কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর বিশেষ সভা অনুষ্ঠিত এবংকুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. কে টিআইবি কুষ্টিয়ার আমন্ত্রণ

অদ্য ০৯ই জুন ২০১৫ বিকাল ৪.০০ টায় কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর বিশেষ সভা অনুষ্ঠিত হয় । বিশেষ সভার মূল উদ্দেশ্য ছিল যে, টিআইবি কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে সেবাদানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে মতামত বিনীময় করা ।
এর মূল লক্ষ সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা ও হাসপাতাল থেকে কোন কোন ধরনের সুবিধা পাচ্ছে এই বিষয় গুলো তুলে ধরা এবং সেবার মান বাড়ানো । উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. প্রতিমাসে কুষ্টিয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং করে থাকে ।
এবং এন.সি.টি.এফ. এর শিশুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড এর বিভিন্ন সুযোগ সুবিধা এবং সম্পর্কে অন্যান্যদের থেকে ভালো জানে ।
এর ভিত্তিতে কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর সভাপতি মুসাব্বির হোসেন উল্লেখিত অনুষ্ঠানে এন.সি.টি.এফ. এর শিশুদের আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানায় । এরই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর ৫ জন শিশুকে আমন্ত্রণ জানায় ।
 উল্লেখিত যে, এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির সহ কার্যনির্বাহী কমিটির কিছু সদস্য টিআইবির ইয়েস মেম্বার ।
 এবং কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ.  এর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের অবর্জাভেশন রুমের সমস্যা সমাধানের জন্য অভিনন্দ জানায় টিআইবি এবং ভবিষতে বিভিন্ন শিশু বিষয়ক অনুষ্ঠানে এন.সি.টি.এফ.  কে সব সময় সাথে রাখবে বলে  টিআইবি কুষ্টিয়ার পক্ষ থেকে জানানো হয়।

বিশ্ব পরিবেশ দিবসে নরসিংদীর শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুঃষ্ঠিত

11350364_1594301577517651_712818552_n

শিমুল আহমেদ তরঙ্গ: ত ৫্ই জুন  নরসিংদী তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ” বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ ” উদযাপিত । গতকাল পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী’র জেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালী, অালোচনা সভা, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানের উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  জনাব অাবু হেনা মোরশেদ জামান।

অনুষ্ঠান এর শুরুতে নরসিংদী’র বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিশুদের অংশগ্রহণে বর্নাঢ্য এক শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নতুন শিল্পকলা একাডেমি’র সামনে গিয়ে শেষ হয়। এনসিটিএফ নরসিংদি কমিটি অনুষ্ঠানটিতে অংশগ্রহন করে। এ সময় শিশুদের কচি কন্ঠে গাছ লাগানোর আহ্বানে মুখরিত হয়ে উঠে শহরের প্রধান প্রশাসনিক এলাকা।

এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের   সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোসাঃ সুরাইয়া বেগম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.এম পুলিশ সুপার জনাব অামেনা বেগম সহ আরো অনেক গন্য-মান্য ব্যাক্তিবর্গ ।  অনুষ্ঠানে ৩ টি বিভাগে অংকন প্রতিযোগিতায় প্রায় ২০ জন শিশুকে  ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এরপর ই ছিলো জেলা প্রশাসনের বিশেষ শিশু সাংস্কৃতিক সংগঠন ” বাধঁনহারার ” পরিবেশনায় নাটক “আমার বন্ধু গাছ”। আলোচনা সভা, পুরষ্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন এন.সি.টি.এফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরা।

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা।

দলীয় কাজের প্রেজেন্টেশন

দলীয় কাজের প্রেজেন্টেশন

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

 

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

 

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা। গত ২৭-২৯ মে ঢাকার আদাবরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে বাংলাদের ৪ টি বিশেষ অঞ্চলের ১১ জেলার মোট ২১ জন শিশু গবেষক ও জেলা ভলান্টিয়ারদের অংশগ্রহনে কর্মশালাটির আজ ছিল শেষ দিন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন শিশু বাজেট ফোরামের সভাপতি ড. আবুল হোসেন, তায়ুব তোজাম্মল(SC), মীর রেজাউল করিম(SC), শহিদুল্লাহ (CSID) এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার রুমন।
জাতীয় বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট তৈরিতে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ প্রেরনের লক্ষ্যে অনুষ্ঠিত করমশালাটির আয়োজনে ছিল এনসিটিএফ, সেভ দ্যা চিলড্রেন, এবং সিএসআইডি।

এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা ২০১৫ অনুষ্ঠিত

মঞ্চে আলোচনায় অতিথিরা

মঞ্চে আলোচনায় অতিথিরা

দলীয় কাজ

দলীয় কাজ

 

 

 

 

 

দলীয় কাজ

দলীয় কাজ

 

গত ২৯ মে এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে বার্ষিক সাধারন সভা ২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ৫০ জন এনসিটিএফ সাধারণ সদস্য পাবনা এনসিটিএফ এর জন্য একটি বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি করে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই সভায় এনসিটিএফ এর বেশ কিছু স্বউদ্দোগী কার্যক্রম পরিচালনার কথা উঠে আসে। দলগত ভাবে একটি  খসড়া কর্মপরিকল্পনা তৈরি করার পর একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন মোহাঃ মতিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী পাবনা, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জাম্মান, শহীদ এম. মনসুর আলী কলেজ, পাবনা। সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ পাবনা জেলার সভাপতি মোঃ রিয়াদ মাহফুজ। এছাড়া উক্ত সভায় এনসিটিএফ জেলা ভলান্টিয়ার এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপন্থিত ছিলেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়ক সভা

ফুয়াদ হাসান: বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর, রয়েছে সর্বত্রই প্রযুক্তির ছোয়া। শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রযুক্তির নানান মাধ্যম করেই চলেছে। মানব জীবনের কষ্টগুলোকে লাগব করে যোগাযোগের পথকে সহজ করার জন্য বর্তমানে যোগাযোগেও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানব সমাজের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মিডিয়াগুলো যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের উপরই ভিত্তি গড়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মিডিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফেসবুক, টুইটার, ভিবার, ওয়াটস্‌ এপ, ট্যাংগো ইত্যাদি। এসকল মাধ্যমগুলো ব্যবহারের ফলে মানুষের যোগাযোগ করার পথ সহজ হয়েছে, কমেছে যোগাযোগের ব্যয়। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বুঝতে পেরে গত ২৯.৫.২০১৫ তারিখে তাদের কার্যালয়ে সামাজিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে এক সভার আয়োজন করে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কার্যনির্বাহী জারিয়াতুল্লাহ খানম, ফুয়াদ হাসান, নাদিয়া নওরীন সারা, মাকসুদা চৌধুরী পলি, অজিত চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সাধারণ সদস্যদের উপস্থিতিতে আলোচনার বিষয় ছিল বর্তমান সময়ের বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম “ওয়াট্‌স এপ”। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রথমদিকে শুধু ট্যাক্সট মেসেজ আদান প্রদান করা গেলেও এতে সর্বশেষ ফিচার হিসেবে কল করার অপশনটি যুক্ত হয়েছে। এপ্রিল মাসে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসােও সারা বিশ্বে সর্বমোট একটিভ “ওয়াট্‌স এপ” ব্যবহারকারীর সংখ্যা ৮ মিলিয়ন যেখানে কিনা জানুয়ারি মাসে সর্বমোট একটিভ “ওয়াট্‌স এপ” ব্যবহারকারীর সংখ্যা ৭ মিলিয়ন।  দিন দিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু “ওয়াট্‌স এপ” এমন ব্যক্তির সংখ্যা নিতান্তই কম। বর্তমান সময়কার অ্যান্ড্রয়েড, আইওএস, সিম্বিয়ান, ব্লাকবেরি, উইন্ডোজ ৮ সহ প্রায় সকল ওপারেটিং সিস্টেমে “ওয়াট্‌স এপ” ব্যবহার করা যাচ্ছে। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া “ওয়াট্‌স এপ” এ কিভাবে একাউন্ট খুলতে হয়, কিভাবে একজনকে বা গ্রুপে কিংবা  একাধিক জনকে এক সাথে মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়, কিভাবে অ্যাপ্লিকেশনটির সাহায্যে বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল এবং কন্টাক্ট নাম্বার শেয়ার করা যায়, এপটি ব্যবহার করে কিভাবে কল করতে হয় তা নিয়ে ব্যবহারিক আলোচনা করে। সভা শেষে উপস্থিত সকল  সদস্যরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহরার করার প্রতি তাদের মত পোষণ করে এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের যোগাযোগের পথ সহজ করার স্বার্থে  এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া নামে “ওয়াট্‌স এপ”এ একটি গ্রুপ ওপেন করে।

বরিশালে এনসিটিএফের দুই দিন ব্যাপি আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন

জহির রায়হানঃ ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্সের (এনসিটিএফ) বরিশাল জোনের ২দিন ব্যাপি আইসিটি ও ডকুমেন্টেশন প্রশিক্ষণ ২৭-২৮ মে ২০১৫ ইং সম্পন্ন হয়েছে।

ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ৬৪ জেলাতে এনসিটিএফের আইসিটি এন্ড ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষণের বরিশাল জোন পর্যায়ে সম্পন্ন হয়েছে ।বরিশালের এনজিও ফোরাম প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬টি জেলা এবং ঢাকা বিভাগের ৪টি জেলার (ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর) প্রতি জেলা থেকে ২ জন করে এনসিটিএফ কার্যকরী কমিটির সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

উক্ত প্রশিক্ষণে শিশুদের আইসিটি এন্ড ডকুমেন্টেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। আইসিটি প্রশিক্ষণে কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, ইন্টারনেট ও ব্যবহার, ইমেইল, সার্চ ইঞ্জিন, সোস্যাল মিডিয়া ও বাংলাদেশের ব্যাতিক্রমধর্মী শিশুতোষ ওয়েবপোর্টাল এনসিটিএফবিডিডটওআরজি এর ব্যবহারের উপর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের আইসিটি, মিডিয়া ও নলেজ ম্যানেজমেন্টের ম্যানেজার শারমিন আফরোজা।উপস্থিত শিশুরা এনসিটিএফকে আ্ইসিটি প্ল্যাটফর্মে উন্নীত করতে তাদের প্রশিক্ষণকে যথাযথভাবে কার্যকর করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির অঙ্গীকার করে।

উক্ত প্রশিক্ষণ পরিচালনা ও সহায়কের ভূমিকায় ছিলেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) প্রকল্প কর্মকর্তা সাইফ মহদী, এনসিটিএফের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সজীব খন্দকার এবং এনসিটিএফের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক মিদুল ইসলাম মৃদুল।এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল এনসিটিএফের জেলা স্বেচ্ছাসেবক আল আমিন জুয়েল।