13th Child Parliament

সিলেট এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

এনসিটিএফ সিলেটের মে মাসের মাসিক সভায় আলোচনা করছেন কমিটির সদস্যরা।
সভায় এনসিটিএফ এর পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে আলোচনা করা হয়, যার অন্যতম একটি আলোচ্য বিষয় “ঈদবস্ত্র বিতরণ”, এবারের ঈদে এন সি টি এফ সিলেটের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ করে ঈদের আনন্দ সকল শিশুর মাঝে ছড়িয়ে দেয়ার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এছাড়াও সমসাময়িক আরো কিছু বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়13217258_838739789564310_3782032380060636024_o

শিশু একাডেমী কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত গণিত বিশারদ প্রফেসর আব্দুল করিম এর সম্মাননা (মরণোত্তর)

বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : শিশু একাডেমী কর্তৃক আয়োজিত বিশ্বনন্দিত গণিত বিশারদ প্রফেসর আব্দুল করিম এর সম্মাননা (মরণোত্তর) উপলক্ষে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে আলোচনা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান২০১৬তে অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ। উক্ত অনুষ্ঠানে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জএর পক্ষ থেকে  বক্তব্য প্রদান করেন সভাপতি বিজন_ঘোষ। অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসক মহোদয়ের নিকট চাঁপাইনবাবগঞ্জএর শিশুদের সার্বিক অবস্থা তুলে ধরেন, শিশুদের বিনোদনের জন্য শিশুপার্ককে পুরোপুরি উপযোগী করার জন্য অনুরোধ করেন, সর্বোপরি চাঁপাইনবাবগঞ্জকে একটি শিশুবান্ধব শহর গড়ে তোলার জন্য প্রার্থনা করেন। পরবর্তিতে জেলা প্রশাসক মহোদয় শিশুপার্ককে শিশুদের উপোযোগী করে তুলে চাঁপাইনবাবগঞ্জকে শিশুদের জন্য উপযুক্ত আবাসস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

স্বাস্থ্যই সকল সুখের মূল। আর তা নিশ্চিত করার গুরু দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু দরিদ্রতম দেশ বলেই শতভাগ সু-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। তাই এনসিটিএফ শিশুরা স্ব-উদ্যোগে অবহেলিত দরিদ্র দেড় শতাধীক শিশুদের অংশগ্রহণে ১৪মে শনিবার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় ডেন্টাল ক্যাম্প’র আয়োজন করে। ডেন্টাল ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহারিয়ার আল মামুন বলেন শিশুদের মেধা ও বু্দ্ধির পাশাপাশি দরকার ইচ্ছা এবং প্রচেষ্টা যা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তিনি এনসিটিএফ শিশুদের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়ে দরিদ্র শিশুদের উদ্দেশ্য মৌসুমী ফল বিতরণ উৎসব আয়োজন করার জন্য এনসিটিএফ শিশুদের উৎসাহিত করেন। উল্লেখ্য উক্ত ক্যাম্পে প্রায় দেড় শতাধিক শিশুকে ডেন্টাল চেকআপ শেষে ব্রাশ,পেষ্ট, শুকনা নাস্তা ইত্যাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাফায়েত জামিল নওশানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আব্দুল করিম, সহকারি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, মো. মঈনুর রহমান, অফিসার্স ইনচার্জ, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা, মো. মনির হোসেন, প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, মো: মফিজুল ইসলাম,প্রধান শিক্ষক, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। উক্ত ক্যাম্পে ডা. নুরুল হুদা পাভেল শিশুদের ডেন্টাল চেকআপ করেন।

এনসিটিএফ সদস্য সৃজন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানেউদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির শিশু গবেষক ফুয়াদ হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা, এনসিটিএফ জেলা কমিটির সদস্য ছানিয়া হক, মীম, ইমন, ইফতি,চৈতি, তুষার, পলি, হিমু, মিথুন সহ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এণ্ড কলেজ সাব কমিটির সদস্যবৃন্দ।

এনসিটিএফ, নীলফামারী’র সাথে জলঢাকা দূরন্ত শিশু ফোরামের সমন্বয় সভা

এ টি এম ফয়সাল রাব্বি (রাকিব): “সব শিশুকে সঙে নিয়ে ,বদলে দিব এই পৃথিবী” এই স্লোগানে গত ৮ ই মার্চ তারিখে দূরন্ত শিশু ফোরামের আয়োজনে নীলফামারী শিশু একাডেমিতে অনুসঠিত হয়ে গেল এনসিটিএফ, নীলফামারী’র সাথে জলঢাকা দূরন্ত শিশু ফোরামের সমন্বয় সভা । সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ ,নীলফামারি এবং শিশু ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যগন । সভার উদ্দেশ্য ছিল , তাদের কর্ম প্রয়াস ,নতুন কোনো পরামর্শ , শিশু হিসেবে কাজের মধ্যে নানা সমস্যা ও সমাধানের উপায় ইত্যাদি পরস্পরকে জানানো । সভায় এনসিটিএফ ,নীলফামারী এবং শিশু ফোরাম তাদের গত ৩ মাসের কর্ম প্রয়াস তুলে ধরে এবং আগামী তিনমাসের জন্য কর্ম পরিকল্পনা তুলে ধরে । বিস্তর আলোচনার মাধ্যমে একে অপরের ভুল ত্রুটি বা পরামর্শ , শিশু সংগঠন হিসেবে পরস্পরের সাথে সমন্বয় রক্ষার বিষয়গুলো স্থান পায় আলোচ্য সভায় । আলোচ্য সভায় সহযোগি সঙ্গগঠন হিসেবে ছিল ‘উদায়ংকুর সেবা সংস্থা(ইউএসএস)’ এবং প্ল্যান বাংলাদেশ ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির স্কুল কমিটি গঠন

বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : গত ২৮ এপ্রিল,২০১৬  চাঁপাইনবাবগঞ্জ_জেলা_এনসিটিএফ কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়ারের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সাধারণ সদস্যফর্ম বিতরণ করা হয় এবং ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল কমিটি’ গঠন করা হয়। এ সময়ে আমাদের সাথে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রোকসানা আহমেদ। বিদ্যালয় তথা চাঁপাইনবাবগঞ্জের শিশুদের নেতৃত্ব দিতে পারবে,এরকম শিক্ষার্থী নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সকলে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সেই সাথে,অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জকে সবরকম কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্কুল কমিটির ১১ জন সদস্যদের নাম ও তাদের পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ

১. সভাপতি : আব্দুল্লাহ আল-মামুন (৯ম শ্রেণি)
২. সহ-সভাপতি : ফেরদৌসা ওয়াহিদ দিশা (৯ম শ্রেণি)
৩. সাধারণ সম্পাদক : জাকিয়া ইসরাত (৯ম শ্রেণি)
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক : আবরার মাহির (৯ম শ্রেণি)
৫. সাংগঠনিক সম্পাদক : ইমরান আহমেদ (৯ম শ্রেণি)
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে) : মোস্তাফিজুর রহমান (৮ম শ্রেণি)
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) : বিথী ঘোষ (৯ম শ্রেণি)
৮. শিশু গবেষক (ছেলে) : আব্দুর নাঈম (৮ম শ্রেণি)
৯. শিশু গবেষক (মেয়ে) : ইসরাত জাহান আঁখি (৮ম শ্রেণি)
১০. শিশু সাংবাদিক (ছেলে) : সাব্বির রশিদ (৮ম শ্রেণি)
১১. শিশু সাংবাদিক (মেয়ে) : শরিফা আক্তার (৯ম শ্রেণি)