৩১ জন দরিদ্র শিক্ষার্থীর মাজে শিক্ষা উপকরণ বিতরণ

এনসিটিএফ, মৌলভবিাজার জেলা কমিটি ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখ ৩১ জন দরিদ্র শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, জেলা শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র চৌধুরী, বিশিষ্ট গবেষক মাহফুজুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট গোলাম মাওলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্যজোটের সবাপতি সৈয়দ সালমান আলী, বাংলাদেশ টেলিভিশনের হাসানাত কামাল, জেলা কমিটির সদস্য ও তাদের অভিভাবকবৃন্দ।

NCTF Savar Upazila committee holds their first monthly meeting

Istiaque Ahmed Shawon: NCTF Savar Upazila committee holds their first monthly meeting on 17th April at Village Education Resources Center (VERC) office, Savar, Dhaka. All the member except secretary general of executive committee were presented at the meeting. In the meeting committee discussed on how to increase integration among all the schools, how to arrange more self-initiatives activities at school level, how to monitoring WASH situation at their schools and how their finding could be raised at national level. Committee prepared their yearly action plan for the current year on that day. Two member from this committee will join in the monthly meeting of NCTF Dhaka district committee bi-monthly. In that meeting representatives from Save the Children, Village Education Resources Center (VERC), parents of NCTF members were presented in the meeting.

বাল্য বিবাহ বন্ধ করুন

 মুসাব্বির হোসেনঃ  অল্প বয়সে বিবাহ আর অল্প বয়সেই সন্তানের মা বাবা হওয়া খুবই চাঞল্যকর বিষয়। ১৯৮৪ সালের সংশোধনি বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে পরুষের বয়স ২১ বছর ও নারীর বয়স ১৮ বছর। এর ব্যাতিক্রম হলে দুই পক্ষের অভিভাবক ও স্থানীয় কাজীসহ শাস্তির বিধান রয়েছে।

তবুও বর ও কনে পক্ষের সমোঝতার মাধ্যমে স্থানিয় প্রশাশনের চোখ ফাঁকি দিয়ে বাল্য বিবাহ হচ্ছে। এসবের মূল কারণ দারিদ্রতা, পারিবারিক অসচেতনতা, কন্যা শিশুর প্রতি নিতিবাচক দৃষ্টিপাত ও সামাজিক মূল্যবোধ এবং প্রয়োজনীয় শিক্ষার অভাব। তাছাড়াও রয়েছে ভূয়া জন্ম সনদের মাধ্যমে বয়স বাড়ানোর কৌশল।অল্প বয়সে বিয়ে কণ্যা শিশুর স্বাস্থ্যকে ঝুকির মুখে ফেলেছে। এর কারণে মা ও শিশু মৃত্যুর ঝুকি প্রচুর পরিমানে বেড়েছে। বাংলাদেশে কিশোর কিশোরিদের মধ্যে মাতৃ মৃত্যুর হার জাতীয় গড়ের প্রায় দিগুণ ও শিশু মৃত্যুর হার প্রায় ৩০ গুন।এছাড়া ইউনিসেফ এর হিসাব অনুযায়ী ২০ বছর বা এর বেশি বয়সের নারিদের তুলনায় ১৮ বছরের নিচের প্রসূতিদের মৃত্যুর আশঙ্কা প্রায় ২৫ গুন এবং মায়েরা ৫০ শতাংশ মৃত সন্তান জন্ম দেয়। তাছাড়া যে সব বাচ্চা জন্ম নেয় তাদের মধ্যে বেশির ভাগই হয় বিকলাঙ্গ বা প্রতিবন্ধি।তার সাথে মারও দেখা দেয় রক্ত শূন্যতা বা ঘাতক ব্যাধি। মূলত কণ্যা শিশুরা কিশোরী বয়সে সংসার করার জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তত নন।ফলে অল্প বয়সে বিয়ের কারণে শিশু কিশোরীরা সোনালি শৈশব, সুখ স্বাচ্ছন্দময় ও সভাবিক জীবন হারিয়ে ফেলে। এসব কারনে কন্যাশিশু কিছুটা মানসিক ভারসাম্যও হারায়।

তাদের সংসার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিশোরী বধুরা নানা ভাবে নির্যাতিত হয়। পরিবারে কলহ বিবাদ সবসময় লেগেই থাকে। এর জন্য বহু বিবাহের হার বৃদ্ধি পায়। তাই বলা যায় যে বাল্য বিবাহ রোধের জন্যে শুধু দেশের সরকারকেই এগিয়ে আসলে হবে না, বরং দেশের প্রত্যেক পরিবার ও প্রত্যেক মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং এ নির্যাতন রোধে স্বচেষ্ট থাকতে হবে।তাহলইে বাল্য বিবাহ বন্ধ বা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে।

আমঝুপি ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার ১৫ই এপ্রিল ২০১৫ মেহেরপুর জেলা সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন এনসিটিএফ কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়নে বর্তমানে এনসিটিএফ সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। এনসিটিএফ ইউনিয়ন কমিটির সাধারণ পরিষদের প্রায় ৫০ জন সদস্য ও সিসিজি এর পক্ষ থেকে ২ জন সদস্য উপস্থিত হয়।

