শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করল এনসিটিএফ শিশুরা

dscn2434 dscn2391 dscn2388

সিরাজুল ইসলাম আসিফ: গত ২০ শে জুন , শনিবার , এনসিটিএফ শরীয়তপুরের শিশুরা শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরির্দশন করে এবং  সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে । পরির্দশনের সময় এনসিটিএফ-শরীয়তপুরের সদস্যদের চোখে পরে অপরিচ্ছন্ন পরিবেশ , যেখানে সেখানে ধুমপানের দৃশ্য , শিশু বেডে প্রাপ্ত বয়স্ক মহিলা রোগীদের অবস্থান , অব্যবহারযোগ্য বেড এবং রোগী ও আভিভাভকদের আভিযোগ “পর্যাপ্ত ঔষধ সরবারহ হয় না ” ।
পরির্দশন শেষে সদর হাসপাতালের আবাসিক এলাকার আফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এর সাথে শিশু চিকিৎসা বিষয়ে  সাক্ষাৎকার করে জানা যায় যে , শরীয়তপুর সদর হাসপাতাল মাত্র ২ সুইপার আছে হাসপাতালের পরিছন্নতার জন্য এবং এখনে প্রয়োজনের তুলনায় কম ঔষধ সরবারহ হয় এবং সকল বিভাগের ডাক্তার নেই।

ডাঃ শেখ মোস্তফা খোকন-এর বক্তব্য , “এই হাসপাতালে জনবলের আভাব, আধুনিক চিকিৎসার যন্ত্রের আভাব এবং জনগণের আসচেতনতার পরও আমরা রোগীদের যথাযথ চিকিৎসা দিয়ে সুস্থ করার যথেষ্ট চেষ্টা করি । যদি উক্ত সমস্যাগুলো সমাধান করা হয় তাহলে আমরা আরও ভাল চিকিৎসা প্রদান করতে সক্ষম হবো।”

সদর হাসপাতালের পরিদর্শন টিমে ছিলেন এনসিটিএফ-শরীয়তপুরের  সহ-সভাপতি- আরিফিন সুলতানা সিথী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার- আলিজা আলী জেরিন, শিশু গবেষক- হাসান মহামুদ ও মোরশেদা আক্তার ওয়েশ, শিশু সাংবাদিক- ঝুমুর আক্তার তন্নী ও সিরাজুল ইসলাম আসিফ, জেলা ভলান্টিয়ার- মোঃ বায়জীদ ও মিঠুন খান সাগর এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার- মমতাজুল ইসলাম রুমন।
এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকেও আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি  যেন সদর হাসপাতালের আধুনিকায়ন ও পর্যাপ্ত সেবা
প্রদানের ব্যবস্থা করা হয়।

এনসিটিএফ পাবনা জেলার ইফতার পার্টি অনুষ্ঠিত এবারো দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক

গত ১৯ জুন এনসিটিএফ পাবনা জেলা কার্যনিবার্হী কমিটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই আয়োজনে জেলা কার্যনিবার্হী কমিটির ১১ জন সদস্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় আসন্ন ঈদে শিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণের সিন্ধান্তও নেওয়া হয়। এনসিটিএফ পাবনা জেলা গত দুই মাসে ১১,১০০ টাকা অনুদান সংগ্রহ করায় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়। সভা শেষে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

শিশুশ্রম নিরসন ও পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করার জন্য মাদারীপুর এনসিটিএফ মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি এবং নতুন প্রকাশিত এনসিটিএফ মাদারিপুরের মুখপত্র প্রদান করে। গত ১৮ জুন দুপুর সাড়ে ১২টায় মাদারিপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ মাদারীপুরের কার্যনির্বাহী কমিটির সদস্যগন, জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরুল্লাহ স্যার এর সাথে সাক্ষাৎ করে এ স্বারকলিপি ও মুখপত্র প্রদান করে।

এনসিটিএফ সিরাজগঞ্জ কার্যনিবার্হী কমিটিকে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন

এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কার্যনিবার্হী কমিটিকে আইসিটি প্রশিক্ষনের ব্যবস্থা করে দিবে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এইচ. এম আনোয়ার পাশা এনসিটিএফ এর কার্যনিবার্হী কমিটির সাথে একান্ত একটি সাক্ষাৎ এ কথা বলেন। অতি দ্রুত জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণের সময়সূচী ঠিক করে উক্ত প্রশিক্ষনের আয়োজন করা হবে জানানো হবে। আইসিটি বিষয়ক এই প্রশিক্ষণে জেলা কার্যনিবার্হী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।

Local government (DC) arranges ICT training for NCTF members.

The Deputy Commissioner of Sirajgong will arrange information communication training for National Children Task force (NCTF) committee of Sirajgong district. Additional Deputy Commissioner of Sirajgong Mr. A.H.M Anowar Pasha said that in a meeting with the member of NCTF. He also added that very soon he will communicate with the relevant child officer for the arrangement of ICT training and that will informed to NCTF district committee so that they can participate in the training session properly.

নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

গত ১৬ জুন ২০১৫ মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সকাল ১১ টায় এনসিটিএফ জেলা কমিটি অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।এ সময় মৌলভীবাজার জেলা কমিটি, নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় । সকাল ১১ টা থেকে শুরু করে ১২ টা পর্যন্ত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সাক্ষাতের সময় এনসিটিএফ এর কর্যক্রম এবং অর্জন সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করা হয় এবং তিনি বিগত দিনে এনসিটিএফ ব্রাক্ষণবাড়ীয়ার সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় করেন এবং এনসিটিএফ এর কার্যক্রমে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, চাইল্ড পার্লামেন্ট সদস্য ও কেন্দ্রীয় ইয়ূথ ভলেন্টিয়ার।

প্রতিবারেনেয় এবারও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ আজ ১০ই জুন ২০১৫ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন করে। এন.সি.টি.এফ এর সদস্যরা বালক সদনের কমকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং এন.সি.টি.এফ ২০১৫ সালের কুষ্টিয়ার প্রকাশিত কুষ্টিয়া জেলার একমাত্র শিশু পত্রিকা “শিশু জগৎ” তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়। এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে।

IMG_0640

শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয়। শিশু পরিবার বালক সনদনের শিশুরা লেখা পড়ার পাশা-পাশি খেলা-ধুলা নিয়েও অনেকটা এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো ।কুষ্টিয়া সরকারী শিশু পরিবার বালক সনদনের শিশুরা এখানে তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে। সরকারি শিশু পরিবার বালক সদনে শিশুদের জন্য কুষ্টিয়া জেলার একমাত্র শিশুপত্রিকা “শিশু জগৎ” লাগিয়ে দেয়া হয় ।

বালক সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান,চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান এবং কার্যনিবাহী কমিটির সদস্য আজমাইন মাহমুদ।এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার জন্য উৎসাহ দেন ।