জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা
জীবনের ঝুঁকি নিয়ে ডাঃ নওশের আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুকিপূর্ন ভবনে ক্লাস করছে। গত ১৬ আগষ্ট এনসিটিএফ সিরাজগঞ্জ স্কুল মনিটরিং এ যায়। শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় এবং ভবন না থাকায় বাধ্য হয়ে ঝুকিপূর্ণ ভবনেই ক্লাস করাতে হচ্ছে এমনটাই জানালো স্কুলের প্রধান শিক্ষক আলেয়া আখতার বানু। এদিকে স্কুলের সামনের রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় শিক্ষাথীদের স্কুলে আসতে খুব কষ্ট হচ্ছে বলে জানালো সবাই। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিতভাবে স্কুলে আসতে পারে না। কবে মিলবে এর প্রতিকার এমনটায় বললো শিক্ষার্থীরা?
নতুন পুলিশ সুপার এবং সিভিল সার্জন এর সাথে এনসিটিএফ সিরাজগঞ্জের সাক্ষাৎ
১৭ই আগষ্ট এনসিটিএফ সিরাজগঞ্জ জেলার কমিটি নতুন পুলিশ সুপার এবং সিভিল সার্জনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে । এই সময় কমিটির পক্ষ থেকে সভাপতি রেনেসাঁ আলম এবং চাইল্ড পার্লামেন্ট সদস্য নাজমুল হোসেন নতুন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এই সময় তাকে এনসিটিএফ এর কাজ সর্ম্পকে অবহত করা হয়। তিনি এনসিটিএফ এর যে কোন প্রয়োজনে তার সহযোগীতার আশ্বাস দেন। এনসিটিএফ কমিটির সকলের পক্ষ থেকে ফুল শুভেচ্ছা জানানো হয় জেলায় সদ্য আসা সিভিল সার্জন ডাঃ দেবপাল রায় কে। এ সময় তিনি এনসিটিএফ এর কাজের প্রশংসা করেন। হাসপাতাল মনিটরিং এর পরে কোন সমস্য থাকলে তাকে সরাসরি অবিহতি করার পরামর্শ দেন তিনি। যে কোন প্রয়োজনে সিভিল সার্জন থেকে সহযোগিতা করার আশ্বাস দেন এনসিটিএফ কে। আগামী ২০ আগষ্ট এনসিটিএফ এর ফ্রি রক্ত গ্র“প নির্ণয় কর্মসূচীর আওতায় সিভিল সার্জন থেকে সব্বোর্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
এনসিটিএফ সিরাজগঞ্জের স্কুল কমিটি গঠন
গত ১৬ আগষ্ট এনসিটিএফ সিরাজগঞ্জ শহরের ডাঃ নওশের আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল কমিটি গঠন করে। স্কুলের আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে পাচঁজন বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। এই সময় স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে স্কুলের সকল শিক্ষার্থীকে এনসিটিএফ সর্ম্পকে ধারণা দেওয়া হয়। গঠন করা এই নতুন কমিটি এখন থেকে শিশু অধিকার বাস্তকায়নে কাজ করবে।
খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ মানিকগঞ্জ স্কুল কমিটি
সুমন খান: আজ ১৭ই আগষ্ট এ সকাল ১১:০০ ঘটিকার সময়, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হল। এতে উপস্থিত ছিলেন এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি হাসান শিকদার, সহ-সভাপতি আশিকুর রহমান সোহান, শিশু সাংবাদিক সুমন খান, জেলা ভলান্টিয়ার মহিদুর রহমান। সার্বিক সহযোগীতায় ছিলেন এনসিটিএফ এর জেলা পত্রিকা ‘শিশু সংবাদ’ এর প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস।
শিশু সাংবাদিক
মানিকগঞ্জ জেলা এনসিটিএফ।
নোয়াখালী শিশুদের বৃক্ষ রোপন
আবদুল্লাহ আল মুহাইমিনঃ “সবুজের অভিযান” এ স্লোগানকে সামনে রেখে গত ১৬ আগস্ট ২০১৫ এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপন করা হয় । বৃক্ষরোপন কর্মসূচীতে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় ১৬টি ফলজ গাছের চারা রোপন করা হয়। এ কার্যক্রমে সভাপতি তনিমা রহমান, সহ-সভাপতি আবু নাছের, শিশু সাংবাদিক আবদুল্লাহ আল মুহাইমিন,চাইল্ড পার্লামেন্ট সদস্য ইমরান সহ সাধারণ সদস্য ফয়সাল,শুভ,সাকিব, জেলা ভলান্টিয়ার শিমুল মজুমদারসহ অনেকে অংশগ্রহন করেন।
