জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ নওগাঁর নতুন কমিটির সাক্ষাৎ
আমির তাহেরীঃ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় নওগাঁ জেলার জেলা প্রশাসক জনাব ড. মোঃ আমিনুর রহমান এর সাথে এনসিটিএফ নওগাঁ জেলার নর্বনির্বাচিত কমিটি (২০১৬-১৭) সাক্ষাৎ করে।
জেলা প্রশাসককে এনসিটিএফ নওগাঁ জেলা কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। তিনি এনসিটিএফ নওগাঁ জেলার কার্যক্রম জেনে খুব খুশি হন এবং নওগাঁ জেলার শিশুদের ও এনসিটিএফ নওগাঁ জেলার পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাজেদা ইয়াসমীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ,নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন।
ওরাও পরিস্থিতির শিকার
একটা শিশু যখন মায়ের কোলে জন্ম নেয় তখন সে থাকে ফুলের মত নিস্পাপ । আস্তে আস্তে সে রড় হয়। এক এক শিশুর বড় হওয়ার ধরণ এক এক রকম। অধিকাংশ শিশু মা – বাবার আদরের ভেতর দিয়েই বড় হয় , আবার অনেক শিশু আছে, যাদের জন্ম হয় ঠিকই কিন্তু তাদের জন্ম পরিচয় তারা নিজেই জানেনা। জন্মই তার ভুল। এ ধরনের শিশুদের পথ শিশু বলা হয়। এদের বাড়ি ঘর বড়তে কোন জিনিস থাকেনা, এদের অবস্থা, যেখানে রাত সেখানে কাথ। সাধারনত রাস্তাই এদের বাড়ি – ঘর। বুঝতে শেখার পর পরই অর্থ উপার্জনে নেমে যায় এরা, ক্ষুধাটা নিবারন করার জন্য। অর্থ উপার্জনের জন্য টোকাইয়ের পেশাটাকে ওরা শ্রেয় বলে মনে করে । সারাদিন নানা জিনিসপত্র টোকায়, রাতে ওইগুলো বিক্রি করে কিছু টাকা পায় । উপার্জিত টাকা খাবারের পিছনে ব্যয় না করে নানা ধরনের নেশার দ্রব্যের পিছনে ওরা ব্যয় করে। নেশার দ্রব্যের ভিতর ডান্ডি, সিগারেট অন্যতম। যত বড় হতে থাকে নেশার দ্রব্যের পরিমানও বাড়তে থাকে। এদের মধ্যে অনেকে চুরিও করে। চুরি করতে গিয়ে ধরা পরলে মারও খায়, কিন্তু পরমুহুর্তে সব ভুলে আবার আগের মত সব শুরু করে। বড় হতে থাকলে চুরির ধরনও বাড়তে থাকে। অস্তে আস্তে এরা ছিনতাই কারিতে পরিনত হয় ।
ওদের জীবনটা মাদকের মধ্যেই সীমাবদ্ধ। ওদের বোঝানোর মত কেউ নাই তাই ওরা নিজেরা যেটা ভাল মনে করে, নিজারা যেটা ভাল ভাবে সেটাই করে।
ওরাওতো পারতো ভালভাবে বাঁচতে, ভালভাবে থাকতে কিন্তু আমাদের সমাজ তাকে ভাল থাকতে দেয়নি, পরিস্থিতি ওদের আজ এ অবস্থায় এনে দাড় করিয়েছে। ওরাও পরিস্থিতিরর শিকার । আমরাই পারি ওদের ভাল পথে আনতে। আমাদের প্রত্যেকের উচিৎ ওদের অধিকারটা ওদের বুঝিয়ে দেওয়া।
মৌলভীবাজারে বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মাহফু জুর মাহদীঃ২৯জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে চাঁদনীঘাটের প্রায় ৩০ জন বস্তি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক মজুমদার, বর্তমান কমিটির অর্ঘ মজুমদার,সাবেক কমিটির সভাপতি ও বর্তমান কমিটির জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান, মাহফুজুর রহমান ,মরিয়ম বেগম, কামরুল ইসলাম, রেডিও পল্লী কণ্ঠের লিঙ্কন,রামিম,ফয়সল প্রমুখ।
মৌলভীবাজারে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৫ই জানুয়ারি ২০১৬ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমীতে প্রায় অর্ধশতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ, বর্তমান কমিটির সুমা আক্তার, সাদিয়া ওসিমা লিলি,সাবেক কমিটির মাহফুজুর রহমান,জাবেদ আলী, কামরুল ইসলাম প্রমুখ।
জয়পুরহাটে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
তাপস খানঃ এনসিটিএফ জয়পুরহাটের তত্বাবধানে ৬০ জন শীতার্ত বস্তি শিশুদের শীতবস্ত্র (সোয়েটার) পড়িয়ে দেয়া হয়।ঢাকার পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে দিপ্ত শিখা নামে একটি সংগঠনের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাটের নব নির্বাচিত পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানের শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, ঢাকার দীপ্ত শিখা সংগঠনের প্রতিনিধি নিউ বি কষ্টা, এনসিটিএফ জয়পুরহাটের সাবেক সভাপতি শিশু সংগঠক আল আমীন হিরা, মোঃ সারেহুর রহমান সজিব, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সদস্য মাহমুদুল হাসান মুন্না, আবাবিল হোসেন উপস্থিত ছিলেন।
এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন সম্পন্ন
জাওয়াদুল করিম জীসানঃ ২২জানুয়ারি শুক্রবার এনসিটিএফ বগুড়ার জেলা কমিটি নির্বাচন-২০১৬ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
শিশু একাডেমির এনসিটিএফ কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ঠিক সকাল ৯টায়।ভোট গ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত।ভোটারদের আনোগোনায় শিশু একাডেমি চত্বরে এক উৎসবের আমেজ বিরাজ করে।ভোটাররা লাইন ধরে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করে।এবার ১১টা পদের বিপরীতে ২১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ।সর্বমোট ভোটার ছিল ৫২০ জন।
নির্বাচন শেষে ফলাফল গণনা হয়।এসময় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর এবং সকল প্রার্থী উপস্থিত ছিলেন।পরে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।নির্বাচনের খবর বাংলাদেশ বেতার এবং প্রাইভেট রেডিও চ্যানেল রেডিও টু ডে প্রচারিত হয়।
এনসিটিএফ বগুড়ার নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১.সভাপতিঃ নূর জাহান পুষ্প
২.সহ-সভাপতিঃ শাহরিয়ার আহমেদ সেতু
৩.সম্পাদকঃ আবীদ শাহরিয়ার
৪.যুগ্ম সাধারণ সম্পাদকঃ নুশাইবা লামিয়া ঐশী
৫.সাংগঠনিক সম্পাদকঃ মাইমুনা আক্তার রিমকি
৬.শিশু সাংবাদিক (ছেলে)ঃ শেখ রিশাদ-উল-আরব
৭.শিশু সাংবাদিক (মেয়ে)ঃ সুবাইতা মারিয়া শৈলী
৮.শিশু গবেষক (ছেলে)ঃ মেহরব হোসেন তানভীর
৯.শিশু গবেষক (মেয়ে)ঃ আফসানা সাদিয়া মরিয়ম
১০.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(ছেলে)ঃ সামিউল ইসলাম
১১.চাইল্ড পার্লামেন্ট মেম্বার(মেয়ে)ঃ আইনান তাজরীয়ান