NCTF Dhaka district committee completed monthly meeting for April.
Istiaque Ahmed Shawon: NCTF Dhaka district committee completed their monthly meeting for the month of April on 24th April 2015 at 10 am at BSA, Dhaka office. In that meeting, representatives from NCTF Savar Upazila committee were presented. NCTF Dhaka district committee informed about the present activities of Upazila committee and school committees. Upazila committee’s representatives got an idea of NCTF Dhaka district committee’s present and recent activities and about their achievement. Two representatives form Upazial committee will participate in Dhaka district committee’s monthly meeting. It’s been collaboration and sharing session for both of the committee members. NCTF Dhaka district committee displayed their recent publication to the Upazila committee member and offered their newsletter. Upazila committee members also discussed on their existing problem regarding child rights at their school and community level. They also showed their interested to publish newsletter from their committee. They invited Dhaka district committee’s members to join in their monthly meeting regularly.
মটমুড়া ইউনিয়নে কোন শিক্ষক ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেনা – চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার ২১ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মটমুড়া ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়।
প্রথম পর্বে মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ মটমুড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে।
দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে।
প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যারিং কমিটিতে অন্তভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, এনসিটিএফ এর আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দুস্থ শিশুদের মধ্যে শীতবন্ত্র বিতরণ, ৬ মাস অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। তিনি বলেন মটমুড়া ইউনিয়নে কোন শিক্ষক ক্লাস চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করতে পারবেনা এবং তিনি এনসিটিএফ সদস্যদের প্রতি আহ্বান জানান কোন বিদ্যালয়ে যদি শিক্ষক ক্লাসরুমে মোবাইল ব্যবহার করে তাহলে তাকে জানাতে, তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে যতাযথ ব্যবস্থা নিবেন । এদিকে বাওট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৃহিত কাজগুলোর সুফল তুলে ধরেন এবং বলেন মা সমাবেশ করলে শিশুরা আরো বেশী উপকৃত হবে। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাওট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিসিজি এর সাধারণ সম্পাদক, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর, ফিল্ড অফিসার এবং ফিল্ড ফ্যাসিলিটেটর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মুক্তা, জসিম, ইসমতারা।
মোনাখালি ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রবিবার ১৯ এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার সদর উপজেলার মোনাখালি ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মোনাখালি ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২৪০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়। প্রথম পর্বে মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ মোনাখালি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যারিং কমিটিতে অন্তর্ভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন, ৬ মাস অন্তর অন্তর ইউনিয়ন পরিষদের সাথে এনসিটিএফ এর সভার আয়োজন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্য । অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, পিএসকেএস এর ইউনিয়ন কোঅর্ডিনেটর এবং ফিল্ড ফ্যাসিলিটেটর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার রাব্বি এবং মেরিনা।
NCTF, CBF Place 6-point Demand
National Children’s Task Force (NCTF) and Child Budget Forum (CBF) Saturday placed a six-point demand, including a clear roadmap on budgetary allocation to children and inclusion of their opinions in preparing the national budget.
They also demanded ensuring proper utilisation of the allocated funds, implementation of the child budget and fulfilment of the promises made by Finance Minister AMA Muhith in his budget speech last year.The two non-governmental organisations working in Bangladesh to promote child rights made the demands at a joint press conference held at Dhaka Reporters Unity (DRU).
Parliamentary standing committee member on primary and mass education Umme Razia Kajol, Dhaka University teacher Gawher Nayeem Wahra, CBF Chairperson Dr Abul Hossain and Save the Children’s representative Chowdhury Md. Tayub Tajammul were, among others, present at the press briefing.NCTF’s representative Tanjila Sumi read out a keynote paper at the conference.The two organisations also demanded ensuring safety and security of the street children and regular publication of performance report on child spending. Ms Kajol said they would talk to the ministry concerned about the demands made by the NGOs and raise these issues at the parliament too.”It’s a high time to make this important issue public as the Awami League-led administration is very child-friendly.”
She also stressed the importance of ensuring utilisation of the government funds in the sector and strong monitoring on the activities of fake NGOs which are doing business in the name of voluntary work in the country.”NGOs in the country must be accountable to the public as they receive funds from donors at home and abroad in the name of the public,” she added.Mr Wahra said the children events don’t derive benefits from the government’s social safety-net funds which are allocated only to adults.Mr Tajammul said although the government allocates money for development of the child group, but it hardly makes any roadmap on how to spend the money.
CBF chairperson Mr Hossain said even though the concept of child budget is new in Bangladesh, it is gaining ground among the people as around 40 per cent of the country’s population is children.
Source: http://www.thefinancialexpress-bd.com/2015/04/19/89391
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। তেতুলবাড়িয়া ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ তেতুলবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাজমুল হুদা বিশ্বাস এনসিটিএফ এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এর ঘোষনা দেন, এনসিটিএফ ২ জন সদস্যকে স্ট্যারিং কমিটিতে অন্তভূক্তিকরণ, জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এনসিটিএফ এর প্রত্যক্ষ অংশগ্রহন সহ এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএসকেএস এর সভাপতি জনাব রমজান আলী, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, সিসিজি সভাপতি হাজী আঃ কুদ্দুস, পিএসকেএস এর পিডি সুনীল কুমার রয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মুক্তা।
দাড়িয়াপুর ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার ১৬ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। দাড়িয়াপুর ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সভাপতি মতিউর আজকের এই পরিকল্পনা সভার সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ দাড়িয়াপুর ইউনিয়ন কমিটির সভাপতি মতিউর গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। ইউনিয়ন কমিটির শিশুরা ৪ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে। প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনসিটিএফ এর সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন বলে ঘোষনা দেন। এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মেরিনা পারভীন এবং রাব্বি।