শিশু নির্যাতন ও হত্যার প্রতিরোধে মানববন্ধনে এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার অংশগ্রহণ ।
মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ দেশব্যাপি শিশু নির্যাতন প্রতিরোধে আজ ১৬ই আগস্ট কুষ্টিয়া জেলাতে সকাল ১১টায় কুষ্টিয়া থানা মোড়ে স্থানীয় ২০টি সংগঠনের পাশাপাশি জাতীয় পার্যায়ে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এন.সি.টি.এফ.) মানববন্ধন অংশগ্রহন করে । উক্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা শিশু নির্যাতনের তিব্র নিন্দা জানান ।
এবং এ সময় কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর সভাপতি মুসাব্বির হোসেন তার সংক্ষিত বক্ত্যবে সরকারকে প্রতি আহ্বান জানায় শিশু নির্যাতনের বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাহিনীকে “জিরো টলারেন্স” প্রদানের জন্য এবং শিশু নির্যাতন সম্পর্কিত মামলা গুলো যাতে দ্রুততার সাথে নিস্পত্তি করা যায়, সে লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইবুনালে অধীনে বিচার করা এবং দৃষ্টান্ত করার জন্য আহ্বান জানান যেন ভবিষতে আর শিশুকে এভাবে হত্যা না করা হয় ।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এন.সি.টি.এফ.) জাতীয় পর্যায়ের একমাত্র শিশু সংগঠন যা বাংলাদেশের সরকার অনুমোদিত এবং শিশুদের দ্বারাই গঠিত ও পরিচালিত। সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমীর সাথে সারা বাংলাদেশের ৬৪টি জেলায় কাজ করে চলেছে। এনসিটিএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশের শিশুদের সকল অধিকার প্রতিষ্ঠা করা।
২০০৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত এনসিটিএফ শিশুদের প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সংগঠন হিসেবে ব্যাপকভাবে পরিচিত ও স্বীকৃত এবং শিশু অধিকার বাস্তবায়নের লক্ষে আমরা ইতিমধ্যে ১৩ টি চাইল্ড পার্লামেন্ট সেশন আয়োজন করতে সফল হয়েছি। যেখানে মন্ত্রীপরিষদের সম্মানিত মন্ত্রীগণ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পর্যায়ে অসংখ্য সফলতার পাশাপাশি জেলা এন.সি.টি.এফ. ও সফলতার ঝুড়িকে ভারি করেছে ।
উল্লেখ্য কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. জেলা প্রশাসক কে অবহিত করনের মাধ্যমে কুষ্টিয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক কক্ষটি জুতা সেন্ডেল পড়ে প্রবেশ না করা নিশ্চিত করেছে এবং এর পাশাপাশি কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. আরও সাফল্য রয়েছে ।
১৯৭১ সালে বর্বর পাকিস্তানি আর তাদের দোসররা মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছে শত শত শিশুকে। অগ্নিকুণ্ডে ছুড়ে ফেলেছে কাউকে, হাত-পা টেনে ছিঁড়ে ফেলেছে কোনো কোনো শিশুর। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। ঢাকার কোনো কোনো এলাকায় বাঙালি মায়ের কোল থেকে শিশু কেড়ে নিয়েছে বিহারিরা।
সেই শিশুকে ছুড়ে দিয়েছে আকাশের দিকে, তারপর বর্শা কিংবা তলোয়ার উঁচিয়ে ধরেছে, শিশুটি গেঁথে গেছে তাতে। কোনো কোনো বাঙালি শিশু বর্শায় গেঁথে বীভত্স উত্সব করেছে নরকের ওই সব কীট।
আজ স্বাধীনতার এতকাল পর এ দেশের শিশু হত্যাকারীরা সেই বর্বরদেরও ছাড়িয়ে গেছে।