এনসিটিএফ পাবনা এর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন
রিয়াদ মাহফুজঃ“শিশু গড়বে সোনার দেশ,পায় যদি সে পরিবেশ” এ স্লোগানকে সামনে রেখে এনসিটিএফ পাবনা উদযাপন করলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। গত ১১ই অক্টোবর থেকে ১৩ ই অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী শিশু, হরিজন শিশু এবং শিশু পরিবার (বালিকা) এর শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।রিয়াদ মাহফুজ ও শালোমি সমতা এর সঞ্চালনায় সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জনাব কাজী আশরাফ উদ্দীন।অনুষ্ঠান সম্পূর্ণরূপে সম্পন্ন করতে সহযোগিতায় ছিলেন এনসিটিএফ এর ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত, জেলা ভলান্টিয়ার হুমায়ুন কবির,আফিয়া উল হুসনা এবং বাংলাদেশ শিশু একাডেমী, পাবনা।
বরিশালে দিন ব্যাপী নানা আয়োজনে পালিত হলো কন্যা শিশু দিবস’১৫
রিমা আক্তার তাহাঃ কন্যা শিশু দিবস’১৫ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বরিশাল আয়োজন করলো সাড়াদিন ব্যাপী নানা অনুষ্ঠান।শিশু একাডেমী বরিশাল কার্যালয়ে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয় কন্যা শিশুদের সমাবেশ, কুঁইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী হোসনে আরা,অতিরিক্ত জেলা প্রশাষক (শিক্ষা ও আইসিটি ) বরিশাল,বিশেষ অতিথি জনাব রাশিদা বেগম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বরিশাল।বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী শিশুদের মধ্যে চিএাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রণজিৎ কুমার,প্রধান নির্বাহী কর্মকর্তা,বরিশাল সিটি কর্পোরেশন,বরিশাল।চিএাংকন প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পেরে অংশগ্রহন কারী সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুরা খুবই আনন্দীত বলে জানায় “এনসিটিএফ” জেলা কমিটিকে ।
বরিশালে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস’১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান
রিমা আক্তার তাহাঃ’শিশু গড়বে সোনার দেশ-পায় যদি সে পরিবেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন,বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমী,বরিশাল এর আয়োজনে এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও ওয়ার্ড ভিশন এর সহযোগীতায় ৩দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হলো আজ। বেলা ১১টায় অশ্বিনী কুমার হল,বরিশাল এ শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস’১৫এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জনাব জেবুন্নেছা আফরোজ,মাণনীয় সংসদ সদস্য,বরিশাল-৫।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির,পিপিএম-বার,ডিআইজি,বরিশাল রেন্জ্ঞ, বরিশাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড.গাজী মোঃ সাইফুজ্জামান,জেলা প্রশাসক,বরিশাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ দে-সভাপতি খেলাঘর,আক্কাস হোসেন-বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বরিশাল,ডাঃ সৈয়দ হাবিবুর রহমান-সভাপতি,মানবাধিকার জোট,বরিশাল,পঙ্কজ রায় চৌধুরী’ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলো বরিশালের সকল স্কুল সহ প্রায় ৩৯টি প্রতিষ্ঠান।এনসিটিএফ থেকে বক্তব্য রাখেন মিম রহমান -শিশু সাংবাদিক,এনসিটিএফ বরিশাল।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যর মাধ্যমে “শিশু অধিকার”এর নানা দিক তুলে ধরেন শিশুদের মাঝে।
কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হল শিশু অধিকার সপ্তাহ
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স(এনসিটিএফ) প্রতিবারের ন্যায় এবাও তিনব্যাপী উদযাপন করল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমীর সাথে উদযাপন করে শিশু অধিকার সপ্তাহ ২০১৫। তিনদিন জুড়ে বিভিন্ন প্রতিয়োগিতার আয়জন করা হয়েছিলো। এ সকল প্রতিয়োগিতার পুরস্কার বিতরন করা হয় ১৩ অক্টোবর কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব আবু হেনা মো: মুস্তফা কামাল, সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। জেলা শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: মখলেছুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের আলোচনার মধ্যে শিশুদের বিষয়ে অনেক গুরুত্বপৃর্ণ কিছু বিষয় তুলে ধরেন। সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার তার ছোট বেলার কিছু কথা উল্লেখ করেন এবং অভিভাবক ও শিশুদের দুষ্টি আকর্ষন করে বলেন তোমরা সব-সময় বাবা মায়ের কথা শুনবে ও অভিভাবকদের বলেন শিশুদের কোন বিষয়ে চাপ না দিতে,এতে তাদের মানষিক বিকাশে বাধা সৃষ্টি করবে।
আলোচনা পর্ব শেষে বিয়জীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে জেলা শিশু একাডিমীর প্রশিক্ষণাথীরা ও বাকপ্রতিবন্ধী শিশুরা অংশগ্রহন করে। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫। যার শিক্ষা হয়ত শিশুদের মনে এক নতুন ভাবনা সুষ্টি করবে।
বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস- ২০১৫
বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস- ২০১৫ উপলক্ষে শিশু একাডেমী লালমনিরহাট ও এনসিটিএফ লালমনিরহাট ১১-১৩ অক্টোবর ২০১৫ ইং তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।১১/১০/২০১৫ ইং তারিখ রোজ রোববার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এনসিটিএফ এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এ.বি.এম. সাব্বির হোসাইন, শিশু গবেষক, লালমনিরহাট এনসিটিএফ , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সফুরা বেগম, মাননীয় সংসদ সদস্য -৩০২, লালমনিরহাট। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছোট ছোট শিশু এবং বিভিন্ন শ্রেণির মানুষ।
ব্রাহ্মণবাড়িয়ায় কন্যা শিশু দিবস পালন
ফুয়াদ হাসান: বৈষম নিরসন ও কন্যাশিশুদের অংশগ্রহন বৃদ্ধির লক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার
সপ্তাহ ২০১৫ এর ২য় দিনে প্রায় দেড় শতাধিক কন্যা শিশুর অংশগ্রহনে এনসিটিএফ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
‘বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/ অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর’ কবির কথাটি মনে করেই জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন “নারী ও কন্যা শিশুর সমঅংশগ্রহনই পারে সন্দুর ও সম্বৃদ্ধ দেশ বিনির্মাণ করতে ।”
বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গনে আয়োজিত চিত্রাংন প্রতিযোগিতায় একথা বলেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ওও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসানসহ সাধারণ সদস্য ও উপদেষ্টাগণ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:
**ব্রাহ্মণবাড়িয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু
**উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ
**এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত
**সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ
**প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে