এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাচন অনুষ্ঠিত

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি  শুক্রবার এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা;মোঃ শাহ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ এবং মোঃ মোসফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা,মুক্ত মহাদল,চাঁপাইনবাবগঞ্জ।

42a2e8f0-1826-45b1-909a-87ec80fde171

ভোট গণনা চলছে।

এছাড়াও সহযোগীতা করেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর জেলা ভলান্টিয়ার কুমারজিৎ ঘোষ জয় ও নিবেদিতা ঘোষ পূজা । শান্তিপূর্ণ,উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। মোট ১১টি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে প্রতিটি পদে তাঁদের পছন্দমত প্রার্থীকে ভোট দেয়।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১. সভাপতি: বিজন ঘোষ
২. সহ-সভাপতি: ফারিয়া পারভিন
৩. সাধারণ সম্পাদক: সানজিদা আলম শাওন
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: মেহেদি হাসান
৫. সাংগঠনিক সম্পাদকঃ ইমতিয়াজ আহমেদ
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে): আক্তারুল ইসলাম সনি
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): মেরাজুন নেশা
৮. শিশু গবেষক (ছেলে): মাহমুদুল হাসান
৯. শিশু গবেষক (মেয়ে): শারমিন খাতুন
১০. শিশু সাংবাদিক (ছেলে): রাফিউল হাসান
১১. শিশু সাংবাদিক (মেয়ে): সুমি আক্তার শিফা

সিলেটে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি:

সিলেট জেলায় শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে সিলেট জেলা এনসিটিএফ এর উদ্যেগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী, সিলেট হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি সিলেটের লামাবাজার, চৌহাট্টা হয়ে আবার সিলেট শিশু একাডেমীতে এসে শেষ হয় ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভুঁঞা , সরকারী শিশু পরিবারের সহকারী শিক্ষক শহিদ বক্স । এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ সিলেট এর ভলান্টিয়ার, কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।

হবিগঞ্জে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

সারা পৃথিবীতে প্রতিনিয়তই বাড়ছে শিশু নির্যাতন । প্রতিদিন খবরের কাগজে ভেসে আসে শিশুদের লাঞ্ছনা, বঞ্চনার ইতিকথা । নিম্ন ও ছিন্নমূল পরিবারের শিশুদের প্রতি অবৈধ ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে ক্ষমতার গ্যাঁড়াকল । শিশুদের সম্পর্কে অসচেতন হয়ে শিশু অধিকার লঙ্ঘনের মাধ্যমে সমাজকে কলুষিত করছে সমাজের অনেকেই ।

এ সকল অধিকার লঙ্ঘনের প্রতিবাদে র‍্যালী করেছে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স, হবিগঞ্জ জেলা শাখা । গত ২৭ ডিসেম্বর প্রতিবাদ র‍্যালী টি স্থানীয় জেলা প্রেস ক্লাব সংলগ্ন সড়ক হতে শহর প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয় ।

উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় নব নির্বাচিত সহ-সভাপতি সাদিয়া মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজনের সঞ্চালনায় বক্তব্য বক্তব্য রাখেন জেলা শিশু কর্মকর্তা ইসরাত জাহান , আবাস এর চেয়ারম্যান বাহাউদ্দিন সেলিম , সাংবাদিক জিয়া উদ্দিন দুলাল , সাংস্কৃতিকর্মী শেখ ওসমান গনি রুমী , তানভীর মোর্শেদ মুন্না , ভলেন্টিয়ার আব্দুল জাব্বার চৌধুরী রাজিব , ভলেন্টিয়ার সামিয়া সাবনাজ চৌধুরী , সাবেক সভাপতি মিজানুর রহমান আরিফ , সাবেক সহ সভাপতি নবনীতা দাশ , অর্নব সিদ্দিকী, মশিউর রহমান তুলিপ , মীর জান্নাত তাহসীন , তাহসীনা তারনুমা তাম্মী , তাসপিয়া তামান্না , মাহবুবুর রহমান হাসান , সৈয়দ মাহদী , মুশফিকুর রহমান তুহিন প্রমুখ ।

