Need access to Basic services
Children in Fullsori Tea Garden of Srimongol are not aware of their basic rights . School dropout is one of the major problem of the children that lead to child labor. The findings came out through a monitoring visit of NCTF MouloviBazar Jointly with with Bangladesh Shisu Academy officer and other civil society members. NCTF members visited tea garden to learn children situation. NCTF members visited tea garden to learn children situation.Though Health, Education and Sanitation are three vital component of a human life but the children never experience these facilities here.
চা বাগানের শিশুদের অবস্থা পর্যবেক্ষণ
মাহফুজুর মাহদী ঃ ১৮ ই ডিসেম্বর সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার,জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি চা বাগানের শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় এনসিটিএফ সদস্যরা বাগানের শিশু এবং শিশুদের অভিবাবকদের সাথে কথা বলে জানতে পারে যে, অধিকাংশ শিশুই প্রাথমিক পর্যায় শেষে ঝরে পড়ে ।তারা বিভিন্ন শিশু শ্রমে নিয়োজিত হয়ে পড়ে।
তাছাড়া চা বাগানের বিদ্যালয়গুলো বাগান থেকে অনেক দূরে। তাই তাদেরকে অনেক দূর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয় গুলোতে যেতে হয়। জার ফলে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হ্য।আরও জানা যায় সেখানে শিশুদের উন্নত চিকিৎসা এবং স্যানিটেশনের অভাব রয়েছে।পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, ফোকাল এনজিও এর নির্বাহী পরিচালক এস.এ. হামিদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার,এনসিটিএফ ভলান্টিয়ার মো: জিল্লুর রহমান,চৈতী দত্ত এবং মৌলভীবাজার জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ
Children celebrate victory day
A quiz competition organized at Shimulia High School Savar in Dhaka on 16 December to observe victory day. School NCTF members organized different event including cultural program and competition with the support of teachers.
বিজয় দিবসে এনসিটিএফ এর কুইজ প্রতিযোগিতা
ফারজানা ইয়াসমিনঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর ঢাকার সাভারের শিমুলিয়া এসপি উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “কুইজ প্রতিযোগিতার” আয়োজন করে। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল “এনসিটিএফ ও আমাদের বিদ্যালয়।”
এনসিটিএফ সদস্যরা সহকারী শিক্ষক মোঃ মাসুদ আল নূর এর সহযোগিতায় প্রশ্নপত্র তৈরি করে। পরে অংশগ্রহণকারী সকলকে ১টি করে প্রশ্নপত্র ও কলম দেয়া হয়।নির্ধারিত সময় শেষে প্রশ্নপত্র জমা নিয়ে শিক্ষকের নিকট জমা দেয়া হয়। প্রশ্নপত্র মূল্যায়ন করে সহকারী শিক্ষক নিখিল চক্রবর্তী ও সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন।কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আম্বিয়া, ২য় নহাফিজুল, ৩য় স্থান অধিকার করে- আনিকা। তারা তিনজনই ৯ম শ্রেণির শিক্ষার্থী।
বিজয় দিবস অনুষ্ঠানে আরও ছিল কবিতা আবৃত্তি, গান, নাচ, কৌতুক রচনা প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য‘নাগরদোলার’ ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি এনসিটিএফ কী, এর লক্ষ্য উদ্দেশ্য ও আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশিপ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের বিজয় দিবস অনুষ্ঠানে এনসিটিএফ কে এরকম একটি প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়ায় বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
No More Child Violence
“No more violence only Protest” with this motto National Children’s Task Force organized a gathering and rally on 17 December 2015. Through these initiatives children began a protest to eliminate child violence from local level.
নওগাঁয় শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র্যালি
শরিফ সিকদার :“আর নয় শিশু নির্যাতন, এবার শুধুই প্রতিরোধ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ জেলার শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,নওগাঁ হতে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি কেডি মোড়, মুক্তির মোড়, বাটার মোড় ও সোনার পট্টি হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।র্যালিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর উপদেষ্টা মন্ডলীয় সদস্য জানাব শরিফুল ইসলাম খান, কায়েস উদ্দিন ও শরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম।এছাড়াও এনসিটিএফ নওগাঁর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ সাবেক কমিটির সভাপতি আনিকা বুশরা এবং ডিভি মোঃ শরিফ সিকদার শাহিন উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন করলো এনসিটিএফ, খুলনা।
আজ বিকাল ৪.০০টায় বাংলাদেশ শিশু একাডেমী, খুলনায় স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু ব্ষিয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মাজেদ, লাইব্রেরীয়ান কাম মউজিয়াম কীপার, খুলনা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনা করা হয়। কেক কেটে শিশুদের নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিদুল ইসলাম মৃদুল।
সৌরভ সাহা
শিশু সাংবাদিক
এনসিটিএফ, খুলনা।
Winter cloth distribution among children
NCTF distributed winter cloth among fifty disadvantage childrens on 15 December in Khulna district. This self initiated activity aim to support disadvantage children. Dr. Masud, Professor,Khulna University of Engineering and Technology attended as a chief guest this child led event.
অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এনসিটিএফ এর শীতবস্ত্র বিতরণ
১৬ ডিসেম্বর ২০১৫ বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে খুলনা এনসিটিএফ, বাংলাদেশ শিশু একাডেমী ও রুপান্তর এর সহযোগীতায় পথ শিশুদের সাথে বিজয়ের আনন্দ বিনিময় ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। সভাপতিত্ত্ব করেন রকিবুল ইসলাম, সভাপতি এনসিটিএফ, খুলনা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খুলনা এনসিটিএফ সুনামের সহিত খুলনার শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। পরবর্তিতে তিনি বলেন এনসিটিএফ যাতে আরো ভাল কাজ করতে পারে তার প্রত্যয় ব্যক্ত করেন।
Web management training for children
Web Management and documentation training held on 14 & 15 December 2015 at Adabor in Dhaka. Selected NCTF members are managing a knowledge platform (http://nctfbd.org/) to share their news widely. Regular activities, achievements, self-initiative activities of 64 districts are now shared in this website by the children. In addition NCTF member’s refresh their learning on web content, Case story, report develop. Training ended with the certificate distribution among the participants who successfully managed web site and develop regular content.
ওয়েব ম্যানেজমেন্ট এবং ডকুমেন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত
জাওয়াদুল করিম জীসানঃ ১৪-১৫ই ডিসেম্বর ঢাকার আদাবরের এসপিইডি-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষণ কেন্দ্রে ২য় বারের মত “NCTF Web Management and Documentation Training” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী, ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম.এম.সি) ,প্ল্যান ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর আয়োজনে ২দিনের এই প্রশিক্ষণে অংশ নেয় এনসিটিএফ ওয়েবসাইট ম্যানেজমেন্ট টিম এর সদস্যবৃন্দ।
প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) পরিচালনায় এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষণ এর মূল লক্ষ্য।এছাড়াও(nctfbd.org )তে পাঠানো সর্বাধিক নিউজ প্রদানকারী বাছাইকৃত শিশু সাংবাদিকদের তাদের লেখা পাঠানোর দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেয়া হয়।
সেভ দ্য চিলড্রেন এর মিডিয়া এবং নলেজ ডেভলপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম.এম.সি এর প্রকল্প সমন্বয়কারী মৃন্ময় মহাজন এবং প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী।