Children meeting with Deputy Commissioner
National children’s Task Force (NCTF) Bhola visited the Deputy Commissioner office to exchange greeting and share their progress regarding child rights situation in Bhola on 8 November, 2015. NCTF also invited him (DC) to join in the upcoming quiz competition for children in Bhola and gave him a reminder about a camera as he promised to provide NCTF.
এনসিটিএফ ভোলার জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকার।
এনসিটিএফ ভোলা জেলা কমিটি গত সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসকের মহাদয়ের সাথে সাক্ষাৎকার কয়রে।এ সময়ে জেলা প্রশাসক সবার কুশলমঙ্গল এবং এনসিটিএফ কার্যকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন,এই প্রশ্নের উত্তরে এনসিটিএফ ভোলা জেলা কমিটি তাদের সকল কার্যকর্ম এবং কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্পর্কে বলে।এছাড়াও জেলা প্রশাসকের এনসিটিএফ ভোলাকে ক্যামেরা প্রদানের প্রতিশ্রুতি কথাও মনে করিয়ে দেয় এবং এনসিটিএফ ভোলার কুইজ প্রতিজগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রন জানায়।
সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের বিশেষ সভা
সিরাজুল ইসলাম আসিফ: ১৪ নভেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের সম্পন্ন হয় ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ) শরীয়তপুরের বিশেষ সভায়। সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সভাপতি তামজীদুল ইসলাম। এছাড়াও উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন :আফরিন সুলতানা সিথী : সহ-সভাপতি,মাসুদ হাওলাদার : চাইল্ড পার্লামেন্ট মেম্বার,আলীজা আলী জেরিন : চাইল্ড পার্লামেন্ট মেম্বার ,লিজা আক্তার : শিশু গবেষক, সিরাজুল ইসলাম আসিফ : শিশু সাংবাদিক ,মুহাম্মদ বায়জিদ : উপদেষ্টা ,মিঠুন খান সাগর : জেলা ভলান্টিয়ার ,সাধারণ সদস্য : শুভ, আসিফ ইকবাল, সভায় আলোচনার মুল বিষয়বস্তু ছিল “শিশু বার্তা” এর বিজয় সংখ্যা প্রকাশ।
সভায় এনসিটিএফ শরীয়তপুর কতৃক প্রকাশিত “শিশু বার্তা, বিজয় সংখ্যা ” এর সম্পাদনা পরিষদ গঠন করা হয় এবং আগামী ২০ নভেম্বরের মধ্যে লেখা জমার জন্য অনুরোধ করা হয়েছে।
[শিশু সাংবাদিক,এনসিটিএফ শরীয়তপুর ]
এনসিটিএফ নরসিংদী জেলার মাসিক সভা অনুষ্ঠিত
শিমুল আহমেদ তরঙ্গ : আজ এনসিটিএফ নরসিংদী জেলার নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদীস্থ এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ার এ. কে. এম সেলিম , এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা এবং এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু গবেষক সুমাইয়া আক্তার স্বর্না।
আজকের সভায় এনসিটিএফ নরসিংদী জেলার নিউজলেটার ” শিশু জমিন ” এর পরবর্তী সংখ্যা প্রকাশ করার ব্যাপারে আলোচনা করা হয়।এছড়াও এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা এবং নতুন কার্যকরী কমিটির নির্বাচনের ব্যাপরে আলোচনা করা হয়। সভা এনসিটিএফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরার সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
Access to Government Web site
NCTF got access to publish their news in the Union Porishad web portal. Upazila Nirbahi Officer announced web access considering NCTF activities and achievements. He also said” my phone number is open for all in actions to stop Child marriage and Drug” . Beside he promised to take immediate action to stop use of mobile in class room.
বাল্যবিবাহ এবং মাদক বন্ধে যুদ্ধ ঘোষনা
হাসান মাহমুদঃ- ”মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মধ্যে যে কোন স্থানে বাল্যবিবাহ,ইভটিজিং,মাদকদ্রব্য,সহ শিশুদের উপর অত্যাচার হলে এনসিটিএফ সদস্যরা আমাকে জানালে আমি প্রতিরোধে শতভাগ ব্যবস্থা করব। আমার মোবাইল নাম্বার (০১৮২৭১১১৮৮৮)শুধু তাই নয় আজ থেকে বাল্যবিবাহ,এবং মাদক বন্ধে যুদ্ধ ঘোষনা করলাম।” মহাজনপুর ইউনিয়ন পরিষদে এনসিটিএফ এর উদ্যোগে আয়োজিত শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানিতে মুজিবনগন উপজেলা নির্বাহী অফিসার, এ ঘোষণা করেন।
চাইল্ড পালামেন্ট স্পীকার হাসান মাহমুদ এর, সঞ্চালনায় গত ১০ নভেম্বর ২০১৫ সকাল ১১ টায় মহাজনপুর ইউনিয়ন শিশুদের পরিস্থিতি নিয়ে গণ-শুনানি অনুষ্ঠানে শিশুদের উত্থাপিত বাল্যবিাহ,শিশুশ্রম,শিশুদের মাদকের প্রতিআসক্ততা,ইভটিজিং, শ্রেনী কক্ষে ক্লাষ চলাকালিন সময় মোবাইল ফোন ব্যবহার, শ্রেনী কক্ষে বৃষ্টিতে পানি পড়া, আরো উঠে আসে এনসিটিএফ দেখা গত জানুয়ারী থেকে সেপ্টেম্ববর-২০১৫ শিশু বিবাহের সংখ্যা ৪২ তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হেমায়েত উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকে আমি এনসিটিএফ আয়োজিত অনুষ্ঠানে না আসলে বুঝতে পারতাম না শিশুরাও শিশুদের জন্য এত ভালো কাজ করতে পারে। বিশেষ করে এনসিটিএফ এর সাথে সম্পৃক্ত শিশুরা।”আমি তোমাদের কাজে খুবই সন্তুষ্ট তোমরা তোমাদের কাজ পরিচালনা করতে গিয়ে যে কোন সমস্যায় পড়লে আমাকে জানাবে তোমাদের পাশে থাকব।” আর আমি আশা করি শিশু অধিকার লঙ্গন যাতে কেউ না করতে পারে এর জন্য এনসিটিএফ থেকে একটি আন্দোলন গড়ে তুলবে।
এনসিটিএফ সদস্য মোহাম্মদ আলী-এর শ্রেনী কক্ষ ভাঙ্গা,এবং ক্লাস চলাকালিন সময় মোবাইল ব্যবহার বন্ধের এক প্রশ্নের জবাবে, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইজ চেয়াম্যান জনাবা মোছাঃ রুমানা খাতুন বলেন, আমি আজ অথবা কাল শিক্ষা অফিসার,উপজেলা চেয়ারম্যান এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে এর সমাধানের জন্য দরখাস্ত করব। যদি না হয় তবে জেলা প্রশাসক এর সাথে আলাপ করে অতি শীঘ্রই এর ব্যবস্থা গ্রহন করব।
এনসিটিএফ দাপ্তরিক কাজ পরিচালনার জন্য একটি কক্ষ বরাদ্ধের বিষয়ে, বিশেষ অতিথি মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমাম হোসেন মিলু বলেন, আজ থেকে তোমাদের জন্য একটি রুম বরাদ্ধ ঘোষনা করলাম আগামী মিটিং রেজুলেশন পাশ করে দিব।তোমরা তা এখন থেকেই ব্যবহার করতে পারবে। তোমাদের যে কোন খবর আমাদের ইউনিয়ন পোর্টালে দিলে প্রকাশ করা হবে। শিশুদের এই গণ-শুনানি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত আমি সব সময় তোমাদের পাশে থাকব।
উক্ত শুনানিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার,ইউনিয়ন পরিষদ সকল সদস্য সহ সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি শান্ত মোঃ শহিদুল ইসলাম,পিএসকেএস প্রতিনিধি জামিদুল ইসলাম,উপজেলা ভলান্টিয়ার কারুন্নাহার এবং এনসিটিএফ সদস্যবৃন্দ।
NCTF Concern about Education of Deprived Children
Afser Memorial Secondary School ,a school of Jhalokathi having eight Hundred students among them 80 % is from lower income family and only One hundred and fifty children use to get scholarship,according to the headmaster statement name Mr. Jahangir Hossain. After visiting few school NCTF come to this conclusion that to ensure proper education the range of scholarship should increase so that the deprived children can enlighten their future.
শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো দরকার
মেহেদী হাচান (ইমরান):
ঝালকাঠি জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি জেলা সদরের বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের উপবৃত্তির উপরে বক্তব্য নেয়। ঝালকাঠি সদর থানার পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে প্রথম আলোচনা হয়। প্রশ্ন সাপেক্ষে তিনি জানান তার স্কুলে ৮০০ (আটশত) এর উপরে ছাত্র-ছাত্রী আছে। এর ৮০% ই দরিদ্র্য পরিবার থেকে আগত।
তার স্কুলে সরকারী নিয়ম অনুযায়ী ১৫০ (একশত পঞ্চাশ) এরও কম ছাত্র-ছাত্রী উপবৃত্তি পায়। তার মতামতে তিনি জানান সরকার উপবৃত্তি দেয়ার ফলে শিক্ষার্থীদের আগের চেয়ে আগ্রহ বেড়েছে। আর তার স্কুলের মতোই বাংলাদেশে আরও অনেক স্কুল আছে, যেখানে উপবৃত্তি দেওয়া কষ্টকর। কারণ ৮০০ (আটশত) এর বেশী শিক্ষার্থীর ভিতরে ৮০% ই যদি থাকে দরিদ্র, তাহলেতো কষ্ট হবারই কথা। আবার ঝালকাঠি সদরের পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাণীবালা সাহ প্রশ্ন সাপেক্ষে একই মতামত ব্যক্ত করেন। প্রশ্ন সাপেক্ষে তিনি বলেন যে, শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ লেখাপড়ায় ব্যয় করে এবং বর্তমানে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন যেভাবে উপবৃত্তি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার এতে যে অসাদু শিক্ষকরা বিভিন্ন বায়না দেখিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ তারা আত্মসাৎ করত। তার আর সুযোগ থাকবে না এবং তারও একই উপবৃত্তির পরিমাণটা যেন বাড়ানো হয় ও বাংলাদেশে যে শিশু বাজেট আছে সেটাও যেন বাড়ানো হয়। ঝালকাঠি এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি যে কয়টি স্কুলে গিয়েছিল প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের একই বক্তব্য যে, উপবৃত্তির পরিমাণ বাড়ানো হয় এবং বাংলাদেশে যে শিশু বাজেট আছে সেটিও যেন বাড়ানো হয়।
Public hearing session to stop violence
Children placed their demands to local government regarding Child marriage, child labor, school dropout and eve-teasing issues in a public hearing session on 5 November 2015 in Solotaka Union, Meherpur. Union Chairmen Mr. Auibe Ali highly praised NCTF view about child violence. He finally announced “If any one inform me about child marriage in my Union , I will stop it”.In addition a Specific Child Budget for children, inclusion of children (one boy & one girl) in the Union level women and child violence committee, a room allotted for NCTF in Union office were some major achievement in the session.
শিশু বিবাহ প্রতিরোধে হট লাইন চালু।
কাকুলিঃ মেহেরপুর জেলা গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মধ্যে যে কোন গ্রামে শিশু বিবাহের খবর পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে আমি ব্যবস্থা নিব। শিশুদের জন্য হট লাইন চালু করলাম (০১৭১৪৭৪৩৩৯৩)
এনসিটিএফ এর উদ্যেগে ৫ই নভেম্ববর ২০১৫ ইং ষোলটাকা ইউনিয়ন পরিষদে আয়োজিত শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানিতে ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব আলী শিশুদের শিশু বিবাহ বিষয় উত্থাপিত প্রশ্নের জবাবে এ ঘোষনা দেন।উক্ত অনষ্ঠানে্ এনসিটিএফ শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় প্রধান অতিথি জনাব মোঃ আইয়ুব আলী বলেন আজকে এনসিটিএফ এর সদস্যদের উপস্থাপনা শুনে আমি মুদ্ধ,অভিভূত,উল্লাসিত যে আমার ইউনিয়নের শিশুরা এত সুন্দর করে তাদের দাবি,চাওয়া পাওয়া তুলে ধরতে পারে ধন্যবাদ এনসিটিএফ সহ সেভ দ্য চিলড্রেন,পলাশি পাড়া সমাজ কল্যান সমিতিকে। তোমাদের দাবির মধ্যে গুরুত্বপূর্র্ণ হল শিশু বিবাহ রোধ, ব্যবহার, স্কুল থেকে ঝরে পড়া, স্কুলের পাশে সিডিভিসিডি চালানো,মাদকদ্রব্য ,ইভটিজিং এবং তোমাদের জন্য একটি রুম বরাদ্ধ। আমার ইউনিয়নে শিশু বিবাহের হার আমার মাধ্যমে শূন্যতে নামিয়ে এনেছি ইউনয়ন পরিষদ থেকে কাউকে বয়স বাড়িয়ে জন্ম সনদ দেওয়া হয় না। এটা অব্যাহত থাকবে, কিন্তু তার পর প্রশ্ন হল কিভাবে হয়,গ্রামের কিছু অসচেতন মানুষ আছে যারা গোপনে রাতের আধারে অন্য গ্রামে নিয়ে বিবাহ দেওয়া।
আমি তোমাদের যে ফোন নাম্বার দিলাম যে কোন গ্রাম থেকে শুধু তোমরা আমাকে একটা ফোন দিবে বাকি কাজ আমার। স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন দয়া করে ক্লাস চলাকালিন সময়ে মোবাইল ফোনে কথা বলবেন না। ধানখোলা ইউনিয়নের যে স্কুলগুলোতে ক্লাসরুম কম আছে তোমরা আমাকে লিখিত দাও আমি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংএ উত্থাপন করব। এনসিটিএফ এর দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য একটি রুম বরাদ্ধ দিলাম। এনসিটিএফ এর যে কোন সংবাদ আমাদের ইউপি ওয়েব সাইডে দেওয়া হবে। তিনি ইউপি সচিবকে বলেন আপনি আগামী সাতদিনের মধ্যে রেজুলেশন রুম এনসিটিএফকে বুঝিয়ে দিবেন। আগামী ইউপি বাজেটে অবশ্যই শিশুদের জন্য আলাদা বাজেট রাখবো। এনসিটিএফ এর পাশে আমি সব সময় থাকবো তোমরা যে কোন ব্যপারে আমাকে জানালে আমি তোমাদের সহযোগিতা করব।
আজকে থেকে এনসিটিএফ এর একজন ছেলে এবং একজন মেয়েকে ইউনিয়ন নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ কমিটিতে সদস্য করে নিলাম। শিশু গবেষক কাকলী খাতুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পিএসকেএস ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর তানিয়া পারভীন মুক্তা ইউপি সদস্য আজিজুল ও চামেলি খাতুন। আরো সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি শান্ত মোঃ শহিদুল ইসলাম, পিএসকেএস ইউনিয়ন সমন্বয়কারী মোঃ ফিরোজ মিয়া উপজেলা ভলান্টিয়ার তানিয়া পারভীন মুক্তা ও জসিম ।উক্ত অনষ্ঠানে ইউনিয়ন পরিষদ মেম্বার,স্কুল শিক্ষক,সিএফএল দল,এডি সেন্টার,সিপি সদস্য, এনসিটিএফ সদস্যসহ ৫০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।