এনসিটিএফ জেলা কমিটির সভাপতি লাল মিয়া আজকের এই পরিকল্পনা সভাপতি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করে এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এনসিটিএফ আমঝুপি ইউনিয়ন কমিটির সভাপতি কনক চাঁপা গত বছরের সফলতা সমূহসহ প্রতিবেদন পেশ করেন। dsc_0045-sobujbarta

ইউনিয়ন কমিটির শিশুরা ৫ দলে ভাগ হয়ে দলীয়ভাবে বার্ষিক কর্মপরিকল্পনা তৈরী করে। দলীয় কাজ শেষে প্রত্যেক দল থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে যৌথভাবে দলগত কর্মপরিকল্পনা সমূহ উপস্থিত এনসিটিএফ এর সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথি বর্গের সামনে উপস্থাপন করে ও এনসিটিএফ সদস্যরা যেসব কাজ করার ক্ষেত্রে তাদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা দরকার তার জন্য আমন্ত্রিত নেতৃবৃন্দের নিকট তা আহ্বান করে।  প্রত্যেক দলের উপস্থাপন শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান, সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ এনসিটিএফ এর কাজের জন্য তাদের অন্তর্ভূক্ত করায় এনসিটিএফ ও সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সুনির্দিষ্টভাবে তাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে।

এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আলেক চাঁদ এনসিটিএফ এর ২ জন (১জন ছেলে ১জন মেয়ে) সদস্যকে সমন্বয় সভায় অন্তর্ভূক্তির ঘোষনা দেন এবং আগামী দিনের সভায় সকলের সামনে তাদের ২ জনকে আমন্ত্রন জানান। এনসিটিএফ সদস্যদের পরিবেশ বিষয়ক প্রচারণামূলক কর্মসূচীর জন্য তিনি বলেন আমঝুপি বাজারে ময়লা ফেলার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আবর্জনা ফেলার জন্য বক্স তৈরী করে দেবেন এবং এ আন্দোলনে শামিল হবেন।

উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য আর্থিক ও অন্যান্য ধরনের সহযোগিতা করার ঘোষনা দেন।

ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন,  বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধের জন্য এনসিটিএফ সদস্যকে ইউনিয়ন মহিলা ও শিশু স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভূক্ত করা হবে।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুন ইসলাম তার বিদ্যালয়ে এনসিটিএফ স্কুল কমিটি গঠনের উদ্যোগের জন্য এনসিটিএফকে ধন্যবাদ জানান, শিশু অধিকার বিষয়ক প্রচারনার জন্য তার পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করবেন এবং পরিবেশ বিষয়ক প্রচারণামূলক কর্মসূচীতে তিনি নিজেসহ স্কুলের সকল শিক্ষার্থীকে নিয়ে শামিল হবেন বলে ঘোষণা দেন।dsc_0039-sobujbarta

এছাড়া এনসিটিএফ সদস্যদের গৃহিত কর্মপরিকল্পনা উপস্থাপন শেষে এর সময়োপযোগী ও শিশু বান্ধব এ কর্মসূচীর পরিকল্পনা প্রণয়নের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আলেক চাঁদ।

এছাড়াও উপস্থিত অতিথি বৃন্দরা হলেন ইউপি সদস্য রুহুল আমিন, ইউপি সদস্য মতিয়ার রহমান, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মামুন ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মোছাঃ ফাতেমা, ইউপি সদস্য মুহাঃ শহীদুল্লাহ, আমঝুপি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ভলান্টিয়ার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভলান্টিয়ার মেরিনা পারভীন এবং এস.এম. আব্দুল মান্নাফ।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের মঞ্চনাটক

IMG_20150415_175539 IMG_20150415_175241

গত ১৪ এপ্রিল ২০১৪ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুর একটি মঞ্চনাটক মঞ্চায়ন করে । এতে এনসিটিএফ কার্যকরী কমিটির সদস্যসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করে। নাটকে জেলা প্রশাসক রাম চন্দ্র বিশ্বাস, জেলা শিশু কর্মকর্তা শাহীন উদ্দিন সহ অন্যান্য লোকজনও উপস্হিত ছিলেন।নাটকটির মুল প্রতিপাদ্য বিষয় ছিলো শিশুকিশোর দের মাঝে অপসংস্কৃতির  আগ্রাসন এবং বাঙ্গালী ঐতিহ্যের প্রতি অনাগ্রহ।

শিশু আনন্দ মেলায় এনসিটিএফ মেহেরপুর

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরী চত্বরে ২ দিন ব্যাপি শিশু আনন্দ মেলার উদ্বোধন করা হয়।উক্ত মেলায় এনসিটিএফ মেহেরপুরের সদস্যবৃন্দ স্টল  এ অংশগ্রহন করে।

মেলা উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সিদ্দিকুর রহমান এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর ঢাকা অফিস থেকে আগত আবু জাফর মোহাম্মদ হোসেন।

এনসিটিএফ মেহেরপুর এর জন্য বরাদ্দকৃত স্টলে জেলার জেলা, উপজেলা ও ইউনিয়ন এর সদস্যবৃন্দ অংশগ্রহন করে। সুন্দর জাকজমকপূর্ণভাবে তারা স্টলকে সাজিয়ে তোলে। অন্যান্য স্টলের তুলনায় এনসিটিএফ এর স্টলে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। সেখানে এনসিটিএফ মেহেরপুরের প্রকাশিত শিশু চিত্র বিনামূল্যে বিতরণ করা হয়।