এ সময় বক্তারা অচিরেই শিশু অধিকার লঙ্ঘন বন্ধ আহবান জানান অন্যতায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন ।735184_1084135011619183_847595563561914491_n

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত

২৭ শে ডিসেম্বর ২০১৫ইং হবিগঞ্জ প্রেসক্লাব এ অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলার সদস্যরা। উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, ফোকাল এনজিও আবাস এর চেয়ারম্যান শাহ বাহাউদ্দিন সেলিম, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি এর সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল।উপস্থিত শিশুদের সরাসরি ভোট এ নির্বাচিত হয় নতুন কার্যনির্বাহী কমিটি। নতুন কার্যনির্বাহী কমিটিতে শিশুদের ভোটে যারা নির্বাচিত হয় তারা হলেন :
সভাপতি : ইশতিয়াক আহমেদ পরাগ10639519_1086916401341044_2387460871604801488_n
সহ-সভাপতি: মীর জান্নাত তাসিন জেন্সী
সাধারন সম্পাদক: আমিনুল ইসলাম শাকিল
যুগ্ম সাধারণ সম্পাদক: সাদিয়া মুমিন চৌধুরী
সাংগঠনিক সম্পাদক: তাহসিনা তারান্নুমা তাম্মী
শিশু সাংবাদিক (ছেলে): মুশফিকুর রহমান তুহিন
শিশু সাংবাদিক (মেয়ে): ফারজানা আক্তার মিলি
চাইল্ড পার্লামেন্ট (ছেলে): মাহবুবুর রহমান হাসান
চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): তাহসিন নাহিন চৌধুরী

শিশু গবেষক (ছেলে): সৈয়দ মাহদি
শিশু গবেষক (মেয়ে): খাইরুন্নাহার কলি
নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ জেলা এনসিটিএফ এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করেন সাবেক কমিটির সভাপতি মিজানুর রহমান আরিফ। নির্বাচনী কার্য পরিচালনা করেন সাবেক কমিটির সদস্যগন এবং বর্তমান ভলান্টিয়ার আব্দুল জব্বার চৌধুরী রাজিব।

মৌলভীবাজারে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

মৌলভীবাজার জেলায় শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।২১ ডিসেম্বর  সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,মৌলভীবাজার  হতে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি কোর্ট রোড, পুরাতন হাসপাতাল হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মাহফুজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন ,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ.হামিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,সপ্তাহিক পাতাকুড়ির দেশ পত্রিকার সম্পাদক নরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতলিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, বাংলা নাট্যলোকের সভাপতি ও সাংবাদিক দুরুদ আহমেদ, এনসিটিএফ উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।  IMG_4622

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত

মাহফুজুর রহমানঃ

২১শে ডিসেম্বর ২০১৫ ইং সকাল ১০ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলা কমিটির  বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ১০ ঘটিকা হতে এনসিটিএফ সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় সদস্যদের সামনে সাবেক কমিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মাহফুজুর রহমান মাহদী। তারপর এনসিটিএফ সদস্যরা ৪টি গ্রুপে বিভক্ত হয়ে আগামী ১ বছরের কর্মপরিকল্পনা তৈরী করেন।

IMG_4651 দুপুর ১২ ঘটিকা হতে শুরু হয় নির্বাচন।উক্ত নির্বাচনে এনসিটিএফ সদস্যদের ভোটের মাধ্যমে পর্যায়ক্রমে ১১ টি পদের নির্বাচন অনুষ্টিত হয়।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসীম উদ্দীন, সহকারী কমিশনার হিসেবে ছিলেন ফাইকা জান্নাত পিউলি, কামরুল ইস্লাম,তানজির আহমেদ ও মাহফুজুর রহমান ,মাহদী। এছাড়াও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার মোঃ জিল্লুর রহমান ,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস.এ.হামিদ,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,সপ্তাহিক পাতাকুড়ির দেশ পত্রিকার সম্পাদক নরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতলিব, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, বাংলা নাট্যলোকের সভাপতি ও সাংবাদিক দুরুদ আহমেদ, এনসিটিএফ উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।