ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মেহদী হাসান শাহরিয়ার

হিম হিম শীতে মিষ্টি রোদ শেষে পডন্ত বিকেলে এন সি টি এফ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগীতায় ১৫ই ডিসেম্বার ২০১৫ মঙ্গলবার এন সি টি এফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া,হাজী নজির আহম্মদ কলেজ এর লেকচারার সীমা নাথ,ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুব্রত নাথ।এছাডাও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দ্বারা,ফেনী সরকারী কলেজ এর সমাজ কল্যাণ বিভাগের স্নাতক ও স্নাতকত্তর শেষ বর্ষের শিক্ষার্থীরা এবং এন সি টি এফ এর জেলা কমিটি ও সকল সাধারণ সদস্যরা । উপস্থাপনায় ছিল এন সি টি এফ ফেনী জেলা এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্থাফিজুর রহমান ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয় ।অবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয় ।

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

ফেনী জেলা (এন সি টি এফ) এর প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

Press conference to eliminate child rights violence

On 18 December 2015 National Children’s Task Force Tangail organized a press conference , child gathering and rally to raise awareness. Around fifty children took part in the program to stop child violence from Tangail and build it (Tangail) as a child friendly city. In the conference children discussed and highlighted child rights situation and NCTF led initiatives. Journalist from different media and civil society members were present in the event.


শিশু অধিকার বিষয়ক র‍্যালি ও সংবাদ সম্মেলন করলো এনসিটিএফ টাঙ্গাইল

কাজী ফারহানা তাসমিন : টাঙ্গাইল জেলার শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে গত ১৮ ডিসেম্বর প্রতবাদি শিশু সমাবেশ, র‍্যালি ও সংবাদ সম্মেলন এর আয়োজন করে জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।প্রায় ৫০ জন শিশু নিয়ে সকাল ১০:৩০ মিনিটে জেলা এনসিটিএফ কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে জেলা পরিষদ ঘুরে জেলা এনসিটিএফ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় শিশুদের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  শফিকুল ইসলাম,এনসিটিএফ উপদেষ্টা কমিটি , জেলা ভলান্টিয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ । র‍্যালি চলাকালীন সময়ে তারা শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিভিন্ন  স্লোগান দেয়।

শিশু অধিকারের প্রচারনামূলক বিভিন্ন পোষ্টার হাতে এনসিটিএফ সদস্যগন

শিশু অধিকারের প্রচারনামূলক বিভিন্ন পোষ্টার হাতে এনসিটিএফ সদস্যগন

এরপর জেলা শিশুএকাডেমীপ্রাঙ্গনে শিশু অধিকার পর্যবেক্ষণ এর উপর বিশেষ সংবাদ সম্মেলন এর আয়োজন করে এনসিটিএফ সদস্যরা। এসময় সেখানে সুশিল সমাজ এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় গনমাধ্যম এর সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন এ শিশু গবেষকদের পেপার কাটিং এবং সংগ্রহীত সংবাদ এর ভিত্তিতে তৈরী প্রতিবেদন পাঠ করে শোনানো হয় । এরপর শুরু হয় প্রতিবেদন এর উপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব এবং আলোচনা।  এসময় জেলার সার্বিক শিশু অধিকার পরিস্থিতি আলোচনার মাধ্যমে শিশুদের সমস্যা কথা উল্লেখ করা হয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ সংবাদপত্রের সংবাদে শিশুদের বিভিন্ন সমস্যা যেমন শিশুদের মাদকাসক্তি, শিশু পাচার,বাল্য বিবাহ, গবেষণা, শিশু শ্রম, শিশু নির্যাতন, গাইডিং, ইভটিজিং, বাজেট, নিরাপত্তা, বিনোদন ইত্যাদি কথা উল্লেখ করেন।এ সময় এন সি টি এফ,টাংগাইলের সভাপতি  কাজী ফারহানা তাসমিন প্রেস নোট পড়েন। জেলায় নেই শিশুদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা। মাতৃ দেয়ালের চারপাশে লেখা পড়ার প্রতিযোগিতায় থাকতে হয়। তাই সকল শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স টাংগাইলসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, সাংবাদিকবৃন্দ এগিয়ে যাওয়ার এবং টাংগাইল জেলাকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার  প্রত্যয় ব্যক্ত করেন ।

ছবি সংগ্রহে : ফাহিম সাদমান

 

এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাহিদা বকুল, শিশু সংবাদিক, নওগাঁঃ ২৩ ডিসেম্বর  সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ কার্যালয়ে এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা-২০১৫ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, রফিকুদ্দৌলা রাব্বি, কায়েস উদ্দিন, উত্তম সরকার ও অধ্যক্ষ শরিফুল রহমান, এনজিও এর প্রতিনিধি এসএম ইদ্রিস আলী, সাবেক সভাপতি আনিকা বুশরা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন রূপস। আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সিওয়াইভি নুসরাত জাহান বৃষ্টি, ওয়াইভি মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত তুলি।এছাড়াও বিভিন্ন স্কুল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এনসিটিএফ নওগাঁর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

IMG_4520

উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধ্যক্ষ শরিফুল রহমান ভাজপত্র প্রকাশের জন্য অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন ও বাল্যবিবাহ রোধে প্রয়োজনে শিশুদেরকে বিনামূলে পাঠদান এবং শিক্ষার উপকরণ প্রদান করবেন এবং  সার্বিক সহযোগীতা ও সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।

Press conference to raise awareness

On 22 December 2015 National Children’s Task Force Mymensingh organized a press conference and rally to increase awareness about child rights. In the conference they (NCTF) discussed and highlighted  child rights situation and NCTF led initiatives.


 

ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার বিষয়ক র ্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মেহেদী হাসান : গত ২২ ডিসেম্বর ” শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক র ্যালি ও সংবাদ সম্মেলন ” এর আয়োজন করে এনসিটিএফ ময়মসিংহ জেলা ।গতকাল জেলা এনসিটিএফ সভাপতি শামস আল জাফির এর নেতৃত্বে সকাল ১০:৩০ ঘটিকায় র‌্যালীটি বাংলাদেশ শিশু একাডমীর ময়মনসিংহ শাখা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরির্দশন করে আবার শিশু একাডেমীতে ফিরে আসে । এ সময় এনসিটিএফ ময়মনসিংহ জেলার স্কুল কমটিরি সদস্যরা রালীতে অংশ গ্রহন করে । শিশুসাথে র ্যালিতে অংশ গ্রহন করে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ,ফরিদ ইয়াসমিন এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার  শামীম আহমেদ । সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ ময়মনসিংহ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ।

এর পরে শিশু একাডেমী কার্যালয়ে ফিরে এসে সংবাদ সম্মেলন করা হয় ।সংবাদ সম্মেলন শুরু করেন জেলা সভাপতি শামস আল জাফির । সংবাদ সম্মেলন এ সাংবাদিকদের বিভিন্ন প্র্রশ্নের উত্তর দেন কার্যনির্বাহী কমিটির সদস্যগন।   সম্মেলনে ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর কাজ গুলো তুলে ধরা হয় । নতুন সদস্যদের এনসিটিএফ বিষয়ে ধারনা দেয়া হয় এবং শিশু অধিকার পরিস্থিতি সর্ম্পকে আলোচনা করা হয় ।

ময়মনসিংহ জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

শামস আল জাফির : গত ২০ডিসেম্বর এনসিটিএফ ময়মনসিংহ জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর শিশু অধিকার বিষয়ক রেলি এবং সংবাদ সম্মেলন এর ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া সংবাদ সম্মেলন এর জন্য সম্ভাব্য দিন নির্ধারন করা হয়।

মাসিক সভাটি বাংলাদেশ শিশু একাডেমী , ময়মনসিংহ জেলা কার্যালয়ের অধীনস্থ এনসিটিএফ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Planning meeting to monitor situation

Children are aware about their rights and to improve child rights situation National Children’s Task Force Narsingdi decided to organize a press conference which is going to be held on 28 December, 2015 . They (NCTF) also discussed about upcoming District Committee election in their general monthly meeting on 21,December 2015.


 

জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ :আজ এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্যকরী কমিটির সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা।

আজকের সভায় নরসিংদীতে শিশু অধিকার পরিস্থিতির  উপর সংবাদ সম্মেলন ও রেলী করার ব্যাপারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংবাদ সম্মেলন এর সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর ধার্য করা হয়। এবং সংবাদ সম্মেলন এর আগের প্রস্তূতিসভা ও আসন্ন জেলা কার্যকরী কমিটির নির্বাচনের প্রস্তূতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় ।