স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন করলো এনসিটিএফ, খুলনা।

আজ বিকাল ৪.০০টায় বাংলাদেশ শিশু একাডেমী, খুলনায় স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু ব্ষিয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মাজেদ, লাইব্রেরীয়ান কাম মউজিয়াম কীপার, খুলনা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনা করা হয়। কেক কেটে শিশুদের নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিদুল ইসলাম মৃদুল।

সৌরভ সাহা
শিশু সাংবাদিক
এনসিটিএফ, খুলনা।

Savar Upazila NCTF Committee Elected

NCTF Upazila committee has been formed on 19th March 2015 in VERC head office, Savar, Dhaka. Md. Sahariar Menzis, Upazila Education Officer, Savar was presented as chief guest.

কুষ্টিয়ায় শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভায় এন.সি.টি.এফ কুষ্টিয়া।

গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভা। অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে, এসডিএফ এর আর্থিক সহায়তায় ও নিকুশিমাজ আয়োজন সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভার মূল উদ্দেশ্য শিশুদের প্রতি সহিংসতার বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা এবং শিশু সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে উৎসাহিত করা। নিকুশিমাজ এর নির্বাহী পরিচালক সালমা সুলতানা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন কুষ্টিয়ায় সম্প্রতি সময়ে আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। আত্মহত্যা প্রবনতা কমানোর জন্য সকলকে কাজ করতে হবে। এছাড়া গৃহকর্মে শিশুদের নির্যাতনের বিষয়েও তিনি গুরুত্ব প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সিভিল সার্জন, মোঃ আব্দুল গনি উপ-পরিচালক সমাজ সেবা কার্যালয়, সফুরা ফেরদৌস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। অনুষ্ঠানের মূল বিষয় ও বিস্তারিত আলোচনা করেন অপরাজেয় বাংলাদেশের সাফিয়া শামিমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকুশিমাজ এর সভাপতি অধ্যাপক আসাদুর রহমান। উক্ত অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির হোসেন। এছাড়া অনুষ্ঠানে এনসিটিএফ কুষ্টিয়ার সদস্যবৃন্দ, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ আসাদুজ্জামান সহ বিভিন্ন সংগঠন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

NCTF Upazila Committee has been formed at Savar, Dhaka.

 

Istiaque Ahmed Shawon: National Children’s Task Force (NCTF) monitoring WASH situation at Savar in 30 different secondary schools. NCTF formed school executive committee in every school.On last 19th March 2015, President and Secretary General from all the school committee elected an Upazila NCTF executive committee by an election. Newly elected NCTF Upazila committee will be linked with NCTF Dhaka district committee. President and Secretary General from Upazila committee will participate in the monthly meeting of NCTF Dhaka district committee. NCTF now is a partner of ICT & Innovative partnership project. Others partners are Massline Media Center (MMC), Village Education Resource Center (VERC), Center for Services and Information on Disability (CSID), mPower and Save the Children. Aim of the project are Strengthening accountability structures of school authorities at local, district and national level supported by children’s use of ICT .Children and youth at targeted schools and NCTF monitor and document the WASH situation by use of ICT and feel an increased sense of empowerment. Improving practice in Save the Children in relation to partnering with children and youth’s organizations and use of ICT as a tool to empower children. On the Election Day, representative from all the partner organization and Upazila Education officer were presented there.

Orientation for newly elected NCTF School Executive Committee members.

Istiaque Ahmed Shawon : At the very beginning of this year NCTF expanded its committee in school level at Savar,Dhaka. Number of 29 School committee has formed successfully there. In February, the newly elected NCTF executive committee’s members are getting orientation on NCTF and ICT & Innovative Partnership Project’s activities. In the orientation session members were very much interested to know more about the Child Parliament and the role of Child Journalist. Through this orientation session newly elected members have got the idea about what is NCTF, background of NCTF, aim and objective of NCTF, wings of NCTF, role of NCTF advocacy-social media-researcher group, achievements of NCTF. In next month they will get training on UNCRC as well.

29 NCTF School Committee has been formed at Savar,Dhaka.

Istiaque Ahmed Shawon : In January 2015, 29 new school committee has been formed in secondary school level at Savar,Dhaka. Which added near about 3000 new members in NCTF family. Every school committee has elected their executive committee through the election as per the NCTF constitution. Students are very much excited about NCTF and its activities. These committees will specially work to monitoring the WASH situation at their school through ICT. They will also perform like any other NCTF district committee. Teachers are also glad to see that their students are getting opportunities to form a club in their school and going to raise their voice. Some of the school committee’s members said they are happy to think that they will do advocacy on Child rights. They will contribute to establish child rights and monitoring child rights situation at their school and community level as well as children. Some of the school executive committee already took the decision to publish wall magazine, newsletter in their school. Some are planning to arrange cricket and football match in their school.