সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এনসিটিএফ মাদারীপুর জেলা কমিটির ইফতার অনুষ্ঠান

গত ৮ই জুন ২০১৫ তারিখ ২০ রোজায় অনুষ্ঠিত হল এনসিটিএফ মাদারীপুর জেলা কমিটির ইফতার অনুষ্ঠান। এ ইফতার অনুষ্ঠানে মোট ১৫ জন সুবিধা বঞ্চিত শিশুকে ইফতার দেয়া হয়।

এনসিটিএফ নীলফামারী’র জুলাই মাসের মাসিক সভা

গত ৬ জুলাই উক্ত সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সভাপতি সৌরভ, কার্যনির্বাহী কমিটির সদস্যগন রাকিব, সাদ, রোদেলা,ইরাম,মেরাজ,রোদ্রী,সুরভী প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কেশব রায়, বাবু এবং রোজি ।
উক্ত সভায় সিদ্ধান্ত হয় যে, ০৮-০৭-২০১৫ ইং তারিখে “সরকারি শিশু পরিবার” পরিদর্শন এবং ১৩-০৭-২০১৫ ইং তারিখে ইফতার মাহফিল করা হবে । এছাড়াও স্কুল গুলো থেকে সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয় আলোচ্য সভায় ।

এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব

জয়পুরহাট সদর হাসপাতাল পরিদর্শনে এনসিটিএফ

গত ৬ জুলাই সোমবার জয়পুরহাট এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও শিশু গবেষক এবং কেন্দ্রীয় কোর কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সালেহুর রহমান সজিব, শিশু গবেষক বিথী আকতার, শিশু সাংবাদিক মোজাক্কের হোসেন ও সেদরাতুল মোনতাহা। আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ ও বৃষ্টি দাস।

বরিশাল জেলা এনসিটিএফ কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল

আজ ৬ জুলাই সকাল  ১০টায় বরিশাল জেলা এনসিটিএফ কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল।সভায় জুলাই মাসের কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।শিশু সাংবাদিক দের সেন্ট্রাল মিটিং ও শিশু গবেষকদের প্রশিক্ষণ এবং শিশু বাজেট সম্পর্কে যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদের সকলের নিজ নিজ প্রশিক্ষণ কৃত বিষয় সম্পর্কে মতামত ব্যাক্ত করেন। ১০ই জুলাই আয়োজিত হবে ইফতার অনুষ্ঠান

বড়দের সাথে মতবিনিময় সভায় পাবনা এনসিটিএফ এর শিশুরা

গত ২৮ জুন এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে জাতিসংঘের শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজী আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা), পাবনা। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মতিউর রহমান শাহ, বিশিষ্ট প্রবীন সাংবাদিক- আব্দুল মতিন খান, মোঃ আশরাফুজ্জামান- ট্রেড ইন্সট্রাক্টর (শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা) এবং প্রাক্তন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন- এনসিটিএফ এর সভাপতি রিয়াদ মাহফুজ। মতবিনিময় সভায় এনসিটিএফ পাবনা জেলার কার্যনির্বাহী কমিটিসহ ২৫ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পাবনা জেলায় বর্তমানে শিশুদের নিয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরে শিশুরা। তবে সকল সমস্যায় সমাধান করার আশ্বাস দেওয়া হয় জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে। পাবনা মানসিক হাসপাতালে আলাদা করে শিশুদের জন্য ওয়ার্ড, হরিজন কলোনিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, পাবনায় আরেকটি শিশু পার্কের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, মাদকের বিরুদ্ধে আরো মনিটরিং বাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে আশ্বাস দেন। আগামীতে এনসিটিএফ কে আরো বেশি সামনে দেখতে চায় জেলা প্রশাসক। জেলা প্রশাসক মহোদয় তাঁর একান্ত বক্তব্যে বলেন- এনসিটিএফ পাবনাকে আরো অনেক সামনে দেখতে চাই। শুধু জেলা সদরে নয় উপজেলা পর্যায়ে এনসিটিএফ গেলে শিশু অধিকার বাস্তবায়নের মূখ্য ভূমিকা পালন করবে। এই ধরনের আয়োজনে উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মাদারীপুর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা দিল এনসিটিএফ

DSCN1015 a (16)

গত ৩০ জুন ২০১৫ তারিখ রোজ মঙ্গল বার ১১:০০ টায় আমরা মাদারীপুর  সাবেক জেলা প্রশাসক জনাব জি এস এম জাফর উল্লাহকে বিদায় জানায় NCTF মাদারীপুর জেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর এর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম মুন্সি এবং মাদারিপুর জেলা এনিসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা। জেলা প্রশাসক মহোদয় এনসিটিএফ এর জন্য একটি ক্যামেরার উপহার দেন।