএফ নরসিংদী তাদের এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎতে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু এবং বড়দের বাল্য বিবাহ এবং মাদক বিরোধী কর্মসূচিতে সচেতন করতে পারবে বলে আশা করে। লাল কার্ড কর্মসূচি এবং স্কুল কমিটি গঠনের লাল কার্ড কর্মসূচির সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল। চলতি বছরে জেলার ১৬ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার শিশুর অংশগ্রহণে লাল কার্ড ক্যাম্পেইন করার ইচ্ছা আছে বলে জানাই এনসিটিএফ।
নরসিংদী জেলা এনসিটিএফ শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা সম্পন্ন
অদ্য ০২-০৫-২০১৯ ইং তারিখে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী এ এনসিটিএফ নরসিংদী জেলা কর্তৃক বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ নরসিংদী জেলার সভাপতি জনাব সিমান্ত সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মোহাম্মদ ভূইয়া এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
সভার প্রথম ধাপে অতিথিবৃন্দ এবং সভাপতি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দ্বিতীয় ধাপে সদস্যরা বিনোদন মূলক কার্যক্রমে অংশ নেন এবং সর্বশেষ ধাপে সদস্যরা কয়েকটি গ্রুপে বিভিক্ত হয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই বছরের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করে।
প্রথম ধাপে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব খলিলুর রহমান খান সজিব। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনাব নূর মোহাম্মদ ভূইয়া। সর্বশেষে সভাপতির বক্তব্য প্রদান করেন সীমান্ত সাহা। নরসিংদী জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাকিবুল ইসলাম উক্ত সভার উপস্থাপকের দায়িত্ব পালন করেন।
উক্ত সভার দ্বিতীয় ধাপে সাধারণ-সম্পাদক সাগড় শিকদার এর নেতৃত্বে বিনোদন মুলক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতঃপর গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে সবার মত নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রত্যেক গ্রুপের দলনেতা তাদের তাদের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে মত প্রকাশ করে এবং এর মাধ্যমে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ সভাপতি সমাপনি বক্তব্য দিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।
সিলেট জেলা এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
অদ্য ২৪-০৪-২০১৯ ইং, এনসিটিএফ সিলেট জেলা কর্তৃক বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদুর রহমান ভুঞা (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সিলেট শিশু একাডেমি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সালমা নুরুন্নাহার ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক দেবশ্রী দাস। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি রায়হান উদ্দিন শিহাব। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্কুল কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব সাইদুর রহমান ভুঞা।
অতঃপর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনাবা সালমা নুরুন্নাহার ও দেবশ্রী দাস। সর্বশেষে বক্তব্য প্রদান করেন এনসিটিএফ সভাপতি রায়হান উদ্দিন শিহাব। উপস্থাপক এর দায়িত্ব পালন করেন সিলেট জেলা এনসিটিএফ এর সহ-সভাপতি সালমা আক্তার চৌধুরী।
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে বিনোদন মুলক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতঃপর গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে সবার মত নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রত্যেক গ্রুপের দলনেতা তাদের তাদের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে মত প্রকাশ করে এবং এর মাধ্যমে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।